উখিয়া ও কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের হামলায় আবারও এক রোহিঙ্গা মাঝি গুলিবিদ্ধ হয়েছে। গতকাল বুধবার রাত ১০টার দিকে উখিয়ার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-২ ব্লকে এই ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ রোহিঙ্গার নাম মোহাম্মদ সলিম (২৮)। তিনি ওই ক্যাম্পের সি ব্লকের রফিক উদ্দিনের ছেলে ও একই ব্লকের সাব মাঝি (সহকারী কমিউনিটি নেতা) হিসেবে দায়িত্বরত আছেন।
জানা যায়, ঘটনার পর স্থানীয় লোকজন সলিমকে উদ্ধার করে কুতুপালংয়ে দাতব্য সংস্থা এমএসএফ পরিচালিত হাসপাতালে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠান।
ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক ও অতিরিক্ত উপমহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) ছৈয়দ হারুনুর রশিদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
ছৈয়দ হারুনুর রশিদ বলেন, ‘৫-৬ জনের একটি দুর্বৃত্তের দল গুপ্ত হামলা চালিয়ে সাব মাঝি সলিমকে গুলি করে পালিয়ে যায়। ঘটনার পর থেকে ওই ক্যাম্পে অভিযান অব্যাহত রেখেছে এপিবিএন, সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।’
গুলিবিদ্ধ সলিমের স্ত্রী জানান, ‘আমার স্বামী রাতের পাহারায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় দুজন লোক এসে তাকে ডাকাডাকি করে। পরে সে ঘর থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে গুলির শব্দ শুনি।’
সলিমের প্রতিবেশী আব্দুর রহিম বলেন, ‘গুলি শব্দ শুনে আমরা বের হয়ে সলিমকে রক্তাক্ত অবস্থায় পাই। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। গুলি করা লোক গুলো পালিয়ে যায়। তারা ৫-৬ জন ছিল।’
উল্লেখ্য, বৃহস্পতিবার একই দিনে দুপুর ১টার দিকে রোহিঙ্গা ক্যাম্প ৮-ডব্লিউ তে দুই রোহিঙ্গা শিশু দুই সন্ত্রাসী গ্রুপের সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়।
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের হামলায় আবারও এক রোহিঙ্গা মাঝি গুলিবিদ্ধ হয়েছে। গতকাল বুধবার রাত ১০টার দিকে উখিয়ার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-২ ব্লকে এই ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ রোহিঙ্গার নাম মোহাম্মদ সলিম (২৮)। তিনি ওই ক্যাম্পের সি ব্লকের রফিক উদ্দিনের ছেলে ও একই ব্লকের সাব মাঝি (সহকারী কমিউনিটি নেতা) হিসেবে দায়িত্বরত আছেন।
জানা যায়, ঘটনার পর স্থানীয় লোকজন সলিমকে উদ্ধার করে কুতুপালংয়ে দাতব্য সংস্থা এমএসএফ পরিচালিত হাসপাতালে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠান।
ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক ও অতিরিক্ত উপমহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) ছৈয়দ হারুনুর রশিদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
ছৈয়দ হারুনুর রশিদ বলেন, ‘৫-৬ জনের একটি দুর্বৃত্তের দল গুপ্ত হামলা চালিয়ে সাব মাঝি সলিমকে গুলি করে পালিয়ে যায়। ঘটনার পর থেকে ওই ক্যাম্পে অভিযান অব্যাহত রেখেছে এপিবিএন, সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।’
গুলিবিদ্ধ সলিমের স্ত্রী জানান, ‘আমার স্বামী রাতের পাহারায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় দুজন লোক এসে তাকে ডাকাডাকি করে। পরে সে ঘর থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে গুলির শব্দ শুনি।’
সলিমের প্রতিবেশী আব্দুর রহিম বলেন, ‘গুলি শব্দ শুনে আমরা বের হয়ে সলিমকে রক্তাক্ত অবস্থায় পাই। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। গুলি করা লোক গুলো পালিয়ে যায়। তারা ৫-৬ জন ছিল।’
উল্লেখ্য, বৃহস্পতিবার একই দিনে দুপুর ১টার দিকে রোহিঙ্গা ক্যাম্প ৮-ডব্লিউ তে দুই রোহিঙ্গা শিশু দুই সন্ত্রাসী গ্রুপের সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়।
রাজধানীর আজিমপুরে মেডিকেল স্টাফ কোয়ার্টারের একটি বাসায় দিনদুপুরে ডাকাতিসহ বাচ্চাকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার দুপুরে লালবাগ টাওয়ারের পাশে ফারজানা আক্তার নামের এক নারীর বাসায় এ ঘটনা ঘটে
৯ মিনিট আগেবরগুনা সদরের ঘটবাড়িয়া গ্রামের আবদুল লতিফ ফরায়েজীর স্ত্রী জাহানারা বেগমকে (৬০) প্রায় ২৫ বছর পর খুঁজে পেয়েছে তাঁর স্বজনেরা। আজ শুক্রবার দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া বাজার এলাকা থেকে তাঁকে নিয়ে যান স্বজনেরা। ১৯৯৯ সালে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে নিখোঁজ হয়েছিলেন তিনি।
১৭ মিনিট আগেসিলেটে ছাত্র-জনতার আন্দোলনে হামলা-গুলির অভিযোগে করা মামলায় সিলেট মহানগর যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৩২ মিনিট আগেকবির বলেন, ‘আমার ছেলে তো কোনো রাজনীতি করত না। কোনো অন্যায় করেনি। তাহলে কেন এভাবে তাকে হত্যা করা হলো? সায়েম দেশের জন্য শহীদ হলেও সরকার থেকে বা অন্য কেউ কোনো খবর নিতে আসেনি।’
৪৩ মিনিট আগে