কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারায় দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে প্রণব কুমার ভট্টাচার্য (৫৫) নামে এক শিক্ষককে জুতার মালা পরিয়ে পুলিশে দিয়েছেন ভুক্তভোগীর স্বজন ও এলাকাবাসী। আজ সোমবার উপজেলার চাতরী ইউনিয়নের ডুমুরিয়া-রুদুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীর মা।
এদিকে ঘটনার পরপরই বিদ্যালয় পরিদর্শন করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রঞ্জন ভট্টাচার্য্য। এ সময় তিনি বলেন, ‘ঘটনাটি তদন্ত করতে অফিস থেকে আমাদের পাঠানো হয়েছে। আমরা শিক্ষক, শিক্ষার্থী ও পরিচালনা পরিষদের সঙ্গে কথা বলে তাদের স্ট্যাটমেন্ট নিয়েছি।’
আটক প্রণব কুমার ভট্টচার্য্য পার্শ্ববর্তী পরৈকোড়া ইউনিয়নের পাঠানীকোটা এলাকার বাসিন্দা। তিনি ২০০২ সালে ওই বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগ দেন।
ভিকটিমের স্বজন ও এলাকাবাসী জানান, গত মঙ্গলবার উপজেলার চাতরী ইউনিয়নের ডুমুরিয়া-রুদুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠে ওই শিক্ষককের বিরুদ্ধে। ঘটনার পরদিন প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েও কোনো প্রতিকার না পেয়ে ভিকটিমের স্বজন ও এলাকাবাসী বিদ্যালয়ে গিয়ে ওই শিক্ষককে মারধর করে এবং জুতার মালা পরিয়ে পুলিশে তুলে দেন।
ভুক্তভোগীর মা আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনার পাঁচ দিন পার হলেও লোক-লজ্জায় অফিসের মাধ্যমে সমাধান করতে চেয়েছিলাম। কিন্তু শিক্ষা কর্মকর্তার বরাবরে লিখিত অভিযোগ দিয়েও কোনো প্রতিকার না পাওয়ায় সমাজের লোকজনকে জানিয়েছি। ঘটনার পরদিন থেকে আমার মেয়ে আর স্কুলে যাচ্ছে না। সে এখনো অসুস্থ এবং ভয়ের মধ্যে আছে।’
স্থানীয় ইউপি সদস্য মো. জিয়া উদ্দিন বলেন, ‘ওই শিক্ষক পূর্বেও এ ধরনের একাধিক ঘটনা ঘটিয়েছে। গত মঙ্গলবারের ঘটনায় লিখিত অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাইনি ভিকটিমের মা। ঘটনাটি এলাকায় জানাজানি হলে সমাজের লোকজন ক্ষিপ্ত হয়। এলাকার লোকজন তাকে পুলিশের হাতে তুলে দেয় এবং ভিকটিমের মা বাদী হয়ে থানায়ও লিখিত অভিযোগ দিয়েছেন।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মিতা দে বলেন, ‘ঘটনার দিন আমি জেলার মিটিংয়ে ছিলাম। ছাত্রীর অভিভাবকেরা লিখিতভাবে বিষয়টি শিক্ষা অফিসে জানিয়েছেন। আমরা মনে করেছিলাম, বিষয়টি নিয়ে আমাদের ডাকা হবে। কিন্তু ডাকার আগেই আজ অভিভাবকসহ এলাকার লোকজন স্কুলে এসে সবার সামনে শিক্ষককে মারধর ও লাঞ্ছিত করে। সত্যি দুঃখজনক ঘটনা এটি আমাদের জন্য।’
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জহির খান মুজিব বলেন, ‘ছাত্রীর অভিভাবক আমাদের কিছু না জানিয়ে আজ এ ঘটনা ঘটাল, পরে জানলাম, তারা নাকি শিক্ষা অফিসে অভিযোগ দিয়েছে।’
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ বলেন, ‘প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে এক শিক্ষককে আটক রয়েছে। থানায় অভিযোগ হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
চট্টগ্রামের আনোয়ারায় দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে প্রণব কুমার ভট্টাচার্য (৫৫) নামে এক শিক্ষককে জুতার মালা পরিয়ে পুলিশে দিয়েছেন ভুক্তভোগীর স্বজন ও এলাকাবাসী। আজ সোমবার উপজেলার চাতরী ইউনিয়নের ডুমুরিয়া-রুদুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীর মা।
এদিকে ঘটনার পরপরই বিদ্যালয় পরিদর্শন করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রঞ্জন ভট্টাচার্য্য। এ সময় তিনি বলেন, ‘ঘটনাটি তদন্ত করতে অফিস থেকে আমাদের পাঠানো হয়েছে। আমরা শিক্ষক, শিক্ষার্থী ও পরিচালনা পরিষদের সঙ্গে কথা বলে তাদের স্ট্যাটমেন্ট নিয়েছি।’
