চন্দনাইশে কৃষককে অপহরণ, ৫০ হাজার টাকায় পেলেন মুক্তি

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি 
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৫, ২৩: ১২
Thumbnail image
প্রতীকী ছবি

চট্টগ্রামের চন্দনাইশে আহমদ হোসেন (৫৫) নামের এক কৃষককে অপহরণের পর ৫০ হাজার টাকা মুক্তিপণ আদায় করে ছেড়ে দিয়েছে দুর্বৃত্তরা। আজ শনিবার সকালে উপজেলার কাঞ্চননগর তারাবইন্যা পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

কৃষককে অপহরণের শিকার হওয়ার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আল হোসাইন।

স্থানীয়রা জানান, আজ শনিবার সকালে কাঞ্চনাবাদ রাহাত আলী তালুকদার বাড়ির আহমদ হোসেন, মুন্সি মিয়াসহ কয়েকজন পাহাড়ে কাঠ কাটতে যান। পাহাড়ি দুর্বৃত্তরা তাঁদেরকে আটক করতে চেষ্টা করলে মুন্সি মিয়াসহ আরেকজন দৌড়ে পালিয়ে যান। কিন্তু আহমদ হোসেন দাঁড়িয়ে থাকলে দুর্বৃত্তরা তাঁকে আটক করে রাখে।

অপহরণকারীরা মোবাইল ফোনে আহমদ হোসেনের পরিবারের সঙ্গে যোগাযোগ করে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরিবারের সদস্যরা অনেক কষ্টে ৫০ হাজার টাকা আজ বিকেলে দিলে আহমদ হোসেন মুক্তি পান বলে জানান স্থানীয়রা।

জোয়ারা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আমিন আহমদ চৌধুরী রোকন বলেন, পাহাড়ি দুর্বৃত্তরা শনিবার সকালে কয়েজন কৃষককে ধাওয়া করে। দুজন দৌড়ে পালাতে পারলেও একজনকে তারা ধরে নিয়ে যায়। আজ বিকেলে ৫০ হাজার টাকা মুক্তিপণে তাকে ছেড়ে দেয় দুর্বৃত্তরা।

ওসি ইমরান আল হোসাইন বলেন, আহমদ হোসেনকে অপহরণের বিষয়ে কেউ কোনো ধরনের অভিযোগ দেননি। তিনি আরও বলেন, আজ বিকেলে আরও চারজন কৃষককে ধরে নিয়ে যায় দুর্বৃত্তরা। তবে তাঁদের কারও নাম-ঠিকানা এখনো পাওয়া যায়নি। তাঁদের পরিবারের পক্ষ থেকেও কোনো অভিযোগ দেওয়া হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত