কক্সবাজার প্রতিনিধি
হাত-পা বাঁধা অবস্থায় এক যুবকের লাশ কক্সবাজারে উখিয়া রোহিঙ্গা আশ্রয় শিবির থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার উপজেলার পালংখালী ময়নারঘোনা ১৮ নম্বর শিবিরের এইচ-৫৯ ব্লক থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত ওই যুবকের নাম আশিক এলাহী (২৩)। তিনি উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের সি-৭ ব্লকের শহিদুল হকের ছেলে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের স্বজন ও স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘কারা, কি কারণে এ হত্যাকাণ্ড সংঘটিত করেছে তা পুলিশ এখনো নিশ্চিত নয়।’
তিনি বলেন, ‘রোববার সন্ধ্যায় আশিক এলাহী ঘর থেকে বের হন। রাতে ঘরে না ফেরায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজ-খবর নিয়েও সন্ধান পাননি।
আজ সোমবার সকালে ময়নারঘোনা ১৮ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের এইচ-৫৯ ব্লকের পরিত্যক্ত জায়গায় এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকার খবর স্থানীয়রা পুলিশকে জানান। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে হাত-পা বাঁধা অবস্থায় আশিকের মৃতদেহ উদ্ধার করে।’
ওসি বলেন, ‘নিহতের গলায় কালচে দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে তাকে খুন করা হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।
তিনি আরও বলেন, নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।’
আরও পড়ুন:
হাত-পা বাঁধা অবস্থায় এক যুবকের লাশ কক্সবাজারে উখিয়া রোহিঙ্গা আশ্রয় শিবির থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার উপজেলার পালংখালী ময়নারঘোনা ১৮ নম্বর শিবিরের এইচ-৫৯ ব্লক থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত ওই যুবকের নাম আশিক এলাহী (২৩)। তিনি উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের সি-৭ ব্লকের শহিদুল হকের ছেলে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের স্বজন ও স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘কারা, কি কারণে এ হত্যাকাণ্ড সংঘটিত করেছে তা পুলিশ এখনো নিশ্চিত নয়।’
তিনি বলেন, ‘রোববার সন্ধ্যায় আশিক এলাহী ঘর থেকে বের হন। রাতে ঘরে না ফেরায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজ-খবর নিয়েও সন্ধান পাননি।
আজ সোমবার সকালে ময়নারঘোনা ১৮ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের এইচ-৫৯ ব্লকের পরিত্যক্ত জায়গায় এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকার খবর স্থানীয়রা পুলিশকে জানান। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে হাত-পা বাঁধা অবস্থায় আশিকের মৃতদেহ উদ্ধার করে।’
ওসি বলেন, ‘নিহতের গলায় কালচে দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে তাকে খুন করা হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।
তিনি আরও বলেন, নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।’
আরও পড়ুন:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিহত আবদুল্লাহকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় বেনাপোল পৌর বল ফিল্ড মাঠে গার্ড অব অনার শেষে পাশের বড় আঁচড়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।
১০ মিনিট আগেপাবনার চাটমোহরে নিখোঁজের ২৪ ঘণ্টা পর গোলজার হোসেন (৫৩) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার বিলচলন ইউনিয়নের খলিশাগাড়ী বিলের কাজীর নালা থেকে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
১৪ মিনিট আগেঘন কুয়াশার কারণে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামায় বিঘ্ন ঘটছে। আজ শুক্রবার ভোর থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়ে রানওয়ে।
১৬ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে কলেজছাত্র ইমন হত্যা মামলায় সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মো. আব্দুর রাজ্জাককে টাঙ্গাইলের মির্জাপুর থানায় পাঁচ দিনের রিমান্ডে আনা হয়েছে। আজ শুক্রবার সকালে তাঁকে টাঙ্গাইল কারাগার থেকে থানায় নিয়ে আসে পুলিশ।
২৩ মিনিট আগে