হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
ছেলের বউসহ দুই নাতনিকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন রশিদ মোল্লা (৬২)। তিনি বলেন, ‘আমার ছোট ছেলের বউ তার মাসহ নাতনিদের ডাক্তার দেখাতে গতকাল সোমবার সকালে কুমিল্লা নিয়ে যায়। সকালে যাওয়ার সময় আমি মানা করেছিলাম। আমি কীভাবে এই শোক সহ্য করব।’
আজ মঙ্গলবার সরেজমিন কুমিল্লার তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের কদমতলী গ্রামে গিয়ে রশিদ মোল্লার সঙ্গে কথা হয়। এ সময় তিনি এসব কথা বলেন।
গতকাল সোমবার রাত পৌনে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির রায়পুর মালিখিল এলাকায় রাস্তা পারাপারের সময় একুশে পরিবহনের একটি বাসের চাপায় দুই বাচ্চাসহ চারজন নিহত হন। নিহতরা হলেন তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের কদমতলী গ্রামের শাহজালালের স্ত্রী দিলবার নেছা (৬৫), তাঁর মেয়ে শাহীনুর আক্তার (২৫), শাহীনুরের মেয়ে সায়মা (৩) ও রাইসা (১.৫)।
কুমিল্লা থেকে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। তাতে ঘটনাস্থলেই রশিদ মোল্লার পুত্রবধূ ও তাঁর মা মারা যান। আহত অবস্থায় দুই শিশুকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়। আরেকজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় নেওয়ার পথে সেও মারা যায়।
ভিটিকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বাবুল আহমেদ বলেন, এ দুর্ঘটনার খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরফাতুল আলম। তিনি বলেন, দুর্ঘটনা ঘটানো বাস ও চালককে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হাইওয়ে পুলিশকে বলা হয়েছে।
ছেলের বউসহ দুই নাতনিকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন রশিদ মোল্লা (৬২)। তিনি বলেন, ‘আমার ছোট ছেলের বউ তার মাসহ নাতনিদের ডাক্তার দেখাতে গতকাল সোমবার সকালে কুমিল্লা নিয়ে যায়। সকালে যাওয়ার সময় আমি মানা করেছিলাম। আমি কীভাবে এই শোক সহ্য করব।’
আজ মঙ্গলবার সরেজমিন কুমিল্লার তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের কদমতলী গ্রামে গিয়ে রশিদ মোল্লার সঙ্গে কথা হয়। এ সময় তিনি এসব কথা বলেন।
গতকাল সোমবার রাত পৌনে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির রায়পুর মালিখিল এলাকায় রাস্তা পারাপারের সময় একুশে পরিবহনের একটি বাসের চাপায় দুই বাচ্চাসহ চারজন নিহত হন। নিহতরা হলেন তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের কদমতলী গ্রামের শাহজালালের স্ত্রী দিলবার নেছা (৬৫), তাঁর মেয়ে শাহীনুর আক্তার (২৫), শাহীনুরের মেয়ে সায়মা (৩) ও রাইসা (১.৫)।
কুমিল্লা থেকে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। তাতে ঘটনাস্থলেই রশিদ মোল্লার পুত্রবধূ ও তাঁর মা মারা যান। আহত অবস্থায় দুই শিশুকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়। আরেকজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় নেওয়ার পথে সেও মারা যায়।
ভিটিকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বাবুল আহমেদ বলেন, এ দুর্ঘটনার খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরফাতুল আলম। তিনি বলেন, দুর্ঘটনা ঘটানো বাস ও চালককে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হাইওয়ে পুলিশকে বলা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিহত আবদুল্লাহকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় বেনাপোল পৌর বল ফিল্ড মাঠে গার্ড অব অনার শেষে পাশের বড় আঁচড়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।
৯ মিনিট আগেপাবনার চাটমোহরে নিখোঁজের ২৪ ঘণ্টা পর গোলজার হোসেন (৫৩) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার বিলচলন ইউনিয়নের খলিশাগাড়ী বিলের কাজীর নালা থেকে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
১৩ মিনিট আগেঘন কুয়াশার কারণে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামায় বিঘ্ন ঘটছে। আজ শুক্রবার ভোর থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়ে রানওয়ে।
১৫ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে কলেজছাত্র ইমন হত্যা মামলায় সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মো. আব্দুর রাজ্জাককে টাঙ্গাইলের মির্জাপুর থানায় পাঁচ দিনের রিমান্ডে আনা হয়েছে। আজ শুক্রবার সকালে তাঁকে টাঙ্গাইল কারাগার থেকে থানায় নিয়ে আসে পুলিশ।
২২ মিনিট আগে