শ্বশুরবাড়িতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ, স্বজনদের হত্যার অভিযোগ

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৪, ২০: ৫৮

চট্টগ্রামের বোয়ালখালীতে শ্বশুরবাড়ি থেকে লিজা আকতার ঊর্মি (২০) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তাঁর হাত ও পা বাঁধা ছিল। ঘটনার পর শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে যান। গৃহবধূর স্বজনদের অভিযোগ, তাঁকে হত্যার পর মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে। 

আজ বৃহস্পতিবার সকালে উপজেলার শাকপুরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বহর তালুকদারপাড়ায় এ ঘটনা ঘটে। লিজা ওই এলাকার প্রবাসী জাবেদ হোসেন মুন্নার স্ত্রী। 

লিজা আকতারের মা খতিজা বেগম বালি বলেন, ‘আমার একটা মাত্র মেয়ে। তার স্বামী প্রবাসে থাকে। শ্বশুর, শাশুড়ি, দেবর ও ননদের সঙ্গে শ্বশুরবাড়িতে থাকত লিজা। আমার মেয়েটা ঘরে কাজকর্ম করত। মেয়েটাকে হাত-বেঁধে মেরে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে। আমি এর বিচার চাই।’ 

লিজার মামা আবুল কাশেম বলেন, ‘সকালে খবর পেয়ে লিজার শ্বশুরবাড়িতে গিয়ে দেখি দরজা খোলা, ঘরের সিলিংয়ের সঙ্গে ঝুলছিল গলায় কাপড় প্যাঁচানো লিজার মরদেহ। হাত, পা ছিল ওড়না দিয়ে বাঁধা।’ 

শাকপুরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাতঘড়িয়া পাড়ার মো. ইউনূসের মেয়ে লিজা। গত দুই বছর আগে লিজার সঙ্গে একই ইউনিয়নের প্রবাসী জাবেদ হোসেন মুন্নার বিয়ে হয়। 

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, ঝুলন্ত অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবার থেকে এখনো পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্যিক সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ-পাকিস্তান, শঙ্কায় ভারত

হাসিনা ক্ষমতা ছাড়ার পর দেশ ‘মবের মুল্লুক’: সামিনা লুৎফা

বাংলাদেশের বন্দরে পাকিস্তানের কার্গো জাহাজ, ‘ঐতিহাসিক’ বলা হচ্ছে যে কারণে

পরশুরামে ছুরিকাঘাতে তরুণ নিহত

নির্বাচন সংস্কার কমিশনের সংলাপ শুরু কাল, চলবে পুরো নভেম্বর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত