হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের হাটহাজারীতে ষাটোর্ধ্ব মো. আবু তাহেরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁরই আপন ভাই ও ভাতিজাদের বিরুদ্ধে। নিহতের বসতঘরের পাশে বাঁশ দিয়ে তৈরি করা একটি মাচা ভেঙে ফেলার জের ধরে গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় এক অন্তঃসত্ত্বা নারীসহ আরও চারজন আহত হয়েছেন। তাঁরা হলেন—আবু তাহেরের স্ত্রী নূরনাহার বেগম (৬০), তাঁর ছেলে মোহাম্মদ আজম (৩৫), পুত্রবধূ (অন্তঃসত্ত্বা) বিবি রহিমা (২০) ও এমি (২৮) নামে একজন।
আবু তাহের উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের লোহারপোল বাজারের পশ্চিমে মাওলানা মনসুর আলীর নতুন বাড়ি প্রকাশ আকবর বাড়ির মৃত আবুল কাশেমের ছেলে।
এ ঘটনায় নিহতের ছেলে মোহাম্মদ আজম বাদী হয়ে হাটহাজারী মডেল থানায় পাঁচজনের নাম উল্লেখসহ আরও ৩-৪ জনকে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা করেছেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে নিহতের ভাই মো. ইউসুফ প্রকাশ দুদু মিয়াকে। মামলার অন্য আসামিরা হলেন—তাঁর ছেলে সাজ্জাত হোসেন প্রকাশ ইবলু, মো. আকিব, স্ত্রী জোহরা বেগম ও পুত্রবধূ নাছিমা আক্তার।
পুলিশ জোহরা বেগমকে গ্রেপ্তার করেছে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, বসতঘরের সামনে পুকুরের পাশে বাঁশ দিয়ে একটি মাচা তৈরি করেন মো. ইউসুফের ছেলে সাজ্জাত হোসেন প্রকাশ ইবলু। দিনের বেলায় যখন বাড়ির নারীরা ওই পুকুরে গোসল করতে যান তখন ইবলু তাঁর সহযোগীদের নিয়ে ওই মাচায় বসে অশালীন মন্তব্য করেন। কখনো কখনো মাদক সেবন করেন। এ কারণে তাহেরের ছেলে আজম মাচাটি ভেঙে দেন।
ওই ঘটনার জের ধরে অভিযুক্ত মো. ইউসুফ ও ইবলু তাঁর আপন চাচা আবু তাহের, চাচাতো ভাই এবং চাচাতো ভাইয়ের স্ত্রীকে পিটিয়ে জখম করেন। পরিবারের সদস্যরা আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিতে চাইলে তাঁরা বাধা দেন। পরে স্থানীয়দের সহযোগিতায় রাত সাড়ে ৯টার দিকে আবু তাহেরসহ অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. নিলয় আবু তাহেরকে মৃত ঘোষণা করেন।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘আপন ভাই মো. ইউসুফ ও তাঁর ছেলে আবু তাহেরকে পিটিয়ে হত্যা করেছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় প্রধান আসামির স্ত্রী জোহরা বেগমকে গ্রেপ্তারের পর রোববার সকালে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।’
চট্টগ্রামের হাটহাজারীতে ষাটোর্ধ্ব মো. আবু তাহেরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁরই আপন ভাই ও ভাতিজাদের বিরুদ্ধে। নিহতের বসতঘরের পাশে বাঁশ দিয়ে তৈরি করা একটি মাচা ভেঙে ফেলার জের ধরে গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় এক অন্তঃসত্ত্বা নারীসহ আরও চারজন আহত হয়েছেন। তাঁরা হলেন—আবু তাহেরের স্ত্রী নূরনাহার বেগম (৬০), তাঁর ছেলে মোহাম্মদ আজম (৩৫), পুত্রবধূ (অন্তঃসত্ত্বা) বিবি রহিমা (২০) ও এমি (২৮) নামে একজন।
