বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে চিকিৎসক নিখোঁজ 

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২১ জুন ২০২২, ২০: ২১
আপডেট : ২১ জুন ২০২২, ২০: ৩৭

চট্টগ্রামের রাউজানে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে মো. ইয়াকুব (৬৫) নামে এক পল্লি চিকিৎসক নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৬টা পর্যন্ত তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি বলে জানিয়েছেন রাউজান ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নজরুল ইসলাম।

নজরুল ইসলাম বলেন, ‘আজ সারা দিন নিখোঁজ ব্যক্তির পরিবারের দেওয়া তথ্যমতে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়েছে। রাঙামাটি থেকে আসা একটি ডুবুরি দলের ইউনিট খোঁজ করেছে। কিন্তু এখনো সন্ধান মেলেনি।’

রাউজান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও বলেন, ‘নিখোঁজ ব্যক্তির পরিবারের সদস্যরা ভালো কোনো তথ্য দিতে পারছেন না। তারা বলছেন ছোট জাল নিয়ে গেছে পানিতে বসাতে। আবার বলেছেন আজ (মঙ্গলবার) সকালে জালটি পাওয়া গেছে। তিনি কোথায় গেছেন বা কোন দিকে গেছেন সেটি ভালো করে বলতে পারছেন না।’
 
গতকাল সোমবার বিকেল ৪টা থেকে ৬টার মধ্যে রাউজান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ছিটিয়াপাড়া এলাকার বেরুলিয়া খালসংলগ্ন বিলে এ ঘটনা ঘটে। নিখোঁজ ডা. ইয়াকুব ওই এলাকার হারুন চেয়ারম্যান বাড়ির বাসিন্দা।

নিখোঁজের পরিবার বলছে, গতকাল সোমবার বিকেল ৪টার দিকে বন্যার পানিতে মাছ ধরার কথা বলে ডা. ইয়াকুব ঘর থেকে বের হন। পরে সন্ধ্যা পর্যন্ত বাড়ি ফিরে না আসায় খাল-বিলসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও সন্ধান তার সন্ধান পাওয়া যায়নি। পরে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করা হলে রাউজান ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। 

এ প্রসঙ্গে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন বলেন, ‘আমরা শুনেছি নিখোঁজ লোকটির কথা। তবে এখনো তাঁর কোনো তথ্য আমরা পাইনি। ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তার সঙ্গে কথা বলে বিস্তারিত জানা যাবে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত