সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর সুবর্ণচরে ঈদের পর ঢাকা ও চট্টগ্রামগামী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত একটি পরিবহনকে দুই হাজার টাকা জরিমানা করেছেন। একই সঙ্গে আদালত অপর পরিবহনগুলোকে যাত্রীদের কাছ থেকে আদায় করা অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন।
আজ রোববার সকালে উপজেলার থানার মোড়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আরিফুর রহমান।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সুবর্ণচরের চরবাট খাসের হাট রাস্তার মাথা থেকে সিএনজিচালিত অটোরিকশা ৬০ টাকার নির্ধারিত ভাড়া নিচ্ছে ১৫০-২০০ টাকা, আটকপালিয়ার বাজার থেকে ৫০ টাকার ভাড়া ১৫০ টাকা। এ ছাড়া বাস কাউন্টারে চট্টগ্রামগামী বাসযাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়া ৩০০ টাকার পরিবর্তে ৫৫০-৬০০ টাকা আদায় করা হচ্ছে। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে বাস কাউন্টারগুলোতে অভিযান চালানো হয়। এ সময় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে চট্টগ্রামগামী যাত্রীবাহী বাস ‘বাঁধন’ পরিবহনকে দুই হাজার টাকা জরিমানা করেন আদালত।
স্থানীয়রা জানান, উপজেলার চরবাটা খাসের হাট রাস্তার মাথা থেকে জেলা সদরের সোনাপুরের ভাড়া ৬০ টাকা নির্ধারিত থাকলেও সে ভাড়া নেওয়া হচ্ছিল ১৫০-২০০ টাকা। এ নিয়ে এক যাত্রী প্রতিবাদ করলে তাঁকে অটোরিকশাচালকেরা বেধড়ক মারধর করে। পরে তিনি থানায় লিখিত অভিযোগ করলে চরজব্বার থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক কয়েকটি সিএনজি জব্দ করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আরিফুর রহমান আজকের পত্রিকাকে বলেন, সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী সরকার নির্ধারিত ভাড়ার চার্ট প্রতিটি গাড়িতে ঝোলানো থাকবে, যেন সাধারণ মানুষ সেই চার্টগুলো দেখে ভাড়া দিতে পারে। কিন্তু অনেক গাড়িতে আমরা সেই চার্ট পাইনি।
আরিফুর রহমান বলেন, অনেক বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের কথাও যাত্রীরা বলেছেন। এ জন্য বাসটির চালককে জরিমানা করেছি। চরজব্বার থানা-পুলিশের এই ভ্রাম্যমাণ আদালত নিয়মিত চালু থাকবে।
নোয়াখালীর সুবর্ণচরে ঈদের পর ঢাকা ও চট্টগ্রামগামী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত একটি পরিবহনকে দুই হাজার টাকা জরিমানা করেছেন। একই সঙ্গে আদালত অপর পরিবহনগুলোকে যাত্রীদের কাছ থেকে আদায় করা অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন।
আজ রোববার সকালে উপজেলার থানার মোড়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আরিফুর রহমান।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সুবর্ণচরের চরবাট খাসের হাট রাস্তার মাথা থেকে সিএনজিচালিত অটোরিকশা ৬০ টাকার নির্ধারিত ভাড়া নিচ্ছে ১৫০-২০০ টাকা, আটকপালিয়ার বাজার থেকে ৫০ টাকার ভাড়া ১৫০ টাকা। এ ছাড়া বাস কাউন্টারে চট্টগ্রামগামী বাসযাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়া ৩০০ টাকার পরিবর্তে ৫৫০-৬০০ টাকা আদায় করা হচ্ছে। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে বাস কাউন্টারগুলোতে অভিযান চালানো হয়। এ সময় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে চট্টগ্রামগামী যাত্রীবাহী বাস ‘বাঁধন’ পরিবহনকে দুই হাজার টাকা জরিমানা করেন আদালত।
স্থানীয়রা জানান, উপজেলার চরবাটা খাসের হাট রাস্তার মাথা থেকে জেলা সদরের সোনাপুরের ভাড়া ৬০ টাকা নির্ধারিত থাকলেও সে ভাড়া নেওয়া হচ্ছিল ১৫০-২০০ টাকা। এ নিয়ে এক যাত্রী প্রতিবাদ করলে তাঁকে অটোরিকশাচালকেরা বেধড়ক মারধর করে। পরে তিনি থানায় লিখিত অভিযোগ করলে চরজব্বার থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক কয়েকটি সিএনজি জব্দ করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আরিফুর রহমান আজকের পত্রিকাকে বলেন, সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী সরকার নির্ধারিত ভাড়ার চার্ট প্রতিটি গাড়িতে ঝোলানো থাকবে, যেন সাধারণ মানুষ সেই চার্টগুলো দেখে ভাড়া দিতে পারে। কিন্তু অনেক গাড়িতে আমরা সেই চার্ট পাইনি।
আরিফুর রহমান বলেন, অনেক বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের কথাও যাত্রীরা বলেছেন। এ জন্য বাসটির চালককে জরিমানা করেছি। চরজব্বার থানা-পুলিশের এই ভ্রাম্যমাণ আদালত নিয়মিত চালু থাকবে।
বেতন পেয়ে কারখানার এক শ্রমিক আলমগীর বলেন, আগামী রোববারের মধ্যে বেতন দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা বৃহস্পতিবার সন্ধ্যায় বিকাশ অ্যাকাউন্টে বেতন পেয়ে গেছি। আমাদের মালিকপক্ষ কথা দিয়ে কথা রেখেছেন। আমরা সবাই খুশি।
৩ মিনিট আগেগাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানার হাজতখানার ভেতরে আপসের শর্তে বাদী ও আসামির টাকা লেনদেনের ভিডিও নিয়ে মহানগর পুলিশে তোলপাড় সৃষ্টি হয়েছে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত এক কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া দায়িত্বে অবহেলার কারণে মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ ও বদলি এবং ডিউটি অফিসারকে শোকজ করা হয়েছ
৩৮ মিনিট আগেরাজধানীর হাজারীবাগের ট্যানারিগুলোকে সাভারের হেমায়েতপুরের চামড়া শিল্পনগরে স্থানান্তর করা হয়েছে প্রায় সাত বছর আগে। কিন্তু ট্যানারির দূষণ এখনো রয়ে গেছে হাজারীবাগে। ওই এলাকায় চামড়া প্রক্রিয়াজাত করতে ব্যবহৃত রাসায়নিকের উৎকট গন্ধ আর খালে প্রবাহিত ট্যানারি বর্জ্য জনজীবনকে দুর্বিষহ করে তুলছে।
৩৮ মিনিট আগেপিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের শিয়ালকাঠী গ্রামে লোকালয়ে গড়ে ওঠা একটি খামারের কারণে হুমকিতে পড়েছে জনস্বাস্থ্য। গরু, ছাগল ও মুরগির সমন্বয়ে খামারটি করেছেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক অ্যাডভোকেট শহীদুল হক খান পান্না।
৩৮ মিনিট আগে