নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় ফলাফল জালিয়াতির ঘটনা অবশেষে তদন্তে গড়াল। আলোচিত এ জালিয়াতির ঘটনা তদন্তে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) গঠন করা তদন্ত কমিটির সদস্যরা চট্টগ্রাম শিক্ষাবোর্ডে গিয়েছেন। তদন্ত কমিটির সদস্যরা বোর্ডের কম্পিউটার শাখা ও ফলাফল প্রস্তুত কক্ষসহ গুরুত্বপূর্ণ শাখায় দায়িত্বরত কর্মকর্তা কর্মচারীদের সাক্ষ্যগ্রহণ করছেন।
আজ সোমবার সকাল ১০টায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডে আসার পর শিক্ষাবোর্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ পরিদর্শন করেন। রাত ৮টা পর্যন্ত তদন্তকাজ চলবে বলে জানান চট্টগ্রাম শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ।
গত ২৮ মে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মনিটরিং ও ইভালুয়েশন উইংয়ের পরিচালক প্রফেসর মো. আমির হোসেন এ শিক্ষাবোর্ডের সচিব ও সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান নারায়ণ চন্দ্র নাথকে তদন্ত কমিটির সামনে হাজির হওয়ার নির্দেশ দিয়ে চিঠি দেন। এর আগে এ ঘটনার তদন্ত নিয়ে বহু নাটকীয়তা চলে। নারায়ণ চন্দ্র নাথের বিরুদ্ধে ২০২৩ সালে এইচএসসির ফলাফল জালিয়াতির অভিযোগ ওঠার একপর্যায়ে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়।
গত ১ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের শৃঙ্খলা বিভাগের উপসচিব শাহীনুর ইসলাম স্বাক্ষরিত আদেশে ১৫ দিনের মধ্যে কমিটি গঠনের মাধ্যমে তদন্ত প্রতিবেদন দিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর চিঠি দেওয়া হয়েছিল। ওই চিঠিতে ১৫ দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশনা থাকলেও কমিটিই গঠিত হয়েছে আদেশের ১৬ দিন পর।
অর্থাৎ গত ১৭ এপ্রিল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (কলেজ-১) মো. তারিকুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে অধিদপ্তরের মনিটরিং ও ইভালুয়েশন উইংয়ের পরিচালক প্রফেসর মো. আমির হোসেনকে আহ্বায়ক, সহকারী পরিচালক (এইচআরএম) আশেকুল হক এবং ইএমআইএস সেলের খন্দকার আজিজুর রহমানকে সদস্য করে গঠন করা হয় এ তদন্ত কমিটি। এ কমিটিকে ৭ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হলেও তদন্তই শুরু হয়নি এত দিন। এ অবস্থায় অবশেষে সোমবার (৩ জুন) তদন্ত কমিটির সদস্যরা চট্টগ্রাম শিক্ষাবোর্ডে আসেন।
এ বিষয়ে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর রেজাউল করিম বলেন, চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সচিব ও সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথের বিরুদ্ধে ওঠা পরীক্ষায় ফলাফল জালিয়াতির অভিযোগসমূহের তদন্ত শুরু করা হয়েছে। এ লক্ষ্যে ঢাকা থেকে আসা তদন্ত কমিটির সদস্যরা চট্টগ্রামে শিক্ষাবোর্ডে অবস্থান করছেন। তাঁরা বিভিন্ন শাখা পরিদর্শন ও সংশ্লিষ্টদের সাথে কথা বলছেন।
এ দিকে তদন্ত কমিটি গঠনের পর ঘটনার আলামত নষ্ট করতে বড় ধরনের জালিয়াতির আশ্রয় নেওয়ার অভিযোগ সামনে আসে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের কর্মকর্তাদের বিরুদ্ধে। কম্পিউটার শাখায় দৈনিক ভিত্তিতে কাজ করা আবদুর রহমান নামের একজনের অডিও রেকর্ড থেকে বড় ধরনের এ জালিয়াতির তথ্য বেরিয়ে আসে ২৩ এপ্রিল। ওই অডিও রেকর্ডে বলা হয়েছে, এইচএসসি পরীক্ষার ফলাফলে জালিয়াতির তথ্য রয়েছে।
এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ইদ্রিস আলী জানান, ২০২৩ সালে এইচএসসি পরীক্ষার ফলাফল জালিয়াতির ঘটনার তদন্ত চেয়ে মুক্তিযোদ্ধারা মন্ত্রী পরিষদ বিভাগে একটি লিখিত অভিযোগ দেন। সেখান থেকে এ সংক্রান্তে নির্দেশনা আসে শিক্ষা মন্ত্রণালয়ে। শিক্ষা মন্ত্রণালয় তদন্ত কমিটি করে প্রতিবেদন দিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃপক্ষকে নির্দেশ দেয়। এ নির্দেশের পর মাউশির পক্ষ থেকে উল্লিখিত তিন সদস্যের তদন্ত কমিটি করে তদন্ত কার্যক্রম শুরু করা হয়।
তদন্তের বিষয়ে শিক্ষাবোর্ডের সচিব নারায়ণ চন্দ্র নাথ বলেন, ‘মাউশি কর্তৃক গঠিত তদন্ত কমিটির সদস্যদের তদন্ত কার্যক্রম পরিচালনার অংশ হিসেবে আমাকে ডাকা হয়েছে।’
২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় ফলাফল জালিয়াতির ঘটনা অবশেষে তদন্তে গড়াল। আলোচিত এ জালিয়াতির ঘটনা তদন্তে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) গঠন করা তদন্ত কমিটির সদস্যরা চট্টগ্রাম শিক্ষাবোর্ডে গিয়েছেন। তদন্ত কমিটির সদস্যরা বোর্ডের কম্পিউটার শাখা ও ফলাফল প্রস্তুত কক্ষসহ গুরুত্বপূর্ণ শাখায় দায়িত্বরত কর্মকর্তা কর্মচারীদের সাক্ষ্যগ্রহণ করছেন।
আজ সোমবার সকাল ১০টায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডে আসার পর শিক্ষাবোর্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ পরিদর্শন করেন। রাত ৮টা পর্যন্ত তদন্তকাজ চলবে বলে জানান চট্টগ্রাম শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ।
গত ২৮ মে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মনিটরিং ও ইভালুয়েশন উইংয়ের পরিচালক প্রফেসর মো. আমির হোসেন এ শিক্ষাবোর্ডের সচিব ও সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান নারায়ণ চন্দ্র নাথকে তদন্ত কমিটির সামনে হাজির হওয়ার নির্দেশ দিয়ে চিঠি দেন। এর আগে এ ঘটনার তদন্ত নিয়ে বহু নাটকীয়তা চলে। নারায়ণ চন্দ্র নাথের বিরুদ্ধে ২০২৩ সালে এইচএসসির ফলাফল জালিয়াতির অভিযোগ ওঠার একপর্যায়ে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়।
গত ১ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের শৃঙ্খলা বিভাগের উপসচিব শাহীনুর ইসলাম স্বাক্ষরিত আদেশে ১৫ দিনের মধ্যে কমিটি গঠনের মাধ্যমে তদন্ত প্রতিবেদন দিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর চিঠি দেওয়া হয়েছিল। ওই চিঠিতে ১৫ দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশনা থাকলেও কমিটিই গঠিত হয়েছে আদেশের ১৬ দিন পর।
অর্থাৎ গত ১৭ এপ্রিল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (কলেজ-১) মো. তারিকুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে অধিদপ্তরের মনিটরিং ও ইভালুয়েশন উইংয়ের পরিচালক প্রফেসর মো. আমির হোসেনকে আহ্বায়ক, সহকারী পরিচালক (এইচআরএম) আশেকুল হক এবং ইএমআইএস সেলের খন্দকার আজিজুর রহমানকে সদস্য করে গঠন করা হয় এ তদন্ত কমিটি। এ কমিটিকে ৭ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হলেও তদন্তই শুরু হয়নি এত দিন। এ অবস্থায় অবশেষে সোমবার (৩ জুন) তদন্ত কমিটির সদস্যরা চট্টগ্রাম শিক্ষাবোর্ডে আসেন।