আবু তাহের উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের লোহারপোল বাজারের পশ্চিমে মাওলানা মনসুর আলীর নতুন বাড়ি প্রকাশ আকবর বাড়ির মৃত আবুল কাশেমের ছেলে।
এ ঘটনায় নিহতের ছেলে মোহাম্মদ আজম বাদী হয়ে হাটহাজারী মডেল থানায় পাঁচজনের নাম উল্লেখসহ আরও ৩-৪ জনকে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা করেছেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে নিহতের ভাই মো. ইউসুফ প্রকাশ দুদু মিয়াকে। মামলার অন্য আসামিরা হলেন—তাঁর ছেলে সাজ্জাত হোসেন প্রকাশ ইবলু, মো. আকিব, স্ত্রী জোহরা বেগম ও পুত্রবধূ নাছিমা আক্তার।
পুলিশ জোহরা বেগমকে গ্রেপ্তার করেছে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, বসতঘরের সামনে পুকুরের পাশে বাঁশ দিয়ে একটি মাচা তৈরি করেন মো. ইউসুফের ছেলে সাজ্জাত হোসেন প্রকাশ ইবলু। দিনের বেলায় যখন বাড়ির নারীরা ওই পুকুরে গোসল করতে যান তখন ইবলু তাঁর সহযোগীদের নিয়ে ওই মাচায় বসে অশালীন মন্তব্য করেন। কখনো কখনো মাদক সেবন করেন। এ কারণে তাহেরের ছেলে আজম মাচাটি ভেঙে দেন।
ওই ঘটনার জের ধরে অভিযুক্ত মো. ইউসুফ ও ইবলু তাঁর আপন চাচা আবু তাহের, চাচাতো ভাই এবং চাচাতো ভাইয়ের স্ত্রীকে পিটিয়ে জখম করেন। পরিবারের সদস্যরা আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিতে চাইলে তাঁরা বাধা দেন। পরে স্থানীয়দের সহযোগিতায় রাত সাড়ে ৯টার দিকে আবু তাহেরসহ অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. নিলয় আবু তাহেরকে মৃত ঘোষণা করেন।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘আপন ভাই মো. ইউসুফ ও তাঁর ছেলে আবু তাহেরকে পিটিয়ে হত্যা করেছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় প্রধান আসামির স্ত্রী জোহরা বেগমকে গ্রেপ্তারের পর রোববার সকালে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।’
ফেনীর পরশুরামে কলেজছাত্র এমরান হোসেন রিফাত হত্যার ঘটনায় মামলা হয়েছে। এতে ছয়জনের নাম উল্লেখ করা হয়। তাঁদের মধ্যে দুজনকে গ্রেপ্তার করে আজ শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।
৫ মিনিট আগেসিলেটে ২৮০ বস্তা ভারতীয় চিনিসহ আকবর মিয়া (৪২) নামের এক ট্রাকচালককে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে সিলেটের সীমান্তবর্তী এলাকায় চেকপোস্ট বসিয়ে তাঁকে আটক করা হয়।
৮ মিনিট আগেরাজধানীর আজিমপুরে মেডিকেল স্টাফ কোয়ার্টারের একটি বাসায় দিনদুপুরে ডাকাতিসহ বাচ্চাকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার দুপুরে লালবাগ টাওয়ারের পাশে ফারজানা আক্তার নামের এক নারীর বাসায় এ ঘটনা ঘটে...
২৩ মিনিট আগেবরগুনা সদরের ঘটবাড়িয়া গ্রামের আবদুল লতিফ ফরায়েজীর স্ত্রী জাহানারা বেগমকে (৬০) প্রায় ২৫ বছর পর খুঁজে পেয়েছে তাঁর স্বজনেরা। আজ শুক্রবার দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া বাজার এলাকা থেকে তাঁকে নিয়ে যান স্বজনেরা। ১৯৯৯ সালে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে নিখোঁজ হয়েছিলেন তিনি।
৩১ মিনিট আগে