কুবি প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য মো. হায়দার আলী বলেছেন, র্যাগিংয়ের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। কারও বিরুদ্ধে র্যাগিংয়ের অভিযোগ প্রমাণিত হলে তাঁর ছাত্রত্ব এবং আবাসিক হলের সিট বাতিল করা হবে।
গতকাল বুধবার নতুন শিক্ষাবর্ষের পাঠদান শুরু করার বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে আজকের পত্রিকাকে এসব কথা বলেন উপাচার্য মোহাম্মদ হায়দার আলী।
উপাচার্য বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে রোববার (২৭ অক্টোবর) নতুন ব্যাচ আসবে। এসে যদি র্যাগিংয়ের মতো জিনিসের শিকার হতে হয়, তাদের তা কোনোভাবেই কাম্য না। আমরা আজ ছাত্র পরামর্শক, একাডেমিক কাউন্সিল এবং প্রতিটি হল প্রশাসনের সঙ্গে কথা বলেছি। আমরা প্রতিটি বিভাগের চেয়ারম্যানকে বলেছি, তাঁরা যেন নতুন শিক্ষার্থীদের কোনো সিনিয়র শিক্ষার্থী বা কারও তত্ত্বাবধানে দিয়ে বিভাগ ত্যাগ না করেন। পাশাপাশি প্রতিটি হল প্রশাসনকে সজাগ দৃষ্টি রাখতে বলা হয়েছে।’
র্যাগিংয়ের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে উল্লেখ করে হায়দার আলী বলেন, ‘কারও বিরুদ্ধে র্যাগিংয়ের অভিযোগ প্রমাণিত হলে তাঁর ছাত্রত্ব এবং আবাসিক হলের সিট বাতিল করা হবে।’
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে কুবি উপাচার্য বলেন, ‘নবীন শিক্ষার্থীদের একটি নির্দেশনাপত্র দেওয়া হবে, যেখানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক এবং প্রক্টরিয়াল বডির সদস্যদের নাম ও মোবাইল নম্বর দেওয়া থাকবে। তাদের নির্দেশনা দিয়ে দেওয়া হবে, যেন তারা কোথাও কারও দ্বারা হয়রানির শিকার হলে সরাসরি জানায়।’
আগামী ২৭ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের ১৯টি বিভাগের ২০২৩-২৪ সেশনের স্নাতক প্রথম বর্ষের পাঠদান কার্যক্রম শুরু হতে যাচ্ছে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য মো. হায়দার আলী বলেছেন, র্যাগিংয়ের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। কারও বিরুদ্ধে র্যাগিংয়ের অভিযোগ প্রমাণিত হলে তাঁর ছাত্রত্ব এবং আবাসিক হলের সিট বাতিল করা হবে।
গতকাল বুধবার নতুন শিক্ষাবর্ষের পাঠদান শুরু করার বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে আজকের পত্রিকাকে এসব কথা বলেন উপাচার্য মোহাম্মদ হায়দার আলী।
উপাচার্য বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে রোববার (২৭ অক্টোবর) নতুন ব্যাচ আসবে। এসে যদি র্যাগিংয়ের মতো জিনিসের শিকার হতে হয়, তাদের তা কোনোভাবেই কাম্য না। আমরা আজ ছাত্র পরামর্শক, একাডেমিক কাউন্সিল এবং প্রতিটি হল প্রশাসনের সঙ্গে কথা বলেছি। আমরা প্রতিটি বিভাগের চেয়ারম্যানকে বলেছি, তাঁরা যেন নতুন শিক্ষার্থীদের কোনো সিনিয়র শিক্ষার্থী বা কারও তত্ত্বাবধানে দিয়ে বিভাগ ত্যাগ না করেন। পাশাপাশি প্রতিটি হল প্রশাসনকে সজাগ দৃষ্টি রাখতে বলা হয়েছে।’
র্যাগিংয়ের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে উল্লেখ করে হায়দার আলী বলেন, ‘কারও বিরুদ্ধে র্যাগিংয়ের অভিযোগ প্রমাণিত হলে তাঁর ছাত্রত্ব এবং আবাসিক হলের সিট বাতিল করা হবে।’
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে কুবি উপাচার্য বলেন, ‘নবীন শিক্ষার্থীদের একটি নির্দেশনাপত্র দেওয়া হবে, যেখানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক এবং প্রক্টরিয়াল বডির সদস্যদের নাম ও মোবাইল নম্বর দেওয়া থাকবে। তাদের নির্দেশনা দিয়ে দেওয়া হবে, যেন তারা কোথাও কারও দ্বারা হয়রানির শিকার হলে সরাসরি জানায়।’
আগামী ২৭ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের ১৯টি বিভাগের ২০২৩-২৪ সেশনের স্নাতক প্রথম বর্ষের পাঠদান কার্যক্রম শুরু হতে যাচ্ছে।
যশোর হর্টিকালচার সেন্টারে বিক্রির তালিকায় থাকা সব গাছ সেন্টারে নেই। উদ্যানে নিজস্বভাবে চারা উৎপাদনের জন্য ‘রিভলভিং’ ফান্ডের মাধ্যমে অর্থ বরাদ্দ দেওয়া থাকলেও সেটি করা হচ্ছে না। চারা উৎপাদন না করে বাইরে থেকে কম দামে মানহীন চারা এনে উদ্যানে রেখে বিক্রি করা হচ্ছে। সেন্টারে একটি ভার্মি কম্পোস্ট প্ল্যান্ট
৬ মিনিট আগেচট্টগ্রামের রাউজানে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় মাসুদ নামের এক পথচারী গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
১১ মিনিট আগেগতকাল বৃহস্পতিবার দিবাগত আড়াইটার দিকে ধানমন্ডি–১৫–এর একটি পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় ঘটনাটি ঘটে। আহত অবস্থায় বাসার ভাড়াটিয়ারা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক ভোর পৌনে ৪টার দিকে মৃত ঘোষণা করেন।
২২ মিনিট আগেকিশোরগঞ্জের কটিয়াদীতে প্রথম স্ত্রীর বাসায় যাওয়ায় স্বামীকে তাঁর দ্বিতীয় স্ত্রী হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। গত বুধবার গভীর রাতে পৌর এলাকার পশ্চিমপাড়ার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
৩৮ মিনিট আগে