কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার সমুদ্রসৈকতে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বসছে সাত দিনব্যাপী পর্যটন মেলা-বিচ কার্নিভ্যাল। জেলা প্রশাসনের উদ্যোগে আগামী বুধবার (২৭ সেপ্টেম্বর) থেকে পর্যটকদের কক্সবাজারমুখী করতে মেলায় সংশ্লিষ্ট খাতগুলোতে বিশেষ ছাড়ের ঘোষণা দেওয়া হয়েছে। এর আগে গত বছরও জেলা প্রশাসন ও বিচ ম্যানেজমেন্ট কমিটির উদ্যোগে পর্যটন মেলার আয়োজন করা হয়।
এদিকে পর্যটন দিবসের পরদিন বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) ঈদে মিলাদুন্নবী ও শুক্র-শনিবারের সাপ্তাহিক ছুটিতে টানা তিন দিন কক্সবাজারে ব্যাপক পর্যটক সমাগমের আশা করছেন সংশ্লিষ্টরা।
পর্যটন মেলার প্রস্তুতি, নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে আজ বুধবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সাংবাদিকদের ব্রিফিং করেন জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান। তিনি বলেন, ‘পর্যটনে পরিবেশবান্ধব বিনিয়োগ’ প্রতিপাদ্যে সমুদ্রসৈকত ও প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরতে পর্যটকদের কক্সবাজারমুখী করতে এ আয়োজন।
এ সময় মেলার আহ্বায়ক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. ইয়ামিন হোসেন, কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ সুপার মো. জিল্লুর রহমান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসনের উদ্যোগে এবারের মেলা ২৭ সেপ্টেম্বর শুরু হয়ে চলবে আগামী ৩ অক্টোবর পর্যন্ত। মেলায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, উদ্যোক্তা, পর্যটনসংশ্লিষ্ট সেবা এবং কক্সবাজারের পর্যটন স্পটগুলো তুলে ধরা হবে। ইতিমধ্যে সমুদ্রসৈকতের লাবণি পয়েন্টে মেলার মঞ্চ ও দুই শতাধিক স্টল নির্মাণকাজ শেষ করা হয়েছে।
হোটেলমালিকেরা জানান, এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত অফ সিজন ধরা হয়। অক্টোবর থেকে বৃষ্টি ও গরম কমে সাগরও শান্ত হয়ে আসে, তখন পর্যটক সমাগম বাড়ে। কক্সবাজারে পাঁচ শতাধিক হোটেল-মোটেলে দেড় লাখের ওপরে পর্যটক রাত যাপনের ব্যবস্থা রয়েছে। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে হোটেল-মোটেল, কটেজ ও গেস্টহাউসে হাউস মালিক সমিতি পর্যটকদের জন্য নানা উদ্যোগ নিয়েছে বলে জানান তাঁরা।
এ বিষয়ে কক্সবাজার হোটেল-মোটেল গেস্টহাউসে হাউস মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার আজকের পত্রিকাকে বলেন, ‘পর্যটন দিবস উপলক্ষে হোটেল কক্ষে বিশেষ ছাড় দেওয়া হয়েছে। পর্যটন মেলা চলাকালীন পর্যন্ত এ ছাড় চলবে।’
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইয়ামিন হোসেন আজকের পত্রিকাকে জানান, হোটেল-মোটেল মালিক ও পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে বিশেষ ছাড়ের ব্যবস্থা করা হয়েছে।
কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ সুপার মো. জিল্লুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘টানা ছুটি ও পর্যটন মেলা উপলক্ষে পর্যটক সমাগম বাড়বে। এ জন্য ট্যুরিস্ট পুলিশের টহল বাড়ানো হবে। ট্যুরিস্ট পুলিশ ছাড়াও বিভিন্ন মোড়ে মোড়ে থাকবে সাদাপোশাকধারী পুলিশ ও বিভিন্ন সংস্থার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।’
জেলা প্রশাসক ও বিচ ম্যানেজমেন্ট কমিটির সভাপতি মুহম্মদ শাহীন ইমরান আজকের পত্রিকাকে বলেন, ‘পর্যটকেরা যাতে নির্বিঘ্নে কক্সবাজার ভ্রমণ ও পর্যটন মেলা উপভোগ করতে পারেন, তার জন্য সার্বিক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতও মাঠে কাজ করবে।’
কক্সবাজার সমুদ্রসৈকতে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বসছে সাত দিনব্যাপী পর্যটন মেলা-বিচ কার্নিভ্যাল। জেলা প্রশাসনের উদ্যোগে আগামী বুধবার (২৭ সেপ্টেম্বর) থেকে পর্যটকদের কক্সবাজারমুখী করতে মেলায় সংশ্লিষ্ট খাতগুলোতে বিশেষ ছাড়ের ঘোষণা দেওয়া হয়েছে। এর আগে গত বছরও জেলা প্রশাসন ও বিচ ম্যানেজমেন্ট কমিটির উদ্যোগে পর্যটন মেলার আয়োজন করা হয়।
এদিকে পর্যটন দিবসের পরদিন বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) ঈদে মিলাদুন্নবী ও শুক্র-শনিবারের সাপ্তাহিক ছুটিতে টানা তিন দিন কক্সবাজারে ব্যাপক পর্যটক সমাগমের আশা করছেন সংশ্লিষ্টরা।
