নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরীতে অতিরিক্ত ভাড়া নিয়ে বাড়াবাড়ির একপর্যায়ে বাস থেকে নামতে গিয়ে চাকার নিচে পা পড়ে রহমত উল্লাহ নামে এক স্কুলশিক্ষক আহত হয়েছেন। এ ঘটনার পর ওই স্কুলশিক্ষকদের উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শনিবার বেলা দেড়টায় নগরীর কোতোয়ালি থানাধীন স্টেশন রোডের মোটেল সৈকতের সামনে এই ঘটনা ঘটে।
আহত শিক্ষক রহমত উল্লাহ নগরীর পাঁচলাইশ এলাকার হাবিবউল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।
জানা যায়, অক্সিজেন এলাকা থেকে বাসে করে পিটিআই যাওয়ার জন্য রহমত উল্লাহ বাসটিতে ওঠেন। এ সময় অক্সিজেন থেকে নিউ মার্কেট ১৭ টাকা দাবি করেন বাসের হেলপার। এটা নিয়ে উভয়ের মধ্যে বাড়াবাড়ি হয়। তর্কাতর্কির একপর্যায়ে স্টেশন রোডের বটতলি এলাকায় তাকে নামতে না দিয়ে নতুন রেলস্টেশন এলাকায় নিয়ে যাওয়া হয়। এ সময় রহমত উল্লাহ চলন্ত বাস থেকে নেমে পড়েন।
শিক্ষকের আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দিন বলেন, আমরা দুর্ঘটনায় আহত রহমত উল্লাহকে থানায় একটি অভিযোগ দেওয়ার জন্য বলেছি। উনি অভিযোগ করলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে এই ঘটনায় আপাতত বাসটি আটক করা হয়েছে বলে জানান ওসি নেজাম।
ঘটনাস্থলে যাওয়া কোতোয়ালি থানার উপপরিদর্শক নয়ন বড়ুয়া বলেন, বাস ভাড়া নিয়ে হেলপারের সঙ্গে প্রথমে কথা-কাটাকাটি হয়েছিল রহমত উল্লাহর। বাড়াবাড়ির একপর্যায়ে পরে তিনি বাস থেকে নামতে যান। নামার সময় অসাবধানতাবশত ওনার পা চাকার নিচে পড়ে গিয়েছিল। পরে তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
চট্টগ্রাম নগরীতে অতিরিক্ত ভাড়া নিয়ে বাড়াবাড়ির একপর্যায়ে বাস থেকে নামতে গিয়ে চাকার নিচে পা পড়ে রহমত উল্লাহ নামে এক স্কুলশিক্ষক আহত হয়েছেন। এ ঘটনার পর ওই স্কুলশিক্ষকদের উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শনিবার বেলা দেড়টায় নগরীর কোতোয়ালি থানাধীন স্টেশন রোডের মোটেল সৈকতের সামনে এই ঘটনা ঘটে।
আহত শিক্ষক রহমত উল্লাহ নগরীর পাঁচলাইশ এলাকার হাবিবউল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।
জানা যায়, অক্সিজেন এলাকা থেকে বাসে করে পিটিআই যাওয়ার জন্য রহমত উল্লাহ বাসটিতে ওঠেন। এ সময় অক্সিজেন থেকে নিউ মার্কেট ১৭ টাকা দাবি করেন বাসের হেলপার। এটা নিয়ে উভয়ের মধ্যে বাড়াবাড়ি হয়। তর্কাতর্কির একপর্যায়ে স্টেশন রোডের বটতলি এলাকায় তাকে নামতে না দিয়ে নতুন রেলস্টেশন এলাকায় নিয়ে যাওয়া হয়। এ সময় রহমত উল্লাহ চলন্ত বাস থেকে নেমে পড়েন।
শিক্ষকের আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দিন বলেন, আমরা দুর্ঘটনায় আহত রহমত উল্লাহকে থানায় একটি অভিযোগ দেওয়ার জন্য বলেছি। উনি অভিযোগ করলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে এই ঘটনায় আপাতত বাসটি আটক করা হয়েছে বলে জানান ওসি নেজাম।
ঘটনাস্থলে যাওয়া কোতোয়ালি থানার উপপরিদর্শক নয়ন বড়ুয়া বলেন, বাস ভাড়া নিয়ে হেলপারের সঙ্গে প্রথমে কথা-কাটাকাটি হয়েছিল রহমত উল্লাহর। বাড়াবাড়ির একপর্যায়ে পরে তিনি বাস থেকে নামতে যান। নামার সময় অসাবধানতাবশত ওনার পা চাকার নিচে পড়ে গিয়েছিল। পরে তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
রাজধানীর আজিমপুরে মেডিকেল স্টাফ কোয়ার্টারের একটি বাসায় দিনদুপুরে ডাকাতিসহ বাচ্চাকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার দুপুরে লালবাগ টাওয়ারের পাশে ফারজানা আক্তার নামের এক নারীর বাসায় এ ঘটনা ঘটে
২ মিনিট আগেবরগুনা সদরের ঘটবাড়িয়া গ্রামের আবদুল লতিফ ফরায়েজীর স্ত্রী জাহানারা বেগমকে (৬০) প্রায় ২৫ বছর পর খুঁজে পেয়েছে তাঁর স্বজনেরা। আজ শুক্রবার দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া বাজার এলাকা থেকে তাঁকে নিয়ে যান স্বজনেরা। ১৯৯৯ সালে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে নিখোঁজ হয়েছিলেন তিনি।
১১ মিনিট আগেসিলেটে ছাত্র-জনতার আন্দোলনে হামলা-গুলির অভিযোগে করা মামলায় সিলেট মহানগর যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২৬ মিনিট আগেকবির বলেন, ‘আমার ছেলে তো কোনো রাজনীতি করত না। কোনো অন্যায় করেনি। তাহলে কেন এভাবে তাকে হত্যা করা হলো? সায়েম দেশের জন্য শহীদ হলেও সরকার থেকে বা অন্য কেউ কোনো খবর নিতে আসেনি।’
৩৭ মিনিট আগে