আটক প্রণব কুমার ভট্টচার্য্য পার্শ্ববর্তী পরৈকোড়া ইউনিয়নের পাঠানীকোটা এলাকার বাসিন্দা। তিনি ২০০২ সালে ওই বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগ দেন।
ভিকটিমের স্বজন ও এলাকাবাসী জানান, গত মঙ্গলবার উপজেলার চাতরী ইউনিয়নের ডুমুরিয়া-রুদুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠে ওই শিক্ষককের বিরুদ্ধে। ঘটনার পরদিন প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েও কোনো প্রতিকার না পেয়ে ভিকটিমের স্বজন ও এলাকাবাসী বিদ্যালয়ে গিয়ে ওই শিক্ষককে মারধর করে এবং জুতার মালা পরিয়ে পুলিশে তুলে দেন।
ভুক্তভোগীর মা আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনার পাঁচ দিন পার হলেও লোক-লজ্জায় অফিসের মাধ্যমে সমাধান করতে চেয়েছিলাম। কিন্তু শিক্ষা কর্মকর্তার বরাবরে লিখিত অভিযোগ দিয়েও কোনো প্রতিকার না পাওয়ায় সমাজের লোকজনকে জানিয়েছি। ঘটনার পরদিন থেকে আমার মেয়ে আর স্কুলে যাচ্ছে না। সে এখনো অসুস্থ এবং ভয়ের মধ্যে আছে।’
স্থানীয় ইউপি সদস্য মো. জিয়া উদ্দিন বলেন, ‘ওই শিক্ষক পূর্বেও এ ধরনের একাধিক ঘটনা ঘটিয়েছে। গত মঙ্গলবারের ঘটনায় লিখিত অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাইনি ভিকটিমের মা। ঘটনাটি এলাকায় জানাজানি হলে সমাজের লোকজন ক্ষিপ্ত হয়। এলাকার লোকজন তাকে পুলিশের হাতে তুলে দেয় এবং ভিকটিমের মা বাদী হয়ে থানায়ও লিখিত অভিযোগ দিয়েছেন।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মিতা দে বলেন, ‘ঘটনার দিন আমি জেলার মিটিংয়ে ছিলাম। ছাত্রীর অভিভাবকেরা লিখিতভাবে বিষয়টি শিক্ষা অফিসে জানিয়েছেন। আমরা মনে করেছিলাম, বিষয়টি নিয়ে আমাদের ডাকা হবে। কিন্তু ডাকার আগেই আজ অভিভাবকসহ এলাকার লোকজন স্কুলে এসে সবার সামনে শিক্ষককে মারধর ও লাঞ্ছিত করে। সত্যি দুঃখজনক ঘটনা এটি আমাদের জন্য।’
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জহির খান মুজিব বলেন, ‘ছাত্রীর অভিভাবক আমাদের কিছু না জানিয়ে আজ এ ঘটনা ঘটাল, পরে জানলাম, তারা নাকি শিক্ষা অফিসে অভিযোগ দিয়েছে।’
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ বলেন, ‘প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে এক শিক্ষককে আটক রয়েছে। থানায় অভিযোগ হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
যশোর হর্টিকালচার সেন্টারে বিক্রির তালিকায় থাকা সব গাছ সেন্টারে নেই। উদ্যানে নিজস্বভাবে চারা উৎপাদনের জন্য ‘রিভলভিং’ ফান্ডের মাধ্যমে অর্থ বরাদ্দ দেওয়া থাকলেও সেটি করা হচ্ছে না। চারা উৎপাদন না করে বাইরে থেকে কম দামে মানহীন চারা এনে উদ্যানে রেখে বিক্রি করা হচ্ছে। সেন্টারে একটি ভার্মি কম্পোস্ট প্ল্যান্ট
১ ঘণ্টা আগেচট্টগ্রামের রাউজানে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় মাসুদ নামের এক পথচারী গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেগতকাল বৃহস্পতিবার দিবাগত আড়াইটার দিকে ধানমন্ডি–১৫–এর একটি পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় ঘটনাটি ঘটে। আহত অবস্থায় বাসার ভাড়াটিয়ারা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক ভোর পৌনে ৪টার দিকে মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগেকিশোরগঞ্জের কটিয়াদীতে প্রথম স্ত্রীর বাসায় যাওয়ায় স্বামীকে তাঁর দ্বিতীয় স্ত্রী হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। গত বুধবার গভীর রাতে পৌর এলাকার পশ্চিমপাড়ার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে