চবি প্রতিনিধি
অবশেষে ছয় মাস পর ক্লাস বর্জনের কর্মসূচি স্থগিত করে শ্রেণিকক্ষে ফিরে যাওয়ার ঘোষণা দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারুকলা ইন্সটিটিউটের শিক্ষার্থীরা। তবে ক্যাম্পাস স্থানান্তরের দাবি আদায় না হওয়ায় আন্দোলন চলবে বলে জানান তারা।
আজ বুধবার বিকেলে আন্দোলনের ১৮২তম দিনে এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা এই ঘোষণা দেন। এর আগে গত ১৭ এপ্রিল চারুকলার সংস্কার কাজ সম্পন্ন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরে গত সোমবার চারুকলা ইনস্টিটিউট খুলে দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা জানান, দীর্ঘ ছয় মাসের সেশনজট, একাডেমিক নানান ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন তারা। এরই পরিপ্রেক্ষিতে সবাই মিলে ক্লাসে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।
এ সময় শিক্ষার্থী মোহাম্মদ শহীদ বলেন, ‘১৮২ দিন তথা ছয় মাসেও চারুকলাকে বিশ্ববিদ্যালয়ের মূল প্রাঙ্গণে ফেরানোর কোনো পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। ইতোমধ্যে আমাদের সবারই একাডেমিক অনেক ক্ষতি হয়েছে। নবীণ শিক্ষার্থীরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই আমরা সশরীরে ক্লাসে ফিরে যাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘এই ছয় মাসে আমাদের মূল ক্যাম্পাসে ফেরানোর ব্যাপারে কোনো পদক্ষেপ আমরা দেখিনি। ক্লাসে ফিরে গেলেও আমাদের আন্দোলন চলমান থাকবে।’
এর আগে গত বছরের ২ নভেম্বর ২২ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি ও ক্লাসবর্জন শুরু করেন চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। পরে সেই ২২ দফা দাবি মূল ক্যাম্পাসে ফেরার এক দফা দাবিতে রূপ নেয়। চলমান আন্দোলনের মধ্যেই গত ২ ফেব্রুয়ারি সংস্কারকাজের জন্য চারুকলা ক্যাম্পাস ও হোস্টেল এক মাসের জন্য বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপর আরও দুই দফায় বাড়ানো হয় চারুকলা বন্ধের মেয়াদ।
অবশেষে ছয় মাস পর ক্লাস বর্জনের কর্মসূচি স্থগিত করে শ্রেণিকক্ষে ফিরে যাওয়ার ঘোষণা দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারুকলা ইন্সটিটিউটের শিক্ষার্থীরা। তবে ক্যাম্পাস স্থানান্তরের দাবি আদায় না হওয়ায় আন্দোলন চলবে বলে জানান তারা।
আজ বুধবার বিকেলে আন্দোলনের ১৮২তম দিনে এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা এই ঘোষণা দেন। এর আগে গত ১৭ এপ্রিল চারুকলার সংস্কার কাজ সম্পন্ন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরে গত সোমবার চারুকলা ইনস্টিটিউট খুলে দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা জানান, দীর্ঘ ছয় মাসের সেশনজট, একাডেমিক নানান ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন তারা। এরই পরিপ্রেক্ষিতে সবাই মিলে ক্লাসে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।
এ সময় শিক্ষার্থী মোহাম্মদ শহীদ বলেন, ‘১৮২ দিন তথা ছয় মাসেও চারুকলাকে বিশ্ববিদ্যালয়ের মূল প্রাঙ্গণে ফেরানোর কোনো পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। ইতোমধ্যে আমাদের সবারই একাডেমিক অনেক ক্ষতি হয়েছে। নবীণ শিক্ষার্থীরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই আমরা সশরীরে ক্লাসে ফিরে যাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘এই ছয় মাসে আমাদের মূল ক্যাম্পাসে ফেরানোর ব্যাপারে কোনো পদক্ষেপ আমরা দেখিনি। ক্লাসে ফিরে গেলেও আমাদের আন্দোলন চলমান থাকবে।’
এর আগে গত বছরের ২ নভেম্বর ২২ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি ও ক্লাসবর্জন শুরু করেন চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। পরে সেই ২২ দফা দাবি মূল ক্যাম্পাসে ফেরার এক দফা দাবিতে রূপ নেয়। চলমান আন্দোলনের মধ্যেই গত ২ ফেব্রুয়ারি সংস্কারকাজের জন্য চারুকলা ক্যাম্পাস ও হোস্টেল এক মাসের জন্য বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপর আরও দুই দফায় বাড়ানো হয় চারুকলা বন্ধের মেয়াদ।
গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানার হাজতখানার ভেতরে আপসের শর্তে বাদী ও আসামির টাকা লেনদেনের ভিডিও নিয়ে মহানগর পুলিশে তোলপাড় সৃষ্টি হয়েছে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত এক কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া দায়িত্বে অবহেলার কারণে মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ ও বদলি এবং ডিউটি অফিসারকে শোকজ করা হয়েছ
২ মিনিট আগেরাজধানীর হাজারীবাগের ট্যানারিগুলোকে সাভারের হেমায়েতপুরের চামড়া শিল্পনগরে স্থানান্তর করা হয়েছে প্রায় সাত বছর আগে। কিন্তু ট্যানারির দূষণ এখনো রয়ে গেছে হাজারীবাগে। ওই এলাকায় চামড়া প্রক্রিয়াজাত করতে ব্যবহৃত রাসায়নিকের উৎকট গন্ধ আর খালে প্রবাহিত ট্যানারি বর্জ্য জনজীবনকে দুর্বিষহ করে তুলছে।
২ মিনিট আগেপিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের শিয়ালকাঠী গ্রামে লোকালয়ে গড়ে ওঠা একটি খামারের কারণে হুমকিতে পড়েছে জনস্বাস্থ্য। গরু, ছাগল ও মুরগির সমন্বয়ে খামারটি করেছেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক অ্যাডভোকেট শহীদুল হক খান পান্না।
৩ মিনিট আগেবাংলাদেশ থেকে বিভিন্ন দেশে অভিবাসন, শিক্ষা ও কর্মসংস্থানের লক্ষ্যে যাত্রা করা নাগরিকদের সংখ্যা ক্রমেই বাড়ছে। ইউরোপীয় বিভিন্ন দেশের কনস্যুলেট এবং দূতাবাস কার্যক্রম না থাকায় নাগরিকদের অন্য দেশ অভিমুখী হতে হচ্ছে।
১ ঘণ্টা আগে