নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ৭ নেতাকর্মীকে অব্যাহতি

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ০৪ জুন ২০২৪, ২২: ১২

সিনিয়র-জুনিয়র বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতির কারণে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ছাত্রলীগের ৭ নেতাকমীর্কে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি নাঈম রহমান। 

এর আগে সোমবার রাতে নোবিপ্রবির শাখা ছাত্রলীগের সভাপতি নাঈম রহমান ও সাধারণ সম্পাদক জাহিদ হাসান শুভ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের শৃঙ্খলা ও মর্যাদা পরিপন্থী কার্যকলাপে লিপ্ত হওয়ার অভিযোগে আজহারুল ইসলাম সজিব (সাংগঠনিক সম্পাদক, আব্দুল মালেক উকিল হল শাখা), তৌহিদুল ইসলাম রাফি (উপ-প্রচার সম্পাদক, আব্দুল মালেক উকিল হল শাখা), মো. সোহান হোসেন (ধর্ম বিষয়ক সম্পাদক, আব্দুল মালেক উকিল হল শাখা), জয় প্রকাশ বর্মণ (যুগ্ম—সাধারণ সম্পাদক, ভাষা শহিদ আব্দুস সালাম হল শাখা), রিদুয়ান বিন আজাদ (সাংগঠনিক সম্পাদক, ভাষা শহিদ আব্দুস সালাম হল শাখা), শাহরিয়ার সাকিব (কর্মী, বাংলাদেশ ছাত্রলীগ, নোবিপ্রবি শাখা), হিমেল দাশ (তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, আব্দুল মালেক উকিল হল শাখা) কে স্ব স্ব পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হলো।

একই সঙ্গে পরবর্তীতে তাঁদের কেন স্থায়ী বহিষ্কার করা হবে না, তাঁর লিখিত জবাব সভাপতি সাধারণ সম্পাদককে আগামী ৭ দিনের মধ্যে লিখিত দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

নোবিপ্রবি শাখা ছাত্রলীগের সভাপতি নাঈম রহমান বলেন,‘সিনিয়র জুনিয়র নিয়ে হাতাহাতির ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে কমিটি আমাদের কাছে প্রতিবেদন জমা দিবেন। তদন্তের ভিত্তিতে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

উল্লেখ্য, গত সোমবার (৩ জুন) নোবিপ্রবির বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটরিয়ামে নোবিপ্রবির ব্যবসায় প্রশাসন বিভাগের ২০১৮—১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে এ বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্যিক সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ-পাকিস্তান, শঙ্কায় ভারত

হাসিনা ক্ষমতা ছাড়ার পর দেশ ‘মবের মুল্লুক’: সামিনা লুৎফা

বাংলাদেশের বন্দরে পাকিস্তানের কার্গো জাহাজ, ‘ঐতিহাসিক’ বলা হচ্ছে যে কারণে

পরশুরামে ছুরিকাঘাতে তরুণ নিহত

নির্বাচন সংস্কার কমিশনের সংলাপ শুরু কাল, চলবে পুরো নভেম্বর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত