নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
এলআরবি ব্যান্ডের প্রতিষ্ঠাতা আইয়ুব বাচ্চুর পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ। অথচ তাঁর স্মরণে নেই কোনো অনুষ্ঠান। পারিবারিকভাবে ছোট করে শুধু মিলাদ হয়েছে। মৃত্যুর পাঁচ বছর পর চট্টগ্রামের মানুষ তাঁকে ভুলে যাবেন, তা মানতে পারছেন না স্বজনেরা।
আইয়ুব বাচ্চুর মামাতো ভাই মো. হামিদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘সাংস্কৃতিক অঙ্গনের জন্য আইয়ুব বাচ্চু একজন নক্ষত্র। অথচ মৃত্যুর মাত্র পাঁচ বছরে চট্টগ্রামের মানুষ তাঁকে ভুলে গেছে। যেটি আসলে খুবই দুঃখজনক। পারিবারিকভাবে চট্টগ্রাম স্টেশন রোডে ছোট করে একটা মিলাদের আয়োজন করেছি।’
চট্টগ্রাম সিটি করপোরেশনের বর্তমান মেয়রের ওপর ক্ষোভ প্রকাশ করে হামিদ হোসেন বলেন, ‘আগের মেয়র আ জ ম নাছির উদ্দীন ব্যক্তিগতভাবে আইয়ুব বাচ্চু ভাইয়ের জন্য অনেক কিছু করেছেন। কিন্তু বর্তমান মেয়রের সময় কোনো কিছু করা হয়নি। এমনকি সাংস্কৃতিক সংগঠনগুলোও বাচ্চু ভাইয়ের স্মরণে কোনো অনুষ্ঠান করেনি।’
চট্টগ্রামের মানুষ ভুলে গেলেও তাঁর স্মৃতি ঘিরে পরিবার নিয়েছে বেশ কিছু উদ্যোগ। পাঁচ বছর ধরে আইয়ুব বাচ্চুর স্মৃতিবিজড়িত গিটার ও এবি কিচেনের বিভিন্ন যন্ত্রপাতি, ব্যবহৃত ক্যাপ, টি-শার্ট নিয়ে একটি মিউজিয়ামের স্বপ্ন দেখে আসছে আইয়ুব বাচ্চুর পরিবার ও আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন। সেই স্বপ্ন পূরণে এগিয়ে এসেছে এশিয়াটিক থ্রি সিক্সটি গ্রুপ। ‘আইয়ুব বাচ্চু মিউজিয়াম’ নির্মাণের উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।
মাত্র ৫৬ বছর বয়সে ২০১৮ সালের ১৮ অক্টোবর হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান ব্যান্ড সংগীতের এই উজ্জ্বল নক্ষত্র।
এলআরবি ব্যান্ডের প্রতিষ্ঠাতা আইয়ুব বাচ্চুর পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ। অথচ তাঁর স্মরণে নেই কোনো অনুষ্ঠান। পারিবারিকভাবে ছোট করে শুধু মিলাদ হয়েছে। মৃত্যুর পাঁচ বছর পর চট্টগ্রামের মানুষ তাঁকে ভুলে যাবেন, তা মানতে পারছেন না স্বজনেরা।
আইয়ুব বাচ্চুর মামাতো ভাই মো. হামিদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘সাংস্কৃতিক অঙ্গনের জন্য আইয়ুব বাচ্চু একজন নক্ষত্র। অথচ মৃত্যুর মাত্র পাঁচ বছরে চট্টগ্রামের মানুষ তাঁকে ভুলে গেছে। যেটি আসলে খুবই দুঃখজনক। পারিবারিকভাবে চট্টগ্রাম স্টেশন রোডে ছোট করে একটা মিলাদের আয়োজন করেছি।’
চট্টগ্রাম সিটি করপোরেশনের বর্তমান মেয়রের ওপর ক্ষোভ প্রকাশ করে হামিদ হোসেন বলেন, ‘আগের মেয়র আ জ ম নাছির উদ্দীন ব্যক্তিগতভাবে আইয়ুব বাচ্চু ভাইয়ের জন্য অনেক কিছু করেছেন। কিন্তু বর্তমান মেয়রের সময় কোনো কিছু করা হয়নি। এমনকি সাংস্কৃতিক সংগঠনগুলোও বাচ্চু ভাইয়ের স্মরণে কোনো অনুষ্ঠান করেনি।’
চট্টগ্রামের মানুষ ভুলে গেলেও তাঁর স্মৃতি ঘিরে পরিবার নিয়েছে বেশ কিছু উদ্যোগ। পাঁচ বছর ধরে আইয়ুব বাচ্চুর স্মৃতিবিজড়িত গিটার ও এবি কিচেনের বিভিন্ন যন্ত্রপাতি, ব্যবহৃত ক্যাপ, টি-শার্ট নিয়ে একটি মিউজিয়ামের স্বপ্ন দেখে আসছে আইয়ুব বাচ্চুর পরিবার ও আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন। সেই স্বপ্ন পূরণে এগিয়ে এসেছে এশিয়াটিক থ্রি সিক্সটি গ্রুপ। ‘আইয়ুব বাচ্চু মিউজিয়াম’ নির্মাণের উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।
মাত্র ৫৬ বছর বয়সে ২০১৮ সালের ১৮ অক্টোবর হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান ব্যান্ড সংগীতের এই উজ্জ্বল নক্ষত্র।
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে কলেজছাত্র ইমন হত্যা মামলায় সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মো. আব্দুর রাজ্জাককে টাঙ্গাইলের মির্জাপুর থানায় পাঁচ দিনের রিমান্ডে আনা হয়েছে। আজ শুক্রবার সকালে তাঁকে টাঙ্গাইল কারাগার থেকে থানায় নিয়ে আসে পুলিশ।
৪ মিনিট আগেরাজধানীর উত্তরার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ১১ হাজার ৬০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে রাত পর্যন্ত তুরাগের বাউনিয়া, বিমানবন্দরের সিভিল অ্যাভিয়েশনের স্টাফ কোয়ার্টার ও উত্তরা ৯ নম্বর সেক্টর এলাকায় এ অভিযান চালানো হয়।
১৩ মিনিট আগেগোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ১০ টাকার একটি চিতই পিঠার সঙ্গে বিনা মূল্যে মিলছে ৩০ রকমের ভর্তা। সুস্বাদু ভর্তার টানে বিকেল থেকে গভীর রাত পর্যন্ত পিঠার দোকানে ভিড় লেগে থাকে। আর ভোজনরসিকেরা পরম তৃপ্তির সঙ্গে পিঠার স্বাদ নেন।
১৬ মিনিট আগেলক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী বাসচাপায় আহনাফ হোসেন (৭) নামের এক শিশু নিহত হয়েছে। আজ শুক্রবার বেলা আড়াইটার দিকে মহাসড়কে জকসিন বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু সদর উপজেলার যাদৈয়া এলাকার সফিকুল আলমের ছেলে।
১৭ মিনিট আগে