এ বিষয়ে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর রেজাউল করিম বলেন, চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সচিব ও সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথের বিরুদ্ধে ওঠা পরীক্ষায় ফলাফল জালিয়াতির অভিযোগসমূহের তদন্ত শুরু করা হয়েছে। এ লক্ষ্যে ঢাকা থেকে আসা তদন্ত কমিটির সদস্যরা চট্টগ্রামে শিক্ষাবোর্ডে অবস্থান করছেন। তাঁরা বিভিন্ন শাখা পরিদর্শন ও সংশ্লিষ্টদের সাথে কথা বলছেন।
এ দিকে তদন্ত কমিটি গঠনের পর ঘটনার আলামত নষ্ট করতে বড় ধরনের জালিয়াতির আশ্রয় নেওয়ার অভিযোগ সামনে আসে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের কর্মকর্তাদের বিরুদ্ধে। কম্পিউটার শাখায় দৈনিক ভিত্তিতে কাজ করা আবদুর রহমান নামের একজনের অডিও রেকর্ড থেকে বড় ধরনের এ জালিয়াতির তথ্য বেরিয়ে আসে ২৩ এপ্রিল। ওই অডিও রেকর্ডে বলা হয়েছে, এইচএসসি পরীক্ষার ফলাফলে জালিয়াতির তথ্য রয়েছে।
এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ইদ্রিস আলী জানান, ২০২৩ সালে এইচএসসি পরীক্ষার ফলাফল জালিয়াতির ঘটনার তদন্ত চেয়ে মুক্তিযোদ্ধারা মন্ত্রী পরিষদ বিভাগে একটি লিখিত অভিযোগ দেন। সেখান থেকে এ সংক্রান্তে নির্দেশনা আসে শিক্ষা মন্ত্রণালয়ে। শিক্ষা মন্ত্রণালয় তদন্ত কমিটি করে প্রতিবেদন দিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃপক্ষকে নির্দেশ দেয়। এ নির্দেশের পর মাউশির পক্ষ থেকে উল্লিখিত তিন সদস্যের তদন্ত কমিটি করে তদন্ত কার্যক্রম শুরু করা হয়।
তদন্তের বিষয়ে শিক্ষাবোর্ডের সচিব নারায়ণ চন্দ্র নাথ বলেন, ‘মাউশি কর্তৃক গঠিত তদন্ত কমিটির সদস্যদের তদন্ত কার্যক্রম পরিচালনার অংশ হিসেবে আমাকে ডাকা হয়েছে।’
বেতন পেয়ে কারখানার এক শ্রমিক আলমগীর বলেন, আগামী রোববারের মধ্যে বেতন দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা বৃহস্পতিবার সন্ধ্যায় বিকাশ অ্যাকাউন্টে বেতন পেয়ে গেছি। আমাদের মালিকপক্ষ কথা দিয়ে কথা রেখেছেন। আমরা সবাই খুশি।
৯ মিনিট আগেগাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানার হাজতখানার ভেতরে আপসের শর্তে বাদী ও আসামির টাকা লেনদেনের ভিডিও নিয়ে মহানগর পুলিশে তোলপাড় সৃষ্টি হয়েছে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত এক কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া দায়িত্বে অবহেলার কারণে মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ ও বদলি এবং ডিউটি অফিসারকে শোকজ করা হয়েছ
৪৪ মিনিট আগেরাজধানীর হাজারীবাগের ট্যানারিগুলোকে সাভারের হেমায়েতপুরের চামড়া শিল্পনগরে স্থানান্তর করা হয়েছে প্রায় সাত বছর আগে। কিন্তু ট্যানারির দূষণ এখনো রয়ে গেছে হাজারীবাগে। ওই এলাকায় চামড়া প্রক্রিয়াজাত করতে ব্যবহৃত রাসায়নিকের উৎকট গন্ধ আর খালে প্রবাহিত ট্যানারি বর্জ্য জনজীবনকে দুর্বিষহ করে তুলছে।
৪৪ মিনিট আগেপিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের শিয়ালকাঠী গ্রামে লোকালয়ে গড়ে ওঠা একটি খামারের কারণে হুমকিতে পড়েছে জনস্বাস্থ্য। গরু, ছাগল ও মুরগির সমন্বয়ে খামারটি করেছেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক অ্যাডভোকেট শহীদুল হক খান পান্না।
১ ঘণ্টা আগে