রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি
খাগড়াছড়ির রামগড় উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে পকেট কমিটি আখ্যা দিয়ে তা বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন রামগড় উপজেলা ও পৌর বিএনপির একাংশের নেতা মো. শহিদুল ইসলাম ভূঁইয়া ফরহাদ। একই সঙ্গে ওই কমিটিকে সম্পূর্ণ অগণতান্ত্রিক এবং দলের ত্যাগীদের বাদ দেওয়ার কৌশল বলে বাতিলের দাবি করেন তিনি।
আজ শনিবার রামগড় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক-১ ও রামগড় উপজেলার সাবেক চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম ভূঁইয়া নিজস্ব বাসভবনে লিখিত বক্তব্যে এসব কথা বলেন।
বিএনপির এই নেতা বলেন, ‘বর্তমানে খাগড়াছড়িতে বিএনপির সাংগঠনিক শক্তি অত্যন্ত দুর্বল। পুরো জেলায় বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া দলের ত্যাগী নেতা-কর্মীদের বাদ দিয়ে টাকার বিনিময়ে বহিরাগতদের নিয়ে কমিটি গঠন করেছেন। আমাকেসহ রামগড় উপজেলা ও পৌর বিএনপির অধিকাংশ নেতা-কর্মীকে অবগত না করে গঠন করা হয়েছে। তাই ওই অগণতান্ত্রিক কমিটি অবিলম্বে বাতিল করে রামগড়ের নেতা-কর্মীদের সমন্বয়ে নতুন কমিটি গঠন করতে হবে। অন্যথায় বর্তমান কমিটিকে প্রতিহত করা হবে। তা ছাড়া কেন্দ্রীয় বিএনপিকে অবগত করাসহ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহযোগিতাও কামনা করছি।’
শহিদুল ইসলাম ভূঁইয়া আরও বলেন, ‘আমি ও আমার পরিবারকে রাজনীতি থেকে নিশ্চিহ্ন করতে ওয়াদুদ ভূঁইয়া মিশনে নেমেছেন। বিএনপির নির্যাতিত পরিবার হিসেবে আমাদের বাদ দিয়ে ক্ষমতা এককেন্দ্রিক করতে অপচেষ্টায় মেতে উঠেছেন।’
সংবাদ সম্মেলনে জেলা ও উপজেলা কমিটির সহসভাপতি মোজাম্মেল হোসেন বাবুল বলেন, ‘দলীয় গঠনতন্ত্র অনুযায়ী ওয়াদুদ ভূঁইয়ার আমাদের ডাকার কথা। কিন্তু তা না করে তিনি যা করেছেন আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ বিষয়ে দলের উচ্চপর্যায়ে অভিযোগ করব।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি মোতাহের হোসেন মিলন, উপজেলা বিএনপির সহসভাপতি মজিবুর রহমান, উপজেলা যুবদলের সভাপতি শাহজাহানসহ যুবদল, ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
খাগড়াছড়ির রামগড় উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে পকেট কমিটি আখ্যা দিয়ে তা বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন রামগড় উপজেলা ও পৌর বিএনপির একাংশের নেতা মো. শহিদুল ইসলাম ভূঁইয়া ফরহাদ। একই সঙ্গে ওই কমিটিকে সম্পূর্ণ অগণতান্ত্রিক এবং দলের ত্যাগীদের বাদ দেওয়ার কৌশল বলে বাতিলের দাবি করেন তিনি।
আজ শনিবার রামগড় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক-১ ও রামগড় উপজেলার সাবেক চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম ভূঁইয়া নিজস্ব বাসভবনে লিখিত বক্তব্যে এসব কথা বলেন।
বিএনপির এই নেতা বলেন, ‘বর্তমানে খাগড়াছড়িতে বিএনপির সাংগঠনিক শক্তি অত্যন্ত দুর্বল। পুরো জেলায় বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া দলের ত্যাগী নেতা-কর্মীদের বাদ দিয়ে টাকার বিনিময়ে বহিরাগতদের নিয়ে কমিটি গঠন করেছেন। আমাকেসহ রামগড় উপজেলা ও পৌর বিএনপির অধিকাংশ নেতা-কর্মীকে অবগত না করে গঠন করা হয়েছে। তাই ওই অগণতান্ত্রিক কমিটি অবিলম্বে বাতিল করে রামগড়ের নেতা-কর্মীদের সমন্বয়ে নতুন কমিটি গঠন করতে হবে। অন্যথায় বর্তমান কমিটিকে প্রতিহত করা হবে। তা ছাড়া কেন্দ্রীয় বিএনপিকে অবগত করাসহ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহযোগিতাও কামনা করছি।’
শহিদুল ইসলাম ভূঁইয়া আরও বলেন, ‘আমি ও আমার পরিবারকে রাজনীতি থেকে নিশ্চিহ্ন করতে ওয়াদুদ ভূঁইয়া মিশনে নেমেছেন। বিএনপির নির্যাতিত পরিবার হিসেবে আমাদের বাদ দিয়ে ক্ষমতা এককেন্দ্রিক করতে অপচেষ্টায় মেতে উঠেছেন।’
সংবাদ সম্মেলনে জেলা ও উপজেলা কমিটির সহসভাপতি মোজাম্মেল হোসেন বাবুল বলেন, ‘দলীয় গঠনতন্ত্র অনুযায়ী ওয়াদুদ ভূঁইয়ার আমাদের ডাকার কথা। কিন্তু তা না করে তিনি যা করেছেন আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ বিষয়ে দলের উচ্চপর্যায়ে অভিযোগ করব।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি মোতাহের হোসেন মিলন, উপজেলা বিএনপির সহসভাপতি মজিবুর রহমান, উপজেলা যুবদলের সভাপতি শাহজাহানসহ যুবদল, ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
বগুড়ার দুপচাঁচিয়ায় গৃহবধূ উম্মে সালমাকে হত্যার পর ডিপ ফ্রিজে রাখার ঘটনাটি নতুন মোড় নিয়েছে। উম্মে সালমার ছেলে সাদ বিন আজিজুর রহমানকে গ্রেপ্তারের পর এই হত্যাকাণ্ডে জড়িত বলে দাবি করেছিল র্যাব। তবে পুলিশ বলছে, ওই বাড়ির ভাড়াটিয়ারা এ হত্যা ঘটিয়েছেন।
৫ মিনিট আগেনিহত ফয়সাল খান শুভ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার কাশিপুর এলাকার মো. সেলিম খানের ছেলে। তিনি কবি নজরুল বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ সম্পন্ন করে নগরীর কেওয়াটখালী পাওয়ার হাউজ রোডে বোন জামাইয়ের বাসায় থেকে চাকরির জন্য চেষ্টা করছিলেন।
১৫ মিনিট আগেরাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় তাহাজ্জুদ নামাজ পড়ার সময় ছুরিকাঘাতে যুক্তরাজ্যপ্রবাসী এ কে এম আব্দুর রশিদকে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় হাজারীবাগ মডেল থানায় নিহতের স্ত্রী বাদী হয়ে এ মামলা করেছেন।
২ ঘণ্টা আগেসিরাজগঞ্জে বঙ্গবন্ধু ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রিপন মিয়াকে চাঁদাবাজির অভিযোগে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে সিরাজগঞ্জ শহরের রহমতগঞ্জে ছয়টি পিকআপ ভ্যানে চাঁদা চাইলে তাঁকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
২ ঘণ্টা আগে