পর্যটন মেলার প্রস্তুতি, নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে আজ বুধবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সাংবাদিকদের ব্রিফিং করেন জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান। তিনি বলেন, ‘পর্যটনে পরিবেশবান্ধব বিনিয়োগ’ প্রতিপাদ্যে সমুদ্রসৈকত ও প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরতে পর্যটকদের কক্সবাজারমুখী করতে এ আয়োজন।
এ সময় মেলার আহ্বায়ক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. ইয়ামিন হোসেন, কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ সুপার মো. জিল্লুর রহমান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসনের উদ্যোগে এবারের মেলা ২৭ সেপ্টেম্বর শুরু হয়ে চলবে আগামী ৩ অক্টোবর পর্যন্ত। মেলায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, উদ্যোক্তা, পর্যটনসংশ্লিষ্ট সেবা এবং কক্সবাজারের পর্যটন স্পটগুলো তুলে ধরা হবে। ইতিমধ্যে সমুদ্রসৈকতের লাবণি পয়েন্টে মেলার মঞ্চ ও দুই শতাধিক স্টল নির্মাণকাজ শেষ করা হয়েছে।
হোটেলমালিকেরা জানান, এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত অফ সিজন ধরা হয়। অক্টোবর থেকে বৃষ্টি ও গরম কমে সাগরও শান্ত হয়ে আসে, তখন পর্যটক সমাগম বাড়ে। কক্সবাজারে পাঁচ শতাধিক হোটেল-মোটেলে দেড় লাখের ওপরে পর্যটক রাত যাপনের ব্যবস্থা রয়েছে। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে হোটেল-মোটেল, কটেজ ও গেস্টহাউসে হাউস মালিক সমিতি পর্যটকদের জন্য নানা উদ্যোগ নিয়েছে বলে জানান তাঁরা।
এ বিষয়ে কক্সবাজার হোটেল-মোটেল গেস্টহাউসে হাউস মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার আজকের পত্রিকাকে বলেন, ‘পর্যটন দিবস উপলক্ষে হোটেল কক্ষে বিশেষ ছাড় দেওয়া হয়েছে। পর্যটন মেলা চলাকালীন পর্যন্ত এ ছাড় চলবে।’
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইয়ামিন হোসেন আজকের পত্রিকাকে জানান, হোটেল-মোটেল মালিক ও পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে বিশেষ ছাড়ের ব্যবস্থা করা হয়েছে।
কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ সুপার মো. জিল্লুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘টানা ছুটি ও পর্যটন মেলা উপলক্ষে পর্যটক সমাগম বাড়বে। এ জন্য ট্যুরিস্ট পুলিশের টহল বাড়ানো হবে। ট্যুরিস্ট পুলিশ ছাড়াও বিভিন্ন মোড়ে মোড়ে থাকবে সাদাপোশাকধারী পুলিশ ও বিভিন্ন সংস্থার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।’
জেলা প্রশাসক ও বিচ ম্যানেজমেন্ট কমিটির সভাপতি মুহম্মদ শাহীন ইমরান আজকের পত্রিকাকে বলেন, ‘পর্যটকেরা যাতে নির্বিঘ্নে কক্সবাজার ভ্রমণ ও পর্যটন মেলা উপভোগ করতে পারেন, তার জন্য সার্বিক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতও মাঠে কাজ করবে।’
বেতন পেয়ে কারখানার এক শ্রমিক আলমগীর বলেন, আগামী রোববারের মধ্যে বেতন দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা বৃহস্পতিবার সন্ধ্যায় বিকাশ অ্যাকাউন্টে বেতন পেয়ে গেছি। আমাদের মালিকপক্ষ কথা দিয়ে কথা রেখেছেন। আমরা সবাই খুশি।
৫ মিনিট আগেগাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানার হাজতখানার ভেতরে আপসের শর্তে বাদী ও আসামির টাকা লেনদেনের ভিডিও নিয়ে মহানগর পুলিশে তোলপাড় সৃষ্টি হয়েছে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত এক কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া দায়িত্বে অবহেলার কারণে মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ ও বদলি এবং ডিউটি অফিসারকে শোকজ করা হয়েছ
৪০ মিনিট আগেরাজধানীর হাজারীবাগের ট্যানারিগুলোকে সাভারের হেমায়েতপুরের চামড়া শিল্পনগরে স্থানান্তর করা হয়েছে প্রায় সাত বছর আগে। কিন্তু ট্যানারির দূষণ এখনো রয়ে গেছে হাজারীবাগে। ওই এলাকায় চামড়া প্রক্রিয়াজাত করতে ব্যবহৃত রাসায়নিকের উৎকট গন্ধ আর খালে প্রবাহিত ট্যানারি বর্জ্য জনজীবনকে দুর্বিষহ করে তুলছে।
৪০ মিনিট আগেপিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের শিয়ালকাঠী গ্রামে লোকালয়ে গড়ে ওঠা একটি খামারের কারণে হুমকিতে পড়েছে জনস্বাস্থ্য। গরু, ছাগল ও মুরগির সমন্বয়ে খামারটি করেছেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক অ্যাডভোকেট শহীদুল হক খান পান্না।
৪০ মিনিট আগে