চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
চলতি বছর টানা বৃষ্টির প্রভাব ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় কক্সবাজারের চকরিয়া উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে ২৭ কোটি ৮৭ লাখ টাকা ক্ষতি হয়েছে।
পানি নেমে যাওয়ার পর রাস্তাঘাট ও ফসলের ক্ষয়ক্ষতির পরিমাণ দৃশ্যমান হতে শুরু করেছে। খেত তলিয়ে যাওয়ায় বাজারে সবজির সংকট দেখা দিয়েছে। চকরিয়া উপজেলার এলজিইডি ও কৃষি বিভাগ সূত্রে এ তথ্য জানিয়েছে।
উপজেলা এলজিইডি ও কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলায় ১৮টি ইউনিয়নে এলজিইডির আওতাধীন ৪২১ কিলোমিটার সড়ক রয়েছে। বন্যার সময় ৫৪ সড়কের ১৪ হাজার ৫৩০ মিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়। ১৮ কোটি ৩৭ লাখ টাকার ক্ষতির পরিমাণ নির্ণয় করেছে এলজিইডি। অপর দিকে আগস্টের শেষের দিকে ও সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে দুবার বন্যায় তলিয়ে কৃষি বিভাগের ৯ কোটি ৫০ লাখ টাকার ফসলের ক্ষতি হয়েছে। এবারের বন্যায় ৩৬৫ হেক্টর রোপণ করা আমনের চারা, শীতকালীন সবজির বীজতলা ও খেত তলিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে।
কৃষি ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, চলতি সেপ্টেম্বরে উপজেলার ১৮টি ইউনিয়নে বন্যায় প্লাবিত হয়েছে। বন্যার কারণে কৃষি খাতে যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা কৃষি বিভাগের করা হিসেবে দ্বিগুণ। আমন, আমনের বীজতলা, শীতকালীন শাক-সবজি খেতে পচে গেছে।
কাকারা ইউনিয়নের কৃষক কামাল মাঝি বলেন, ‘এ বছর এক মাসের মধ্যে টানা দুবার বন্যা হয়েছে। আমন মৌসুম চারা রোপণ করার পাশাপাশি শীতকালীন সবজির বীজতলার নষ্ট হয়ে গেছে। যদি সঠিক সময়ে সবজি উৎপাদন করতে না পারি, তাহলে ক্ষতির মুখে পড়তে হবে।’
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের চকরিয়া উপজেলা কার্যালয়ের প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম বলেন, সম্প্রতি বন্যার ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। বরাদ্দ আসলে মেরামত করা হবে।
এ বিষয়ে চকরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা এস এম নাসিম হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘এ বছর দুবার বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে। আমাদের মাঠ পর্যায়ের কর্মকর্তারা সরেজমিনে গিয়ে হিসেবে করে ৯ কোটি ৫০ লাখ টাকার মতো ফসলের ক্ষতি নিরূপণ করেছে। আর্থিক ক্ষতির বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’
চলতি বছর টানা বৃষ্টির প্রভাব ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় কক্সবাজারের চকরিয়া উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে ২৭ কোটি ৮৭ লাখ টাকা ক্ষতি হয়েছে।
পানি নেমে যাওয়ার পর রাস্তাঘাট ও ফসলের ক্ষয়ক্ষতির পরিমাণ দৃশ্যমান হতে শুরু করেছে। খেত তলিয়ে যাওয়ায় বাজারে সবজির সংকট দেখা দিয়েছে। চকরিয়া উপজেলার এলজিইডি ও কৃষি বিভাগ সূত্রে এ তথ্য জানিয়েছে।
