সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
ভোট গ্রহণ বন্ধের ৫ মিনিট আগে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড (আকবর শাহ ও পাহাড়তল) আসনের জাপা প্রার্থী দিদারুল কবির দিদার। আজ রোববার বিকেল ৩টা ৫৫ মিনিটে সীতাকুণ্ড প্রেসক্লাবে দলীয় নেতা–কর্মীসহ সশরীরে উপস্থিত হয়ে নির্বাচন বর্জনের ঘোষণা দেন তিনি।
জাপা প্রার্থী দিদারুল কবির দিদার জানান, এবার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছিল সরকার। সে প্রতিশ্রুতি অনুযায়ী নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন তাঁরা। ভোট গ্রহণের সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে গণমাধ্যম কর্মীদের উপস্থিতি থাকায় কোনো ধরনের অনিয়ম হয়নি। তবে বিকেল তিনটার পর গণমাধ্যম কর্মীরা চলে এসে কেন্দ্র দখলের মাধ্যমে ভোট জালিয়াতির মহোৎসবে মেতে ওঠেন আওয়ামী প্রার্থীর নেতা-কর্মীরা।
তাঁরা নির্বাচনী এলাকার পাহাড়তলী নুরিয়া মাদ্রাসা, জঙ্গল সলিমপুর, পাহাড়তলী রেলওয়ে বালিকা বিদ্যালয়, রাজা কাশেম উচ্চ বিদ্যালয়, ছোট কুমিরা উচ্চ বিদ্যালয়, লতিফা সিদ্দিকী গার্লস কলেজ, হাতিলোটা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, কাটগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঘোড়ামারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ের ভোট কেন্দ্র সহ দশটি ভোট কেন্দ্র দখল করে নৌকার কর্মী সমর্থকেরা জাল ভোট মারতে শুরু করেন।
জাপা প্রার্থী দিদারুল কবির আরও বলেন, ‘ভোট গ্রহণের একেবারে শেষ সময়ে এসে আওয়ামী লীগ যে ভোট ডাকাতির মহোৎসবে মেতে উঠেছে, তা দেখে আমি নির্বাক হয়েছি। তিনি প্রহসনের এ নির্বাচনের নিন্দা জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি।’
বক্তব্যের একপর্যায়ে রিটার্নিং কর্মকর্তা বরাবরে লিখিত কোনো অভিযোগ দায়ের করা হয়েছে কি না তা গণমাধ্যমকর্মীরা জানতে চাইলে তিনি বলেন, জাল ভোট ও কেন্দ্র দখলের বিষয়টি সময় স্বল্পতার কারণে সহকারী রিটার্নিং কর্মকর্তাকে তিনি জানাতে পারেননি। এখন গিয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ জমা দেবেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা (ইউএনও) কে এম রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘জাপা প্রার্থীর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কোনো লিখিত অভিযোগ তিনি পাননি। তাঁর অভিযোগের বিষয়টিও তিনি আমাকে মুঠোফোনে অবহিত করেননি।’
ভোট গ্রহণ বন্ধের ৫ মিনিট আগে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড (আকবর শাহ ও পাহাড়তল) আসনের জাপা প্রার্থী দিদারুল কবির দিদার। আজ রোববার বিকেল ৩টা ৫৫ মিনিটে সীতাকুণ্ড প্রেসক্লাবে দলীয় নেতা–কর্মীসহ সশরীরে উপস্থিত হয়ে নির্বাচন বর্জনের ঘোষণা দেন তিনি।
জাপা প্রার্থী দিদারুল কবির দিদার জানান, এবার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছিল সরকার। সে প্রতিশ্রুতি অনুযায়ী নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন তাঁরা। ভোট গ্রহণের সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে গণমাধ্যম কর্মীদের উপস্থিতি থাকায় কোনো ধরনের অনিয়ম হয়নি। তবে বিকেল তিনটার পর গণমাধ্যম কর্মীরা চলে এসে কেন্দ্র দখলের মাধ্যমে ভোট জালিয়াতির মহোৎসবে মেতে ওঠেন আওয়ামী প্রার্থীর নেতা-কর্মীরা।
তাঁরা নির্বাচনী এলাকার পাহাড়তলী নুরিয়া মাদ্রাসা, জঙ্গল সলিমপুর, পাহাড়তলী রেলওয়ে বালিকা বিদ্যালয়, রাজা কাশেম উচ্চ বিদ্যালয়, ছোট কুমিরা উচ্চ বিদ্যালয়, লতিফা সিদ্দিকী গার্লস কলেজ, হাতিলোটা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, কাটগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঘোড়ামারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ের ভোট কেন্দ্র সহ দশটি ভোট কেন্দ্র দখল করে নৌকার কর্মী সমর্থকেরা জাল ভোট মারতে শুরু করেন।
জাপা প্রার্থী দিদারুল কবির আরও বলেন, ‘ভোট গ্রহণের একেবারে শেষ সময়ে এসে আওয়ামী লীগ যে ভোট ডাকাতির মহোৎসবে মেতে উঠেছে, তা দেখে আমি নির্বাক হয়েছি। তিনি প্রহসনের এ নির্বাচনের নিন্দা জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি।’
বক্তব্যের একপর্যায়ে রিটার্নিং কর্মকর্তা বরাবরে লিখিত কোনো অভিযোগ দায়ের করা হয়েছে কি না তা গণমাধ্যমকর্মীরা জানতে চাইলে তিনি বলেন, জাল ভোট ও কেন্দ্র দখলের বিষয়টি সময় স্বল্পতার কারণে সহকারী রিটার্নিং কর্মকর্তাকে তিনি জানাতে পারেননি। এখন গিয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ জমা দেবেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা (ইউএনও) কে এম রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘জাপা প্রার্থীর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কোনো লিখিত অভিযোগ তিনি পাননি। তাঁর অভিযোগের বিষয়টিও তিনি আমাকে মুঠোফোনে অবহিত করেননি।’
বিএনপিসমর্থিত কুড়িগ্রাম জেলা জাতীয়তাবাদী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বজলুর রশিদকে জেলা দায়রা ও জজ আদালতের নতুন পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
১৭ মিনিট আগেবগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের নয়মাইল বাসস্ট্যান্ড এলাকায় মেসার্স মণ্ডল ট্রেডার্স নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানে ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার বিকেলে এ অভিযান চালায় উপজেলা প্রশাসন।
২৩ মিনিট আগেবিশ্ববিদ্যালয় করার দাবিতে দুই দিন ধরে চলা আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছেন রাজধানীর মহাখালীতে অবস্থিত সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। আন্দোলনকারীদের দাবির সম্ভাব্যতা যাচাইয়ে শিক্ষা মন্ত্রণালয় কমিটি গঠন করবে, এমন আশ্বাসে চলমান কর্মসূচি স্থগিত করেন তাঁরা।
১ ঘণ্টা আগেরাজধানীর উত্তরার শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল মঙ্গলবার হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এতে বাধা দিতে গেলে প্রধান নির্বাহী কর্মকর্তা, মহাব্যবস্থাপক (অপারেশনস), ছাত্রসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। হামলায় এক ছাত্র আহতের ঘটনায় শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন
১ ঘণ্টা আগে