নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রিয়, ‘আব্বু-আম্মু, আপু তোমাদের অনেক বলেছি। তোমরা অনুমতি দাওনি। আমি একাই যাবো। মুর্দা নইলে জিন্দা ফিরবো। মাফ করে দিও। ভালো থেকো।’ এভাবে চিরকুট লিখে কাউকে না বলে সপ্তম শ্রেণির এক ছাত্রী আন্দোলনে শরিক হয়েছে।ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার চট্টগ্রামে। চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারি এলাকায় ওই ছাত্রীর পরিবার থাকে। সে ভাটিয়ারি বিএম গেট এলাকার একটি স্কুলে সপ্তম শ্রেণিতে পড়ে।
বেলা ১১টার দিকে বাসায় চিরকুট লিখে বের হয়ে যায় এই ছাত্রী। অংশ নেয় চট্টগ্রামের আন্দরকিল্লা থেকে শুরু হওয়া গণমিছিলে। চিরকুট পেয়ে হন্য হয়ে খুঁজেছে তার পরিবার। বিকেল পর্যন্ত বাসায় না ফেরায় বাধ্য হয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন তার ভাই আব্দুল বিন মাসুদ (ছদ্মনাম)। পরে চট্টগ্রামের অলংকার মোড়ে তার সন্ধান মিলে।
আব্দুল বিন মাসুদ বলেন, ‘অনেক দিন ধরে সে অন্দোলনে যাবে বলছে। বাসায় অনুমতি দেয়নি। আজকে কাউকে না বলে চিরকুট লিখে বের হয়ে যায়। পরে ফেসবুকে পোস্ট দিলে বিকেলের দিকে অলংকার মোড়ে তার সন্ধান পাই। একটি বাসের হেল্পার ফেসবুকে ছবি দেখে কল করে জানালে আমরা গিয়ে নিয়ে আসি।’
আব্দুল বিন মাসুদ বলেন, ‘বাসায় আসার পর সে জানিয়েছে, ভাটিয়ারি থেকে মানুষজনের হেল্প নিয়ে জিইসিতে আসে সে। তারপর সেখান থেকে আন্দরকিল্লা গণমিছিলে অংশ নেয়।’
প্রিয়, ‘আব্বু-আম্মু, আপু তোমাদের অনেক বলেছি। তোমরা অনুমতি দাওনি। আমি একাই যাবো। মুর্দা নইলে জিন্দা ফিরবো। মাফ করে দিও। ভালো থেকো।’ এভাবে চিরকুট লিখে কাউকে না বলে সপ্তম শ্রেণির এক ছাত্রী আন্দোলনে শরিক হয়েছে।ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার চট্টগ্রামে। চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারি এলাকায় ওই ছাত্রীর পরিবার থাকে। সে ভাটিয়ারি বিএম গেট এলাকার একটি স্কুলে সপ্তম শ্রেণিতে পড়ে।
বেলা ১১টার দিকে বাসায় চিরকুট লিখে বের হয়ে যায় এই ছাত্রী। অংশ নেয় চট্টগ্রামের আন্দরকিল্লা থেকে শুরু হওয়া গণমিছিলে। চিরকুট পেয়ে হন্য হয়ে খুঁজেছে তার পরিবার। বিকেল পর্যন্ত বাসায় না ফেরায় বাধ্য হয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন তার ভাই আব্দুল বিন মাসুদ (ছদ্মনাম)। পরে চট্টগ্রামের অলংকার মোড়ে তার সন্ধান মিলে।
আব্দুল বিন মাসুদ বলেন, ‘অনেক দিন ধরে সে অন্দোলনে যাবে বলছে। বাসায় অনুমতি দেয়নি। আজকে কাউকে না বলে চিরকুট লিখে বের হয়ে যায়। পরে ফেসবুকে পোস্ট দিলে বিকেলের দিকে অলংকার মোড়ে তার সন্ধান পাই। একটি বাসের হেল্পার ফেসবুকে ছবি দেখে কল করে জানালে আমরা গিয়ে নিয়ে আসি।’
আব্দুল বিন মাসুদ বলেন, ‘বাসায় আসার পর সে জানিয়েছে, ভাটিয়ারি থেকে মানুষজনের হেল্প নিয়ে জিইসিতে আসে সে। তারপর সেখান থেকে আন্দরকিল্লা গণমিছিলে অংশ নেয়।’
আজ শুক্রবার সকাল থেকে মসজিদের সামনে অবস্থান নিয়েছে সাদপন্থীরা। সকাল থেকে মসজিদে প্রবেশ করেন শত শত সাদপন্থী। তাঁদের লক্ষ্য, লাখো মুসল্লির সমাগমে জুমার নামাজ আদায় করে নিজেদের অবস্থান ও শক্তি জানান দেওয়া। জমায়েতের চাপে আশপাশে সব রাস্তা বন্ধ হয়ে গেছে।
১০ মিনিট আগেবাড়ির আঙিনায় বেড়া দেওয়া নিয়ে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় শ্যালকের শাবলের আঘাতে দুলাভাইয়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার পৌরশহরের কালিনগর মহল্লায় এ ঘটনা ঘটে। শুক্রবার সকালে অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
২৩ মিনিট আগেগাইবান্ধার গোবিন্দগঞ্জে দোকানে সিগারেট না পেয়ে ছুরিকাঘাতে বিএনপি-জামায়াতের ৬ নেতা-কর্মীকে আহত করার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা মারুফ হাসানের বিরুদ্ধে। ঘটনাস্থল থেকে অভিযুক্তকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার পৌর শহরের চৌমাথা মোড়ে এ ঘটনা ঘটে।
২৮ মিনিট আগেযশোর হর্টিকালচার সেন্টারে বিক্রির তালিকায় থাকা সব গাছ সেন্টারে নেই। উদ্যানে নিজস্বভাবে চারা উৎপাদনের জন্য ‘রিভলভিং’ ফান্ডের মাধ্যমে অর্থ বরাদ্দ দেওয়া থাকলেও সেটি করা হচ্ছে না। চারা উৎপাদন না করে বাইরে থেকে কম দামে মানহীন চারা এনে উদ্যানে রেখে বিক্রি করা হচ্ছে। সেন্টারে একটি ভার্মি কম্পোস্ট প্ল্যান্ট
১ ঘণ্টা আগে