নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে ইতালির নাগরিকের মোবাইল ফোন, ক্রেডিট কার্ড ও টাকা ছিনতাইয়ের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম নগরী ও উপজেলা ফটিকছড়িতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আজ শুক্রবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মোস্তাফিজুর রহমান নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আরাফাত মিয়া (২১), মো. রুবেল (২৬), মো. নুরুদ্দীন (৪৫) ও মো. মোমিন (৫০)।
এর আগে গত মঙ্গলবার রাতে কোতোয়ালি থানার এস এস খালেদ সড়কে কর্ণফুলী টাওয়ারের সামনে ছিনতাইয়ের শিকার হন ইতালির নাগরিক ক্রিস্টিনা জেমা। তিনি চট্টগ্রামের আলিয়ঁস ফ্রঁসেজে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনীতে যোগ দিতে বাংলাদেশে এসেছিলেন।
ঘটনার সময় ক্রিস্টিনা জেমা দুই বাংলাদেশি তরুণ, তরুণীসহ হেঁটে নগরের জামালখানের দিকে যাচ্ছিলেন। এ সময় চলন্ত অটোরিকশায় থাকা ছিনতাইকারীরা ক্রিস্টিনার ব্যাগ টান মেরে নিয়ে যায়। ওই ব্যাগে তাঁর মোবাইল, ক্রেডিট কার্ড ও নগদ ৩০ হাজার টাকা ছিল।
আজ শুক্রবার সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, পুলিশ অভিযোগ পেয়ে ঘটনাস্থলসহ আশপাশের এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে। ফুটেজ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত একটি অটোরিকশা শনাক্ত করা হয়।
অটোরিকশার পেছনে সিরাতাল মুস্তাকিম লেখাটি পাওয়ায় আমরা দ্রুত কৌশল নির্ধারণ করতে সক্ষম হই। শহরের ১৬ থানা এলাকায় অন্তত ১০০টি গ্যারেজে অভিযান চলে। পরে নগরের চকবাজারের একটি গ্যারেজে রাখা অটোরিকশাটি জব্দ করা হয়। পরে ছিনতাই করা মোবাইল, নগদ ২২ হাজার টাকা ও ছিনতাইয়ে ব্যবহৃত একটি অটোরিকশা জব্দসহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।
সংবাদ সম্মেলনে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিরা সংঘবদ্ধ ছিনতাইকারী। তাঁরা ভোরে ও সন্ধ্যার পর সিএনজিচালিত অটোরিকশা নিয়ে নগরীর বিভিন্ন এলাকায় ঘোরাঘুরি করেন এবং সুযোগ বুঝে ছিনতাই করেন। এই চক্রে আরও সদস্য আছেন, যাঁদের মধ্যে কয়েকজন সিএনজিচালিত অটোরিকশার চালক।
চট্টগ্রামে ইতালির নাগরিকের মোবাইল ফোন, ক্রেডিট কার্ড ও টাকা ছিনতাইয়ের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম নগরী ও উপজেলা ফটিকছড়িতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আজ শুক্রবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মোস্তাফিজুর রহমান নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আরাফাত মিয়া (২১), মো. রুবেল (২৬), মো. নুরুদ্দীন (৪৫) ও মো. মোমিন (৫০)।
এর আগে গত মঙ্গলবার রাতে কোতোয়ালি থানার এস এস খালেদ সড়কে কর্ণফুলী টাওয়ারের সামনে ছিনতাইয়ের শিকার হন ইতালির নাগরিক ক্রিস্টিনা জেমা। তিনি চট্টগ্রামের আলিয়ঁস ফ্রঁসেজে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনীতে যোগ দিতে বাংলাদেশে এসেছিলেন।
ঘটনার সময় ক্রিস্টিনা জেমা দুই বাংলাদেশি তরুণ, তরুণীসহ হেঁটে নগরের জামালখানের দিকে যাচ্ছিলেন। এ সময় চলন্ত অটোরিকশায় থাকা ছিনতাইকারীরা ক্রিস্টিনার ব্যাগ টান মেরে নিয়ে যায়। ওই ব্যাগে তাঁর মোবাইল, ক্রেডিট কার্ড ও নগদ ৩০ হাজার টাকা ছিল।
আজ শুক্রবার সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, পুলিশ অভিযোগ পেয়ে ঘটনাস্থলসহ আশপাশের এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে। ফুটেজ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত একটি অটোরিকশা শনাক্ত করা হয়।
অটোরিকশার পেছনে সিরাতাল মুস্তাকিম লেখাটি পাওয়ায় আমরা দ্রুত কৌশল নির্ধারণ করতে সক্ষম হই। শহরের ১৬ থানা এলাকায় অন্তত ১০০টি গ্যারেজে অভিযান চলে। পরে নগরের চকবাজারের একটি গ্যারেজে রাখা অটোরিকশাটি জব্দ করা হয়। পরে ছিনতাই করা মোবাইল, নগদ ২২ হাজার টাকা ও ছিনতাইয়ে ব্যবহৃত একটি অটোরিকশা জব্দসহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।
সংবাদ সম্মেলনে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিরা সংঘবদ্ধ ছিনতাইকারী। তাঁরা ভোরে ও সন্ধ্যার পর সিএনজিচালিত অটোরিকশা নিয়ে নগরীর বিভিন্ন এলাকায় ঘোরাঘুরি করেন এবং সুযোগ বুঝে ছিনতাই করেন। এই চক্রে আরও সদস্য আছেন, যাঁদের মধ্যে কয়েকজন সিএনজিচালিত অটোরিকশার চালক।
কুষ্টিয়ার দৌলতপুরে যৌথবাহিনী রাতভর অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি, ককটেল, দেশীয় অস্ত্রসহ যুবদল, ছাত্রদল ও যুবলীগের তিন নেতাকে আটক করেছে। গতকাল বৃহস্পতিবার রাত ২টা থেকে আজ শুক্রবার ভোর ৬টা পর্যন্ত উপজেলার পিয়ারপুর ও জগন্নাথপুর গ্রামে এই অভিযান চালানো হয়।
৫ মিনিট আগেবগুড়ার দুপচাঁচিয়ায় গৃহবধূ উম্মে সালমাকে হত্যার পর ডিপ ফ্রিজে রাখার ঘটনাটি নতুন মোড় নিয়েছে। উম্মে সালমার ছেলে সাদ বিন আজিজুর রহমানকে গ্রেপ্তারের পর এই হত্যাকাণ্ডে জড়িত বলে দাবি করেছিল র্যাব। তবে পুলিশ বলছে, ওই বাড়ির ভাড়াটিয়ারা এ হত্যা ঘটিয়েছেন।
২৫ মিনিট আগেনিহত ফয়সাল খান শুভ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার কাশিপুর এলাকার মো. সেলিম খানের ছেলে। তিনি কবি নজরুল বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ সম্পন্ন করে নগরীর কেওয়াটখালী পাওয়ার হাউজ রোডে বোন জামাইয়ের বাসায় থেকে চাকরির জন্য চেষ্টা করছিলেন।
৩৪ মিনিট আগেরাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় তাহাজ্জুদ নামাজ পড়ার সময় ছুরিকাঘাতে যুক্তরাজ্যপ্রবাসী এ কে এম আব্দুর রশিদকে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় হাজারীবাগ মডেল থানায় নিহতের স্ত্রী বাদী হয়ে এ মামলা করেছেন।
২ ঘণ্টা আগে