নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৬ লাখ টাকার তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত ৭৬ লাখ ৬৪ হাজার টাকা সম্পদ অর্জনের অভিযোগে চট্টগ্রামে পাটকল শ্রমিকনেতা আব্দুল নবী ওরফে লেদুর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ মঙ্গলবার দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২-এর সহকারী পরিচালক মো. আব্দুল মালেক বাদী হয়ে এই মামলা করেন।
অভিযুক্ত আব্দুল নবী চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন অক্সিজেন আবাসিক এলাকার বাসিন্দা। পাটকল শ্রমিক হিসেবে কর্মজীবন শুরু করলেও তিনি বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, চট্টগ্রাম পণ্য পরিবহন মালিক ফেডারেশনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের সঙ্গে জড়িত। এ ছাড়া তিনি বায়েজিদ থানা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি।
দুদকের এজাহারে বলা হয়েছে, ২০২২ সালে ২৭ জুলাই অভিযুক্ত ওই নেতার বিরুদ্ধে অনুসন্ধান প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়। ২০২৩ সালের ৩০ এপ্রিল আব্দুল নবী ওরফে লেদুকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশনা দেয় দুদক। ২০২৩ সালে ৫ জুলাই তিনি সম্পদ বিবরণী দাখিল করেন।
সম্পদ বিবরণীতে অভিযুক্ত ব্যক্তি ৩৪ লাখ ৫০ হাজার টাকার স্থাবর সম্পদ ও ৫৯ লাখ ২৪ হাজার ৮৬ টাকার অস্থাবর সম্পদ অর্জনের তথ্য দেন। এ সময় দুদক সম্পদ বিবরণী অনুসন্ধান চালিয়ে তাঁর বিরুদ্ধে ২৬ লাখ ১৪ হাজার টাকা স্থাবর সম্পদ অর্জনের তথ্য গোপন ও জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ৭৬ লাখ ৬৪ হাজার টাকার অস্থাবর সম্পদ অর্জনপূর্বক ভোগ দখলের অভিযোগ আনা হয়।
দুদকের সহকারী পরিচালক আব্দুল মালেক আজকের পত্রিকাকে বলেন, ‘দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারায় শাস্তিযোগ্য অপরাধের অভিযোগ তাঁর বিরুদ্ধে এই মামলাটি হয়েছে। দুদক বলেছে, ১৯৭৬ সালে আব্দুল নবী ওরফে লেদু বাংলাদেশ পাটকল করপোরেশনের অধীনে চট্টগ্রামের আমিন জুট মিলের কার্পেট বিভাগে একজন শ্রমিক হিসেবে কর্মজীবন শুরু করেন। সপ্তম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করা লেদু বর্তমানে একাধিক বাড়ির মালিক, পরিবহন ব্যবসা, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে বিনিয়োগ ও ব্যাংক-ব্যালেন্সের মালিক হয়েছেন।’
২৬ লাখ টাকার তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত ৭৬ লাখ ৬৪ হাজার টাকা সম্পদ অর্জনের অভিযোগে চট্টগ্রামে পাটকল শ্রমিকনেতা আব্দুল নবী ওরফে লেদুর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ মঙ্গলবার দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২-এর সহকারী পরিচালক মো. আব্দুল মালেক বাদী হয়ে এই মামলা করেন।
অভিযুক্ত আব্দুল নবী চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন অক্সিজেন আবাসিক এলাকার বাসিন্দা। পাটকল শ্রমিক হিসেবে কর্মজীবন শুরু করলেও তিনি বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, চট্টগ্রাম পণ্য পরিবহন মালিক ফেডারেশনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের সঙ্গে জড়িত। এ ছাড়া তিনি বায়েজিদ থানা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি।
দুদকের এজাহারে বলা হয়েছে, ২০২২ সালে ২৭ জুলাই অভিযুক্ত ওই নেতার বিরুদ্ধে অনুসন্ধান প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়। ২০২৩ সালের ৩০ এপ্রিল আব্দুল নবী ওরফে লেদুকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশনা দেয় দুদক। ২০২৩ সালে ৫ জুলাই তিনি সম্পদ বিবরণী দাখিল করেন।
সম্পদ বিবরণীতে অভিযুক্ত ব্যক্তি ৩৪ লাখ ৫০ হাজার টাকার স্থাবর সম্পদ ও ৫৯ লাখ ২৪ হাজার ৮৬ টাকার অস্থাবর সম্পদ অর্জনের তথ্য দেন। এ সময় দুদক সম্পদ বিবরণী অনুসন্ধান চালিয়ে তাঁর বিরুদ্ধে ২৬ লাখ ১৪ হাজার টাকা স্থাবর সম্পদ অর্জনের তথ্য গোপন ও জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ৭৬ লাখ ৬৪ হাজার টাকার অস্থাবর সম্পদ অর্জনপূর্বক ভোগ দখলের অভিযোগ আনা হয়।
দুদকের সহকারী পরিচালক আব্দুল মালেক আজকের পত্রিকাকে বলেন, ‘দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারায় শাস্তিযোগ্য অপরাধের অভিযোগ তাঁর বিরুদ্ধে এই মামলাটি হয়েছে। দুদক বলেছে, ১৯৭৬ সালে আব্দুল নবী ওরফে লেদু বাংলাদেশ পাটকল করপোরেশনের অধীনে চট্টগ্রামের আমিন জুট মিলের কার্পেট বিভাগে একজন শ্রমিক হিসেবে কর্মজীবন শুরু করেন। সপ্তম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করা লেদু বর্তমানে একাধিক বাড়ির মালিক, পরিবহন ব্যবসা, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে বিনিয়োগ ও ব্যাংক-ব্যালেন্সের মালিক হয়েছেন।’
গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানার হাজতখানার ভেতরে আপসের শর্তে বাদী ও আসামির টাকা লেনদেনের ভিডিও নিয়ে মহানগর পুলিশে তোলপাড় সৃষ্টি হয়েছে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত এক কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া দায়িত্বে অবহেলার কারণে মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ ও বদলি এবং ডিউটি অফিসারকে শোকজ করা হয়েছ
২৩ মিনিট আগেরাজধানীর হাজারীবাগের ট্যানারিগুলোকে সাভারের হেমায়েতপুরের চামড়া শিল্পনগরে স্থানান্তর করা হয়েছে প্রায় সাত বছর আগে। কিন্তু ট্যানারির দূষণ এখনো রয়ে গেছে হাজারীবাগে। ওই এলাকায় চামড়া প্রক্রিয়াজাত করতে ব্যবহৃত রাসায়নিকের উৎকট গন্ধ আর খালে প্রবাহিত ট্যানারি বর্জ্য জনজীবনকে দুর্বিষহ করে তুলছে।
২৩ মিনিট আগেপিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের শিয়ালকাঠী গ্রামে লোকালয়ে গড়ে ওঠা একটি খামারের কারণে হুমকিতে পড়েছে জনস্বাস্থ্য। গরু, ছাগল ও মুরগির সমন্বয়ে খামারটি করেছেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক অ্যাডভোকেট শহীদুল হক খান পান্না।
২৪ মিনিট আগেবাংলাদেশ থেকে বিভিন্ন দেশে অভিবাসন, শিক্ষা ও কর্মসংস্থানের লক্ষ্যে যাত্রা করা নাগরিকদের সংখ্যা ক্রমেই বাড়ছে। ইউরোপীয় বিভিন্ন দেশের কনস্যুলেট এবং দূতাবাস কার্যক্রম না থাকায় নাগরিকদের অন্য দেশ অভিমুখী হতে হচ্ছে।
১ ঘণ্টা আগে