আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
অবৈধভাবে ভারতে পাচার হওয়া ১২ জন বাংলাদেশির প্রত্যাবাসন হয়েছে। আজ ত্রিপুরায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সহযোগিতায় তাঁদের ফেরত পাঠিয়েছে ভারত সরকার। পাচার হওয়া ব্যক্তিদের মধ্যে ৬ জন নারী ও ৬ জন পুরুষ।
আজ মঙ্গলবার দুপুরে কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে আখাউড়া-আগরতলা ইমিগ্রেশন সীমান্তের শূন্য রেখায় ত্রিপুরায় নিযুক্ত বাংলাদেশ সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া আক্তারের কাছে হস্তান্তর করেন।
পাচারের শিকার হওয়া ব্যক্তিরা জানান, ভালো কাজের প্রলোভনে দালালের খপ্পরে পড়ে অবৈধ সীমান্তপথে তাঁরা ভারতে পাড়ি জমান। পরে দালালেরা তাঁদের সেখানে ফেলে পালিয়ে আসে। এরপর ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন সময় তাঁদের আটক করে জেল-হাজতে পাঠায়।
ত্রিপুরার বাংলাদেশ সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ বলেন, ১২ জন বাংলাদেশি নাগরিককে প্রত্যাবাসন করা হয়েছে। তাঁরা কাজের সন্ধানে অবৈধ সীমান্তপথে দালাল চক্রের মাধ্যমে ভারতে অনুপ্রবেশ করেন। পরবর্তী সময়ে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন। পরে দুই দেশের উচ্চপর্যায়ে আনুষ্ঠানিকতা শেষে তাঁদের স্বজনদের কাছে তুলে দেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী হাইকমিশনের প্রথম সচিব মো. রেজাউল হক চৌধুরী, প্রথম সচিব মো. আল আমিন, আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন ওসি হাসান আহমেদ ভূঁইয়া, আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্টের ব্যবস্থাপক দেবাশীষ নন্দী, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ডেপুটি ম্যানেজার শায়লা শারমিন প্রমুখ।
অবৈধভাবে ভারতে পাচার হওয়া ১২ জন বাংলাদেশির প্রত্যাবাসন হয়েছে। আজ ত্রিপুরায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সহযোগিতায় তাঁদের ফেরত পাঠিয়েছে ভারত সরকার। পাচার হওয়া ব্যক্তিদের মধ্যে ৬ জন নারী ও ৬ জন পুরুষ।
আজ মঙ্গলবার দুপুরে কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে আখাউড়া-আগরতলা ইমিগ্রেশন সীমান্তের শূন্য রেখায় ত্রিপুরায় নিযুক্ত বাংলাদেশ সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া আক্তারের কাছে হস্তান্তর করেন।
পাচারের শিকার হওয়া ব্যক্তিরা জানান, ভালো কাজের প্রলোভনে দালালের খপ্পরে পড়ে অবৈধ সীমান্তপথে তাঁরা ভারতে পাড়ি জমান। পরে দালালেরা তাঁদের সেখানে ফেলে পালিয়ে আসে। এরপর ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন সময় তাঁদের আটক করে জেল-হাজতে পাঠায়।
ত্রিপুরার বাংলাদেশ সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ বলেন, ১২ জন বাংলাদেশি নাগরিককে প্রত্যাবাসন করা হয়েছে। তাঁরা কাজের সন্ধানে অবৈধ সীমান্তপথে দালাল চক্রের মাধ্যমে ভারতে অনুপ্রবেশ করেন। পরবর্তী সময়ে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন। পরে দুই দেশের উচ্চপর্যায়ে আনুষ্ঠানিকতা শেষে তাঁদের স্বজনদের কাছে তুলে দেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী হাইকমিশনের প্রথম সচিব মো. রেজাউল হক চৌধুরী, প্রথম সচিব মো. আল আমিন, আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন ওসি হাসান আহমেদ ভূঁইয়া, আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্টের ব্যবস্থাপক দেবাশীষ নন্দী, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ডেপুটি ম্যানেজার শায়লা শারমিন প্রমুখ।
আজ শুক্রবার সকাল থেকে মসজিদের সামনে অবস্থান নিয়েছে সাদপন্থীরা। সকাল থেকে মসজিদে প্রবেশ করেন শত শত সাদপন্থী। তাঁদের লক্ষ্য, লাখো মুসল্লির সমাগমে জুমার নামাজ আদায় করে নিজেদের অবস্থান ও শক্তি জানান দেওয়া। জমায়েতের চাপে আশপাশে সব রাস্তা বন্ধ হয়ে গেছে।
৩ মিনিট আগেবাড়ির আঙিনায় বেড়া দেওয়া নিয়ে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় শ্যালকের শাবলের আঘাতে দুলাভাইয়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার পৌরশহরের কালিনগর মহল্লায় এ ঘটনা ঘটে। শুক্রবার সকালে অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
১৬ মিনিট আগেগাইবান্ধার গোবিন্দগঞ্জে দোকানে সিগারেট না পেয়ে ছুরিকাঘাতে বিএনপি-জামায়াতের ৬ নেতা-কর্মীকে আহত করার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা মারুফ হাসানের বিরুদ্ধে। ঘটনাস্থল থেকে অভিযুক্তকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার পৌর শহরের চৌমাথা মোড়ে এ ঘটনা ঘটে।
২১ মিনিট আগেযশোর হর্টিকালচার সেন্টারে বিক্রির তালিকায় থাকা সব গাছ সেন্টারে নেই। উদ্যানে নিজস্বভাবে চারা উৎপাদনের জন্য ‘রিভলভিং’ ফান্ডের মাধ্যমে অর্থ বরাদ্দ দেওয়া থাকলেও সেটি করা হচ্ছে না। চারা উৎপাদন না করে বাইরে থেকে কম দামে মানহীন চারা এনে উদ্যানে রেখে বিক্রি করা হচ্ছে। সেন্টারে একটি ভার্মি কম্পোস্ট প্ল্যান্ট
১ ঘণ্টা আগে