নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে স্বর্ণ পাচারের মামলায় একব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার মহানগর স্পেশাল ট্রাইব্যুনাল নম্বর-১ এর বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ ড. বেগম জেবুন্নেছা এ রায় দেন। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। তবে আসামি পলাতক থাকায় তার অনুপস্থিতিতেই এ রায় হয়।
দণ্ডিত ব্যক্তির নাম মাওলানা বেলাল উদ্দিন (৩৬), তিনি কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের মাদ্রাসাপাড়া গ্রামের মো. আনোয়ার হোসেনের ছেলে।
চট্টগ্রাম মহানগর দায়রা আদালতের পিপি অ্যাডভোকেট আব্দুর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, রায়ের সময় আদালতে আসামি অনুপস্থিত ছিলেন। ঘটনার সময় আসামি পুলিশের হাতে গ্রেপ্তার হলেও ২০১৭ সালে জামিনে গিয়ে পলাতক থাকেন। আদালতে রায়ের পর তাঁর বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ৭ সেপ্টেম্বর রাতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশমুখ থেকে বেলাল উদ্দিনকে আটক করে র্যাবের একটি দল। এ সময় তাঁর কাছ থেকে ১১৫টি স্বর্ণের বার জব্দ করা হয়। সেসময় ওসব স্বর্ণের বারের মূল্য দেখানো হয় ৫ কোটি ৮২ লাখ ৫০ হাজার পাঁচ টাকা। এই ঘটনার পরদিন র্যাব-৭ এর ডিএডি মোহাম্মদ তোফাজ্জল হোসেন বাদী হয়ে পতেঙ্গা থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করেন।
এ মামলায় পুলিশ অভিযোগপত্র দাখিল করলে ২০১৬ সালে মামলাটি বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনালে হস্তান্তর করা হয়। মামলায় ১৯ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়।
র্যাবের অভিযোগে, দুবাই থেকে এসব স্বর্ণ অবৈধভাবে দেশে আনা হয় বলে উল্লেখ করা হয়। এ সময় দুবাই প্রবাসী মহিউদ্দিন নামে এক ব্যক্তি তাঁকে বিমানবন্দর পার করার দায়িত্ব দিয়েছিল বলে অভিযুক্ত প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়। তবে অভিযোগপত্রে মহিউদ্দিনের নাম-ঠিকানা পাওয়া না যাওয়ায় তাঁকে আসামি থেকে অব্যাহতি দেওয়া হয়।
চট্টগ্রামে স্বর্ণ পাচারের মামলায় একব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার মহানগর স্পেশাল ট্রাইব্যুনাল নম্বর-১ এর বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ ড. বেগম জেবুন্নেছা এ রায় দেন। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। তবে আসামি পলাতক থাকায় তার অনুপস্থিতিতেই এ রায় হয়।
দণ্ডিত ব্যক্তির নাম মাওলানা বেলাল উদ্দিন (৩৬), তিনি কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের মাদ্রাসাপাড়া গ্রামের মো. আনোয়ার হোসেনের ছেলে।
চট্টগ্রাম মহানগর দায়রা আদালতের পিপি অ্যাডভোকেট আব্দুর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, রায়ের সময় আদালতে আসামি অনুপস্থিত ছিলেন। ঘটনার সময় আসামি পুলিশের হাতে গ্রেপ্তার হলেও ২০১৭ সালে জামিনে গিয়ে পলাতক থাকেন। আদালতে রায়ের পর তাঁর বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ৭ সেপ্টেম্বর রাতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশমুখ থেকে বেলাল উদ্দিনকে আটক করে র্যাবের একটি দল। এ সময় তাঁর কাছ থেকে ১১৫টি স্বর্ণের বার জব্দ করা হয়। সেসময় ওসব স্বর্ণের বারের মূল্য দেখানো হয় ৫ কোটি ৮২ লাখ ৫০ হাজার পাঁচ টাকা। এই ঘটনার পরদিন র্যাব-৭ এর ডিএডি মোহাম্মদ তোফাজ্জল হোসেন বাদী হয়ে পতেঙ্গা থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করেন।
এ মামলায় পুলিশ অভিযোগপত্র দাখিল করলে ২০১৬ সালে মামলাটি বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনালে হস্তান্তর করা হয়। মামলায় ১৯ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়।
র্যাবের অভিযোগে, দুবাই থেকে এসব স্বর্ণ অবৈধভাবে দেশে আনা হয় বলে উল্লেখ করা হয়। এ সময় দুবাই প্রবাসী মহিউদ্দিন নামে এক ব্যক্তি তাঁকে বিমানবন্দর পার করার দায়িত্ব দিয়েছিল বলে অভিযুক্ত প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়। তবে অভিযোগপত্রে মহিউদ্দিনের নাম-ঠিকানা পাওয়া না যাওয়ায় তাঁকে আসামি থেকে অব্যাহতি দেওয়া হয়।
খুলনায় অগ্নিকাণ্ডে একটি পাটের বস্তার গোডাউনসহ ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার রাতে নগরীর বড় বাজারের বার্মাশীল এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
১৪ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিহত আবদুল্লাহকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় বেনাপোল পৌর বল ফিল্ড মাঠে গার্ড অব অনার শেষে পাশের বড় আঁচড়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।
৩১ মিনিট আগেপাবনার চাটমোহরে নিখোঁজের ২৪ ঘণ্টা পর গোলজার হোসেন (৫৩) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার বিলচলন ইউনিয়নের খলিশাগাড়ী বিলের কাজীর নালা থেকে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
৩৫ মিনিট আগেঘন কুয়াশার কারণে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামায় বিঘ্ন ঘটছে। আজ শুক্রবার ভোর থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়ে রানওয়ে।
৩৮ মিনিট আগে