নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের কর্ণফুলীতে জমি নিয়ে বিরোধের জেরে আব্দুস সবুর নামের এক দিনমজুরকে হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ডাদেশ ও এক আসামির যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। খালাস দেওয়া হয়েছে চারজনকে। আজ বুধবার চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মুহাম্মদ আমিরুল ইসলাম এই রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামিরা হলেন কর্ণফুলী উপজেলার খোয়াজনগর এলাকার মো. জাবেদ ও হাবিজ আহমদ। যাবজ্জীবন কারাদণ্ডাদেশ পাওয়া আসামি হলেন একই এলাকার মিন্টু মিয়া। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডাদেশের বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত মহানগর সরকারি কৌঁসুলি (পিপি) সিরাজুল মোস্তফা মাহমুদ। তিনি বলেন, ‘আলোচিত আব্দুস সবুর হত্যা মামলায় আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় দুজনকে মৃত্যুদণ্ডাদেশ ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত থেকে চার আসামি বেকসুর খালাস পেয়েছেন।’
আদালত থেকে জানা গেছে, ২০১০ সালের ৫ নভেম্বর সকালে কর্ণফুলী উপজেলার খোয়াজনগর এলাকায় জমি দখল নিয়ে দুই পক্ষের ঝগড়া শুরু হয়। এ সময় দখলে বাধা দেওয়ায় আব্দুস সবুরকে এলোপাতাড়ি ছুরিকাঘাতে করে হত্যা করা হয়। সবুরের বড় ভাইসহ পরিবারের কয়েকজনকে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করা হয়।
ওই ঘটনার পরদিন সবুরের স্ত্রী বাদী হয়ে ১০ জনকে আসামি করে কর্ণফুলী থানায় মামলা দায়ের করেন। কর্ণফুলী থানার সেই সময়ের উপপরিদর্শক (এসআই) উৎপল বড়ুয়া ২০১১ সালের ১৫ সেপ্টেম্বর নয়জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০১৫ সালের ৮ এপ্রিল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।
এ বিষয়ে পিপি সিরাজুল বলেন, ‘মামলাটি প্রমাণ করতে রাষ্ট্রপক্ষে ১১ জন আদালতে সাক্ষ্য দেন।’
চট্টগ্রামের কর্ণফুলীতে জমি নিয়ে বিরোধের জেরে আব্দুস সবুর নামের এক দিনমজুরকে হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ডাদেশ ও এক আসামির যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। খালাস দেওয়া হয়েছে চারজনকে। আজ বুধবার চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মুহাম্মদ আমিরুল ইসলাম এই রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামিরা হলেন কর্ণফুলী উপজেলার খোয়াজনগর এলাকার মো. জাবেদ ও হাবিজ আহমদ। যাবজ্জীবন কারাদণ্ডাদেশ পাওয়া আসামি হলেন একই এলাকার মিন্টু মিয়া। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডাদেশের বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত মহানগর সরকারি কৌঁসুলি (পিপি) সিরাজুল মোস্তফা মাহমুদ। তিনি বলেন, ‘আলোচিত আব্দুস সবুর হত্যা মামলায় আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় দুজনকে মৃত্যুদণ্ডাদেশ ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত থেকে চার আসামি বেকসুর খালাস পেয়েছেন।’
আদালত থেকে জানা গেছে, ২০১০ সালের ৫ নভেম্বর সকালে কর্ণফুলী উপজেলার খোয়াজনগর এলাকায় জমি দখল নিয়ে দুই পক্ষের ঝগড়া শুরু হয়। এ সময় দখলে বাধা দেওয়ায় আব্দুস সবুরকে এলোপাতাড়ি ছুরিকাঘাতে করে হত্যা করা হয়। সবুরের বড় ভাইসহ পরিবারের কয়েকজনকে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করা হয়।
ওই ঘটনার পরদিন সবুরের স্ত্রী বাদী হয়ে ১০ জনকে আসামি করে কর্ণফুলী থানায় মামলা দায়ের করেন। কর্ণফুলী থানার সেই সময়ের উপপরিদর্শক (এসআই) উৎপল বড়ুয়া ২০১১ সালের ১৫ সেপ্টেম্বর নয়জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০১৫ সালের ৮ এপ্রিল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।
এ বিষয়ে পিপি সিরাজুল বলেন, ‘মামলাটি প্রমাণ করতে রাষ্ট্রপক্ষে ১১ জন আদালতে সাক্ষ্য দেন।’
বরগুনা সদরের ঘটবাড়িয়া গ্রামের আবদুল লতিফ ফরায়েজীর স্ত্রী জাহানারা বেগমকে (৬০) প্রায় ২৫ বছর পর খুঁজে পেয়েছে তাঁর স্বজনেরা। আজ শুক্রবার দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া বাজার এলাকা থেকে তাঁকে নিয়ে যান স্বজনেরা। ১৯৯৯ সালে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে নিখোঁজ হয়েছিলেন তিনি।
৪ মিনিট আগেসিলেটে ছাত্র-জনতার আন্দোলনে হামলা-গুলির অভিযোগে করা মামলায় সিলেট মহানগর যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১৯ মিনিট আগেকবির বলেন, ‘আমার ছেলে তো কোনো রাজনীতি করত না। কোনো অন্যায় করেনি। তাহলে কেন এভাবে তাকে হত্যা করা হলো? সায়েম দেশের জন্য শহীদ হলেও সরকার থেকে বা অন্য কেউ কোনো খবর নিতে আসেনি।’
৩০ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবিতে চলমান আমরণ অনশন কর্মসূচি স্থগিত করেছেন শিক্ষার্থীরা। প্রায় ১৮ ঘণ্টা পর আজ শুক্রবার বেলা ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আশ্বাসে আগামী সোমবার পর্যন্ত অনশন কর্মসূচি স্থগিত করেছেন শিক্ষার্থীরা।
৪১ মিনিট আগে