কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদকে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতির গাড়িতে হামলার অভিযোগে তাঁকে অব্যাহতি দেওয়া হয়। একই সঙ্গে সংগঠনের আদর্শ, শৃঙ্খলা ও স্বার্থ পরিপন্থী কার্যক্রমে সম্পৃক্ত থাকায় কেন তাঁকে দল থেকে বহিষ্কার করা হবে না–তা লিখিতভাবে জানাতে চিঠি দেওয়া হয়েছে।
গতকাল বুধবার বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়। আজ বৃহস্পতিবার কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
নোটিশে বলা হয়, ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা আয়োজিত হয়। সভা শেষে আবুল কালাম আজাদের নির্দেশে জেলা আওয়ামী লীগ সভাপতি ম. রুহুল আমিনের গাড়িতে হামলা হয়েছে বলে কেন্দ্রীয় দপ্তরে অভিযোগপত্র জমা হয়। ওই হামলায় জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম রাজীবসহ আরও কয়েকজন মারাত্মকভাবে আহত হয়েছেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের পদ থেকে এমপি আবুল কালাম আজাদকে সাংগঠনিক নির্দেশক্রমে অব্যাহতি দেওয়া হলো।
নোটিশে সংগঠনের আদর্শ, শৃঙ্খলা ও স্বার্থ পরিপন্থী কার্যক্রমে সম্পৃক্ত থাকার অভিযোগে তাঁকে কেনো সংগঠন থেকে বহিষ্কার করা হবে না–তার ব্যাখ্যাসহ লিখিত জবাব আগামী ১৫ দিনের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে পাঠাতে হবে।
এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন আজকের পত্রিকাকে বলেন, ‘গত ৭ মার্চ ঐতিহাসিক এই দিবসটি পালনের দিন কুমিল্লার চান্দিনায় দাওয়াত না পাওয়ার অভিযোগ এনে সংসদ সদস্য আবুল কালাম আজাদের লোকজন সভায় হামলা চালায়। পরে আমার গাড়ি ভাঙচুর করে। এর প্রেক্ষিতেই বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় সভানেত্রীর কাছে অভিযোগ করা হয়। অভিযোগের প্রেক্ষিতে দল ব্যবস্থা নিয়েছে।’
এ বিষয়ে জানতে সংসদ সদস্য আবুল কালাম আজাদের মোবাইল ফোনে যোগাযোগ করে পাওয়া যায়নি।
উল্লেখ্য, আবুল কালাম আজাদ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কুমিল্লা-৪ দেবিদ্বার আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে, তিনি দেবিদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন।
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদকে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতির গাড়িতে হামলার অভিযোগে তাঁকে অব্যাহতি দেওয়া হয়। একই সঙ্গে সংগঠনের আদর্শ, শৃঙ্খলা ও স্বার্থ পরিপন্থী কার্যক্রমে সম্পৃক্ত থাকায় কেন তাঁকে দল থেকে বহিষ্কার করা হবে না–তা লিখিতভাবে জানাতে চিঠি দেওয়া হয়েছে।
গতকাল বুধবার বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়। আজ বৃহস্পতিবার কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
নোটিশে বলা হয়, ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা আয়োজিত হয়। সভা শেষে আবুল কালাম আজাদের নির্দেশে জেলা আওয়ামী লীগ সভাপতি ম. রুহুল আমিনের গাড়িতে হামলা হয়েছে বলে কেন্দ্রীয় দপ্তরে অভিযোগপত্র জমা হয়। ওই হামলায় জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম রাজীবসহ আরও কয়েকজন মারাত্মকভাবে আহত হয়েছেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের পদ থেকে এমপি আবুল কালাম আজাদকে সাংগঠনিক নির্দেশক্রমে অব্যাহতি দেওয়া হলো।
নোটিশে সংগঠনের আদর্শ, শৃঙ্খলা ও স্বার্থ পরিপন্থী কার্যক্রমে সম্পৃক্ত থাকার অভিযোগে তাঁকে কেনো সংগঠন থেকে বহিষ্কার করা হবে না–তার ব্যাখ্যাসহ লিখিত জবাব আগামী ১৫ দিনের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে পাঠাতে হবে।
এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন আজকের পত্রিকাকে বলেন, ‘গত ৭ মার্চ ঐতিহাসিক এই দিবসটি পালনের দিন কুমিল্লার চান্দিনায় দাওয়াত না পাওয়ার অভিযোগ এনে সংসদ সদস্য আবুল কালাম আজাদের লোকজন সভায় হামলা চালায়। পরে আমার গাড়ি ভাঙচুর করে। এর প্রেক্ষিতেই বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় সভানেত্রীর কাছে অভিযোগ করা হয়। অভিযোগের প্রেক্ষিতে দল ব্যবস্থা নিয়েছে।’
এ বিষয়ে জানতে সংসদ সদস্য আবুল কালাম আজাদের মোবাইল ফোনে যোগাযোগ করে পাওয়া যায়নি।
উল্লেখ্য, আবুল কালাম আজাদ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কুমিল্লা-৪ দেবিদ্বার আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে, তিনি দেবিদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন।
গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানার হাজতখানার ভেতরে আপসের শর্তে বাদী ও আসামির টাকা লেনদেনের ভিডিও নিয়ে মহানগর পুলিশে তোলপাড় সৃষ্টি হয়েছে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত এক কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া দায়িত্বে অবহেলার কারণে মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ ও বদলি এবং ডিউটি অফিসারকে শোকজ করা হয়েছ
২ মিনিট আগেরাজধানীর হাজারীবাগের ট্যানারিগুলোকে সাভারের হেমায়েতপুরের চামড়া শিল্পনগরে স্থানান্তর করা হয়েছে প্রায় সাত বছর আগে। কিন্তু ট্যানারির দূষণ এখনো রয়ে গেছে হাজারীবাগে। ওই এলাকায় চামড়া প্রক্রিয়াজাত করতে ব্যবহৃত রাসায়নিকের উৎকট গন্ধ আর খালে প্রবাহিত ট্যানারি বর্জ্য জনজীবনকে দুর্বিষহ করে তুলছে।
২ মিনিট আগেপিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের শিয়ালকাঠী গ্রামে লোকালয়ে গড়ে ওঠা একটি খামারের কারণে হুমকিতে পড়েছে জনস্বাস্থ্য। গরু, ছাগল ও মুরগির সমন্বয়ে খামারটি করেছেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক অ্যাডভোকেট শহীদুল হক খান পান্না।
২ মিনিট আগেবাংলাদেশ থেকে বিভিন্ন দেশে অভিবাসন, শিক্ষা ও কর্মসংস্থানের লক্ষ্যে যাত্রা করা নাগরিকদের সংখ্যা ক্রমেই বাড়ছে। ইউরোপীয় বিভিন্ন দেশের কনস্যুলেট এবং দূতাবাস কার্যক্রম না থাকায় নাগরিকদের অন্য দেশ অভিমুখী হতে হচ্ছে।
১ ঘণ্টা আগে