উপজেলা এলজিইডি ও কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলায় ১৮টি ইউনিয়নে এলজিইডির আওতাধীন ৪২১ কিলোমিটার সড়ক রয়েছে। বন্যার সময় ৫৪ সড়কের ১৪ হাজার ৫৩০ মিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়। ১৮ কোটি ৩৭ লাখ টাকার ক্ষতির পরিমাণ নির্ণয় করেছে এলজিইডি। অপর দিকে আগস্টের শেষের দিকে ও সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে দুবার বন্যায় তলিয়ে কৃষি বিভাগের ৯ কোটি ৫০ লাখ টাকার ফসলের ক্ষতি হয়েছে। এবারের বন্যায় ৩৬৫ হেক্টর রোপণ করা আমনের চারা, শীতকালীন সবজির বীজতলা ও খেত তলিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে।
কৃষি ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, চলতি সেপ্টেম্বরে উপজেলার ১৮টি ইউনিয়নে বন্যায় প্লাবিত হয়েছে। বন্যার কারণে কৃষি খাতে যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা কৃষি বিভাগের করা হিসেবে দ্বিগুণ। আমন, আমনের বীজতলা, শীতকালীন শাক-সবজি খেতে পচে গেছে।
কাকারা ইউনিয়নের কৃষক কামাল মাঝি বলেন, ‘এ বছর এক মাসের মধ্যে টানা দুবার বন্যা হয়েছে। আমন মৌসুম চারা রোপণ করার পাশাপাশি শীতকালীন সবজির বীজতলার নষ্ট হয়ে গেছে। যদি সঠিক সময়ে সবজি উৎপাদন করতে না পারি, তাহলে ক্ষতির মুখে পড়তে হবে।’
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের চকরিয়া উপজেলা কার্যালয়ের প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম বলেন, সম্প্রতি বন্যার ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। বরাদ্দ আসলে মেরামত করা হবে।
এ বিষয়ে চকরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা এস এম নাসিম হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘এ বছর দুবার বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে। আমাদের মাঠ পর্যায়ের কর্মকর্তারা সরেজমিনে গিয়ে হিসেবে করে ৯ কোটি ৫০ লাখ টাকার মতো ফসলের ক্ষতি নিরূপণ করেছে। আর্থিক ক্ষতির বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’
আজ শুক্রবার সকাল থেকে মসজিদের সামনে অবস্থান নিয়েছে সাদপন্থীরা। সকাল থেকে মসজিদে প্রবেশ করেন শত শত সাদপন্থী। তাঁদের লক্ষ্য, লাখো মুসল্লির সমাগমে জুমার নামাজ আদায় করে নিজেদের অবস্থান ও শক্তি জানান দেওয়া। জমায়েতের চাপে আশপাশে সব রাস্তা বন্ধ হয়ে গেছে।
১০ মিনিট আগেবাড়ির আঙিনায় বেড়া দেওয়া নিয়ে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় শ্যালকের শাবলের আঘাতে দুলাভাইয়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার পৌরশহরের কালিনগর মহল্লায় এ ঘটনা ঘটে। শুক্রবার সকালে অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
২৩ মিনিট আগেগাইবান্ধার গোবিন্দগঞ্জে দোকানে সিগারেট না পেয়ে ছুরিকাঘাতে বিএনপি-জামায়াতের ৬ নেতা-কর্মীকে আহত করার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা মারুফ হাসানের বিরুদ্ধে। ঘটনাস্থল থেকে অভিযুক্তকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার পৌর শহরের চৌমাথা মোড়ে এ ঘটনা ঘটে।
২৮ মিনিট আগেযশোর হর্টিকালচার সেন্টারে বিক্রির তালিকায় থাকা সব গাছ সেন্টারে নেই। উদ্যানে নিজস্বভাবে চারা উৎপাদনের জন্য ‘রিভলভিং’ ফান্ডের মাধ্যমে অর্থ বরাদ্দ দেওয়া থাকলেও সেটি করা হচ্ছে না। চারা উৎপাদন না করে বাইরে থেকে কম দামে মানহীন চারা এনে উদ্যানে রেখে বিক্রি করা হচ্ছে। সেন্টারে একটি ভার্মি কম্পোস্ট প্ল্যান্ট
১ ঘণ্টা আগে