নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে বিস্ফোরক ও সন্ত্রাস আইনে করা মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি চট্টগ্রামের সাবেক কমান্ডার এরশাদ হোসাইন ওরফে মামুনকে ২০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত এই মামলায় তিন আসামিকে বেকসুর খালাস দেন।
আজ মঙ্গলবার চট্টগ্রাম চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞা নগরের আকবর শাহ থানায় আট বছর আগে করা মামলাটির বিচার শেষে এই রায় দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নোমান চৌধুরী বলেন, আসামি এরশাদ হোসাইনকে ২০ বছর কারাদণ্ড দেওয়ার পাশাপাশি ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে তাঁকে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
তিনি বলেন, চার আসামির বিরুদ্ধে বিস্ফোরক আইনের ৪ ও ৬ ধারায় অভিযোগ ছিল। বিস্ফোরক দ্রব্য যার থেকে উদ্ধার করা হবে তাঁর সাজা অবশ্যই হবে। যেহেতু তিনজনের কাছ থেকে কোনো কিছুই পাওয়া যায়নি তাই তাঁদের বিজ্ঞ আদালত বেকসুর খালাস দিয়েছেন।
এই মামলায় খালাসপ্রাপ্ত আসামিরা হলেন—বুলবুল আহম্মদ সরকার (৩৪), মো. সুজন (৩২) ও মাহাবুবুর রহমান প্রকাশ খোকন (৪৩)।
এর আগে গত ১১ এপ্রিল আলোচিত এই মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। তখন আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেন। পরে আদালত মঙ্গলবার (৯ মে) রায়ের তারিখ ধার্য করেন।
এদিন নির্ধারিত তারিখে রায় প্রচারের আগে সকাল সাড়ে ১১টায় চার আসামিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে পুলিশের কড়া নিরাপত্তার মধ্যে চট্টগ্রাম আদালতে হাজির করা হয়।
মামলার নথিসূত্রে জানা গেছে, ২০১৫ সালে ২৩ মার্চ চট্টগ্রাম নগরের আকবরশাহ থানা এলাকায় মীর আউলিয়া মাজার সংলগ্ন একটি ভাড়া বাসায় গোপন বৈঠকে অভিযান চালায় পুলিশ। পরে বিস্ফোরক দ্রব্য, বোমা তৈরির সরঞ্জাম, জিহাদি বইসহ এরশাদ হোসাইন ওরফে মামুনকে গ্রেপ্তার করে। ওই ঘটনায় আকবর শাহ থানায় এরশাদের নাম উল্লেখ করে ও দুই-তিনজনকে অজ্ঞাতনামা আসামি করে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনে মামলা করেন। মামলার সময় এরশাদ তখন ২০ বছরের তরুণ ছিলেন।
২০১৫ সালের শেষ দিকে নগরের কর্ণফুলী থানায় দায়ের হওয়া পৃথক তিন মামলায় বুলবুল আহমেদ সরকার, মো. সুজন ও মাহাবুবুর রহমান ওরফে খোকনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁদের আকবরশাহ থানায় দায়ের হওয়া মামলাটিতে গ্রেপ্তার দেখানো হয়। ২০১৬ সালের ৮ এপ্রিল চারজনের বিরুদ্ধে বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনে পৃথক অভিযোগ এনে আদালতে সম্পূরক চার্জশিট জমা দেয় আকবরশাহ থানা-পুলিশ।
২০২০ সালের ২৪ নভেম্বর চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন আদালত। গত ২৭ ফেব্রুয়ারি মামলাটির সাক্ষ্যগ্রহণ শেষ হয়।
চট্টগ্রামে বিস্ফোরক ও সন্ত্রাস আইনে করা মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি চট্টগ্রামের সাবেক কমান্ডার এরশাদ হোসাইন ওরফে মামুনকে ২০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত এই মামলায় তিন আসামিকে বেকসুর খালাস দেন।
আজ মঙ্গলবার চট্টগ্রাম চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞা নগরের আকবর শাহ থানায় আট বছর আগে করা মামলাটির বিচার শেষে এই রায় দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নোমান চৌধুরী বলেন, আসামি এরশাদ হোসাইনকে ২০ বছর কারাদণ্ড দেওয়ার পাশাপাশি ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে তাঁকে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
