কক্সবাজার প্রতিনিধি
সাগরপথে স্বপ্নের দেশ মালয়েশিয়া নেওয়ার কথা বলে একদল রোহিঙ্গা নাগরিককে কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী সমুদ্রসৈকতে নামিয়ে দিয়েছে দালাল চক্র। প্রায় ১০ দিন আগে তাঁদের টেকনাফ সমুদ্র উপকূলে মাছ ধরার ট্রলারে তোলা হয়েছিল। চক্রটি তাঁদের বঙ্গোপসাগরে ভাসিয়ে আজ সোমবার ভোরে মালয়েশিয়া পৌঁছেছে বলে সেখানে নামিয়ে দেয়। খবর পেয়ে ২৬ রোহিঙ্গাকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাঁরা বর্তমানে কোস্ট গার্ডের হেফাজতে রয়েছেন।
আটক রোহিঙ্গারা জানান, তাঁরা উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরের বিভিন্ন ক্যাম্পের শরণার্থী। দালালদের মাধ্যমে তাঁরা মালয়েশিয়ায় যেতে চেয়েছিলেন। দালালেরা তাঁদের ট্রলারটি গভীর সমুদ্রে ভাসিয়ে দিয়ে সটকে পড়ে।
স্থানীয়রা জানান, আজ ভোরে প্রায় শতাধিক রোহিঙ্গা সৈকত থেকে লোকালয়ে আসতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। এর মধ্যে অন্তত ৭০ জন রোহিঙ্গা অন্যত্র চলে যান। পরে পুলিশ এসে স্থানীয়দের সহযোগিতায় ২৬ জনকে আটক করে।
উখিয়ার ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আটক খুরশিদা বেগম (২৪) জানান, মালয়েশিয়ায় যাওয়ার উদ্দেশে টেকনাফ থেকে ট্রলারে রওনা দেওয়ার পথে মিয়ানমারের নৌবাহিনী বাধা দেয়। সেখান থেকে ট্রলারের মাঝি গভীর সাগরের দিকে চলে আসে এবং ১০ দিন সাগরে ঘুরিয়ে মালয়েশিয়া পৌঁছানোর কথা বলে তাঁরা পালিয়ে যান।
এ বিষয়ে ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক রেজাউল করিম আজকের পত্রিকাকে বলেন, ২৬ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তাঁরা বর্তমানে কোস্ট গার্ডের হেফাজতে রয়েছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সাগরপথে স্বপ্নের দেশ মালয়েশিয়া নেওয়ার কথা বলে একদল রোহিঙ্গা নাগরিককে কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী সমুদ্রসৈকতে নামিয়ে দিয়েছে দালাল চক্র। প্রায় ১০ দিন আগে তাঁদের টেকনাফ সমুদ্র উপকূলে মাছ ধরার ট্রলারে তোলা হয়েছিল। চক্রটি তাঁদের বঙ্গোপসাগরে ভাসিয়ে আজ সোমবার ভোরে মালয়েশিয়া পৌঁছেছে বলে সেখানে নামিয়ে দেয়। খবর পেয়ে ২৬ রোহিঙ্গাকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাঁরা বর্তমানে কোস্ট গার্ডের হেফাজতে রয়েছেন।
আটক রোহিঙ্গারা জানান, তাঁরা উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরের বিভিন্ন ক্যাম্পের শরণার্থী। দালালদের মাধ্যমে তাঁরা মালয়েশিয়ায় যেতে চেয়েছিলেন। দালালেরা তাঁদের ট্রলারটি গভীর সমুদ্রে ভাসিয়ে দিয়ে সটকে পড়ে।
স্থানীয়রা জানান, আজ ভোরে প্রায় শতাধিক রোহিঙ্গা সৈকত থেকে লোকালয়ে আসতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। এর মধ্যে অন্তত ৭০ জন রোহিঙ্গা অন্যত্র চলে যান। পরে পুলিশ এসে স্থানীয়দের সহযোগিতায় ২৬ জনকে আটক করে।
উখিয়ার ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আটক খুরশিদা বেগম (২৪) জানান, মালয়েশিয়ায় যাওয়ার উদ্দেশে টেকনাফ থেকে ট্রলারে রওনা দেওয়ার পথে মিয়ানমারের নৌবাহিনী বাধা দেয়। সেখান থেকে ট্রলারের মাঝি গভীর সাগরের দিকে চলে আসে এবং ১০ দিন সাগরে ঘুরিয়ে মালয়েশিয়া পৌঁছানোর কথা বলে তাঁরা পালিয়ে যান।
এ বিষয়ে ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক রেজাউল করিম আজকের পত্রিকাকে বলেন, ২৬ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তাঁরা বর্তমানে কোস্ট গার্ডের হেফাজতে রয়েছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল-৩ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৫ ঘণ্টা আগেনড়াইলের কালিয়া উপজেলার ধানখেত থেকে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সন্ধ্যার দিকে নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের ধানখেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
৮ ঘণ্টা আগেঝিনাইদহ সদর উপজেলার শিকারপুর গ্রামের পুকুর থেকে এক মাদ্রাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় তার এক সহপাঠীকে আটক করেছে পুলিশ।
৮ ঘণ্টা আগেসুনামগঞ্জের জগন্নাথপুরে পৃথক দুটি হত্যা মামলায় দুই শিশুসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার তাঁদের সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গতকাপল বুধবার রাতে তাঁদের পৃথক এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
৯ ঘণ্টা আগে