কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফের পাঁচজন ইয়াবা কারবারির বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আজ রোববার দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রিয়াজ উদ্দিন বাদী হয়ে চারটি পৃথক মামলা দায়ের করেন।
মামলায় আসামি ৫ ইয়াবা কারবারি হলেন- টেকনাফের নাজির পাড়ার আবদুর রহমান, তার পিতা হাজী মো. ইসলাম, শীলবনিয়া পাড়ার সাইফুল ইসলাম, মৌলভী পাড়ার হাজী ফজল আহমদের ছেলে একরাম হোসেন ও আবদুর রহমান।
দুর্নীতি দমন কমিশনের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক সোবেল আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে জানা গেছে, আসামি আবদুর রহমান ও তার পিতা হাজী মো. ইসলামের বিরুদ্ধে এক কোটি ৩৪ লাখ টাকা, সাইফুল ইসলামের বিরুদ্ধে ৭৯ লাখ ৭০ হাজার টাকা, হাজী ফজল আহমদের ছেলে একরাম হোসেনের বিরুদ্ধে এক কোটি ৩০ লাখ ৬৮ হাজার ৪১০ টাকা ও হাজী ফজল আহমদের ছেলে আবদুর রহমানের বিরুদ্ধে এক কোটি ৬৬ লাখ ৭ হাজার ৬১০ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের প্রাথমিক প্রমাণ পেয়েছে দুদক।
মামলার বাদী সহকারী পরিচালক রিয়াজ উদ্দিন জানান, দুদক ৫ আসামিকে সম্পদের হিসাব বিবরণী জমা দেওয়ার জন্য নোটিশ পাঠিয়েছিল। কিন্তু ২১ কর্মদিবসের মধ্যে সম্পদের হিসাব বিবরণী জমা না দেওয়ায় এই মামলা দায়ের করা হয়েছে।
তিনি বলেন, দুদক তদন্ত করে এই আসামিদের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের সন্ধান পেয়েছে। এরা প্রত্যেকেই মাদক ব্যবসার মাধ্যমে অবৈধ উপায়ে এই সম্পদ অর্জন করেছেন।
কক্সবাজারের টেকনাফের পাঁচজন ইয়াবা কারবারির বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আজ রোববার দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রিয়াজ উদ্দিন বাদী হয়ে চারটি পৃথক মামলা দায়ের করেন।
মামলায় আসামি ৫ ইয়াবা কারবারি হলেন- টেকনাফের নাজির পাড়ার আবদুর রহমান, তার পিতা হাজী মো. ইসলাম, শীলবনিয়া পাড়ার সাইফুল ইসলাম, মৌলভী পাড়ার হাজী ফজল আহমদের ছেলে একরাম হোসেন ও আবদুর রহমান।
দুর্নীতি দমন কমিশনের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক সোবেল আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে জানা গেছে, আসামি আবদুর রহমান ও তার পিতা হাজী মো. ইসলামের বিরুদ্ধে এক কোটি ৩৪ লাখ টাকা, সাইফুল ইসলামের বিরুদ্ধে ৭৯ লাখ ৭০ হাজার টাকা, হাজী ফজল আহমদের ছেলে একরাম হোসেনের বিরুদ্ধে এক কোটি ৩০ লাখ ৬৮ হাজার ৪১০ টাকা ও হাজী ফজল আহমদের ছেলে আবদুর রহমানের বিরুদ্ধে এক কোটি ৬৬ লাখ ৭ হাজার ৬১০ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের প্রাথমিক প্রমাণ পেয়েছে দুদক।
মামলার বাদী সহকারী পরিচালক রিয়াজ উদ্দিন জানান, দুদক ৫ আসামিকে সম্পদের হিসাব বিবরণী জমা দেওয়ার জন্য নোটিশ পাঠিয়েছিল। কিন্তু ২১ কর্মদিবসের মধ্যে সম্পদের হিসাব বিবরণী জমা না দেওয়ায় এই মামলা দায়ের করা হয়েছে।
তিনি বলেন, দুদক তদন্ত করে এই আসামিদের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের সন্ধান পেয়েছে। এরা প্রত্যেকেই মাদক ব্যবসার মাধ্যমে অবৈধ উপায়ে এই সম্পদ অর্জন করেছেন।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল-৩ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৫ ঘণ্টা আগেনড়াইলের কালিয়া উপজেলার ধানখেত থেকে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সন্ধ্যার দিকে নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের ধানখেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
৯ ঘণ্টা আগেঝিনাইদহ সদর উপজেলার শিকারপুর গ্রামের পুকুর থেকে এক মাদ্রাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় তার এক সহপাঠীকে আটক করেছে পুলিশ।
৯ ঘণ্টা আগেসুনামগঞ্জের জগন্নাথপুরে পৃথক দুটি হত্যা মামলায় দুই শিশুসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার তাঁদের সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গতকাপল বুধবার রাতে তাঁদের পৃথক এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
৯ ঘণ্টা আগে