তিনি বলেন, চার আসামির বিরুদ্ধে বিস্ফোরক আইনের ৪ ও ৬ ধারায় অভিযোগ ছিল। বিস্ফোরক দ্রব্য যার থেকে উদ্ধার করা হবে তাঁর সাজা অবশ্যই হবে। যেহেতু তিনজনের কাছ থেকে কোনো কিছুই পাওয়া যায়নি তাই তাঁদের বিজ্ঞ আদালত বেকসুর খালাস দিয়েছেন।
এই মামলায় খালাসপ্রাপ্ত আসামিরা হলেন—বুলবুল আহম্মদ সরকার (৩৪), মো. সুজন (৩২) ও মাহাবুবুর রহমান প্রকাশ খোকন (৪৩)।
এর আগে গত ১১ এপ্রিল আলোচিত এই মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। তখন আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেন। পরে আদালত মঙ্গলবার (৯ মে) রায়ের তারিখ ধার্য করেন।
এদিন নির্ধারিত তারিখে রায় প্রচারের আগে সকাল সাড়ে ১১টায় চার আসামিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে পুলিশের কড়া নিরাপত্তার মধ্যে চট্টগ্রাম আদালতে হাজির করা হয়।
মামলার নথিসূত্রে জানা গেছে, ২০১৫ সালে ২৩ মার্চ চট্টগ্রাম নগরের আকবরশাহ থানা এলাকায় মীর আউলিয়া মাজার সংলগ্ন একটি ভাড়া বাসায় গোপন বৈঠকে অভিযান চালায় পুলিশ। পরে বিস্ফোরক দ্রব্য, বোমা তৈরির সরঞ্জাম, জিহাদি বইসহ এরশাদ হোসাইন ওরফে মামুনকে গ্রেপ্তার করে। ওই ঘটনায় আকবর শাহ থানায় এরশাদের নাম উল্লেখ করে ও দুই-তিনজনকে অজ্ঞাতনামা আসামি করে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনে মামলা করেন। মামলার সময় এরশাদ তখন ২০ বছরের তরুণ ছিলেন।
২০১৫ সালের শেষ দিকে নগরের কর্ণফুলী থানায় দায়ের হওয়া পৃথক তিন মামলায় বুলবুল আহমেদ সরকার, মো. সুজন ও মাহাবুবুর রহমান ওরফে খোকনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁদের আকবরশাহ থানায় দায়ের হওয়া মামলাটিতে গ্রেপ্তার দেখানো হয়। ২০১৬ সালের ৮ এপ্রিল চারজনের বিরুদ্ধে বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনে পৃথক অভিযোগ এনে আদালতে সম্পূরক চার্জশিট জমা দেয় আকবরশাহ থানা-পুলিশ।
২০২০ সালের ২৪ নভেম্বর চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন আদালত। গত ২৭ ফেব্রুয়ারি মামলাটির সাক্ষ্যগ্রহণ শেষ হয়।
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে কলেজছাত্র ইমন হত্যা মামলায় সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মো. আব্দুর রাজ্জাককে টাঙ্গাইলের মির্জাপুর থানায় পাঁচ দিনের রিমান্ডে আনা হয়েছে। আজ শুক্রবার সকালে তাঁকে টাঙ্গাইল কারাগার থেকে থানায় নিয়ে আসে পুলিশ।
১ মিনিট আগেরাজধানীর উত্তরার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ১১ হাজার ৬০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে রাত পর্যন্ত তুরাগের বাউনিয়া, বিমানবন্দরের সিভিল অ্যাভিয়েশনের স্টাফ কোয়ার্টার ও উত্তরা ৯ নম্বর সেক্টর এলাকায় এ অভিযান চালানো হয়।
১০ মিনিট আগেগোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ১০ টাকার একটি চিতই পিঠার সঙ্গে বিনা মূল্যে মিলছে ৩০ রকমের ভর্তা। সুস্বাদু ভর্তার টানে বিকেল থেকে গভীর রাত পর্যন্ত পিঠার দোকানে ভিড় লেগে থাকে। আর ভোজনরসিকেরা পরম তৃপ্তির সঙ্গে পিঠার স্বাদ নেন।
১৩ মিনিট আগেলক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী বাসচাপায় আহনাফ হোসেন (৭) নামের এক শিশু নিহত হয়েছে। আজ শুক্রবার বেলা আড়াইটার দিকে মহাসড়কে জকসিন বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু সদর উপজেলার যাদৈয়া এলাকার সফিকুল আলমের ছেলে।
১৪ মিনিট আগে