মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
মাধ্যমিক স্কুল-মাদ্রাসায় কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে ঢাকায় শিক্ষক-কর্মচারীদের চলমান আন্দোলনের প্রতি একাত্মতা প্রকাশ করে খাগড়াছড়ির মানিকছড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলার খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে (ভূঁইয়া মার্কেট) এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন মাধ্যমিক স্কুল-মাদ্রাসার অর্ধশত শিক্ষক-কর্মচারী।
এ সময় ‘এক দফা, এক দাবি’ ‘সকল এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর চাকরি জাতীয়করণ চাই’ সংবলিত ব্যানার, ফেস্টুন ও পোস্টার হাতে শিক্ষক-কর্মচারীরা আধা ঘণ্টাব্যাপী মানববন্ধনে দাঁড়িয়ে ঢাকায় চলমান আন্দোলনের প্রতি একাত্মতা প্রকাশ করেন।
এতে বক্তব্য রাখেন যোগ্যাছোলা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুল কালাম আজাদ, বড়ডলু উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বশির আহম্মদ ও দক্ষিণ চেঙ্গুছড়া নেছারিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাও. মো. বেলাল উদ্দীন।
তাঁরা বলেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবি অনেক পুরোনো হলেও বারবার সরকার এটি অগ্রাহ্য করে এড়িয়ে যাচ্ছে। বৈশ্বিক মহামারি-পরবর্তী দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে শিক্ষক-কর্মচারীরা দুর্বিষহ জীবন যাপন করছে। অথচ বেসরকারি স্কুল-মাদ্রাসার আয় সরকারি খাতে নিয়ে প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণ করা সময়ের দাবিতে পরিণত হয়েছে। এই দাবি পূরণ না হলে শিক্ষক-কর্মচারীরা না খেয়ে মরতে হবে।
মাধ্যমিক স্কুল-মাদ্রাসায় কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে ঢাকায় শিক্ষক-কর্মচারীদের চলমান আন্দোলনের প্রতি একাত্মতা প্রকাশ করে খাগড়াছড়ির মানিকছড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলার খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে (ভূঁইয়া মার্কেট) এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন মাধ্যমিক স্কুল-মাদ্রাসার অর্ধশত শিক্ষক-কর্মচারী।
এ সময় ‘এক দফা, এক দাবি’ ‘সকল এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর চাকরি জাতীয়করণ চাই’ সংবলিত ব্যানার, ফেস্টুন ও পোস্টার হাতে শিক্ষক-কর্মচারীরা আধা ঘণ্টাব্যাপী মানববন্ধনে দাঁড়িয়ে ঢাকায় চলমান আন্দোলনের প্রতি একাত্মতা প্রকাশ করেন।
এতে বক্তব্য রাখেন যোগ্যাছোলা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুল কালাম আজাদ, বড়ডলু উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বশির আহম্মদ ও দক্ষিণ চেঙ্গুছড়া নেছারিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাও. মো. বেলাল উদ্দীন।
তাঁরা বলেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবি অনেক পুরোনো হলেও বারবার সরকার এটি অগ্রাহ্য করে এড়িয়ে যাচ্ছে। বৈশ্বিক মহামারি-পরবর্তী দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে শিক্ষক-কর্মচারীরা দুর্বিষহ জীবন যাপন করছে। অথচ বেসরকারি স্কুল-মাদ্রাসার আয় সরকারি খাতে নিয়ে প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণ করা সময়ের দাবিতে পরিণত হয়েছে। এই দাবি পূরণ না হলে শিক্ষক-কর্মচারীরা না খেয়ে মরতে হবে।
রাজধানীর আজিমপুরে মেডিকেল স্টাফ কোয়ার্টারের একটি বাসায় দিনদুপুরে ডাকাতিসহ বাচ্চাকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার দুপুরে লালবাগ টাওয়ারের পাশে ফারজানা আক্তার নামের এক নারীর বাসায় এ ঘটনা ঘটে
৮ মিনিট আগেবরগুনা সদরের ঘটবাড়িয়া গ্রামের আবদুল লতিফ ফরায়েজীর স্ত্রী জাহানারা বেগমকে (৬০) প্রায় ২৫ বছর পর খুঁজে পেয়েছে তাঁর স্বজনেরা। আজ শুক্রবার দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া বাজার এলাকা থেকে তাঁকে নিয়ে যান স্বজনেরা। ১৯৯৯ সালে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে নিখোঁজ হয়েছিলেন তিনি।
১৭ মিনিট আগেসিলেটে ছাত্র-জনতার আন্দোলনে হামলা-গুলির অভিযোগে করা মামলায় সিলেট মহানগর যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৩২ মিনিট আগেকবির বলেন, ‘আমার ছেলে তো কোনো রাজনীতি করত না। কোনো অন্যায় করেনি। তাহলে কেন এভাবে তাকে হত্যা করা হলো? সায়েম দেশের জন্য শহীদ হলেও সরকার থেকে বা অন্য কেউ কোনো খবর নিতে আসেনি।’
৪৩ মিনিট আগে