নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে ‘তীর’ ব্রান্ডের সয়াবিন তেল ভিটামিন এ সমৃদ্ধ না করে বাজারজাত করার অভিযোগে সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ বৃহস্পতিবার চট্টগ্রামের ৪র্থ মহানগর হাকিম কাজী শরীফুল ইসলামের আদালত এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
বিএসটিআইয়ের আইনজীবী অ্যাডভোকেট আশরাফ খন্দকার আজকের পত্রিকাকে বলেন, ২০১৯ সালের ২০ অক্টোবর চট্টগ্রাম আদালতে ভিওটিটি ওয়েল রিফাইনারীজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিটি গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে বিএসটিআই আইনে একটি মামলা হয়। বিএসটিআই পরিদর্শক রাজীব দাশ গুপ্ত বাদী হয়ে এই মামলা করেন। ওই মামলায় মহানগর হাকিমের আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
এর আগে চট্টগ্রামের উত্তর পতেঙ্গায় অবস্থিত এই রিফাইনারিতে বিএসটিআই’র একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে সংগ্রহকৃত ফর্টিফাইড সয়াবিন তেল ও ফর্টিফাইড পাম অলিন নমুনা পরীক্ষা করা হয়।
আশরাফ খন্দকার বলেন, নমুনা পরীক্ষায় ‘তীর’ ব্রান্ডের সয়াবিন তেলে মাত্র ৩ দশমিক ১৬ মিলিগ্রাম ভিটামিন ‘এ’ এর উপস্থিতি পাওয়া যায়। যেখানে বিএসটিআই’র স্ট্যান্ডার্ড মান রয়েছে ১৫ / ৩০ মিলিগ্রাম। ভিটামিন ‘এ’ সমৃদ্ধ না করে ওনারা দীর্ঘদিন ধরে এসব তেল বাজারজাত করে আসছিলেন। এটা ভিটামিন ‘এ’ সমৃদ্ধকরণ আইনে একটি শাস্তিযোগ্য অপরাধ।
এসব নিম্নমানের তেল খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলে জানান তিনি।
চট্টগ্রামে ‘তীর’ ব্রান্ডের সয়াবিন তেল ভিটামিন এ সমৃদ্ধ না করে বাজারজাত করার অভিযোগে সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ বৃহস্পতিবার চট্টগ্রামের ৪র্থ মহানগর হাকিম কাজী শরীফুল ইসলামের আদালত এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
বিএসটিআইয়ের আইনজীবী অ্যাডভোকেট আশরাফ খন্দকার আজকের পত্রিকাকে বলেন, ২০১৯ সালের ২০ অক্টোবর চট্টগ্রাম আদালতে ভিওটিটি ওয়েল রিফাইনারীজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিটি গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে বিএসটিআই আইনে একটি মামলা হয়। বিএসটিআই পরিদর্শক রাজীব দাশ গুপ্ত বাদী হয়ে এই মামলা করেন। ওই মামলায় মহানগর হাকিমের আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
এর আগে চট্টগ্রামের উত্তর পতেঙ্গায় অবস্থিত এই রিফাইনারিতে বিএসটিআই’র একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে সংগ্রহকৃত ফর্টিফাইড সয়াবিন তেল ও ফর্টিফাইড পাম অলিন নমুনা পরীক্ষা করা হয়।
আশরাফ খন্দকার বলেন, নমুনা পরীক্ষায় ‘তীর’ ব্রান্ডের সয়াবিন তেলে মাত্র ৩ দশমিক ১৬ মিলিগ্রাম ভিটামিন ‘এ’ এর উপস্থিতি পাওয়া যায়। যেখানে বিএসটিআই’র স্ট্যান্ডার্ড মান রয়েছে ১৫ / ৩০ মিলিগ্রাম। ভিটামিন ‘এ’ সমৃদ্ধ না করে ওনারা দীর্ঘদিন ধরে এসব তেল বাজারজাত করে আসছিলেন। এটা ভিটামিন ‘এ’ সমৃদ্ধকরণ আইনে একটি শাস্তিযোগ্য অপরাধ।
এসব নিম্নমানের তেল খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলে জানান তিনি।
রাজধানীর আজিমপুরে মেডিকেল স্টাফ কোয়ার্টারের একটি বাসায় দিনদুপুরে ডাকাতিসহ বাচ্চাকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার দুপুরে লালবাগ টাওয়ারের পাশে ফারজানা আক্তার নামের এক নারীর বাসায় এ ঘটনা ঘটে
২ মিনিট আগেবরগুনা সদরের ঘটবাড়িয়া গ্রামের আবদুল লতিফ ফরায়েজীর স্ত্রী জাহানারা বেগমকে (৬০) প্রায় ২৫ বছর পর খুঁজে পেয়েছে তাঁর স্বজনেরা। আজ শুক্রবার দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া বাজার এলাকা থেকে তাঁকে নিয়ে যান স্বজনেরা। ১৯৯৯ সালে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে নিখোঁজ হয়েছিলেন তিনি।
১১ মিনিট আগেসিলেটে ছাত্র-জনতার আন্দোলনে হামলা-গুলির অভিযোগে করা মামলায় সিলেট মহানগর যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২৬ মিনিট আগেকবির বলেন, ‘আমার ছেলে তো কোনো রাজনীতি করত না। কোনো অন্যায় করেনি। তাহলে কেন এভাবে তাকে হত্যা করা হলো? সায়েম দেশের জন্য শহীদ হলেও সরকার থেকে বা অন্য কেউ কোনো খবর নিতে আসেনি।’
৩৬ মিনিট আগে