চট্টগ্রামে সারবোঝাই লাইটার জাহাজডুবি, নিখোঁজ ১

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৩, ০০: ১৩

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে মাকসুদা-২ নামে সারবোঝাই একটি লাইটার জাহাজ ডুবে গেছে। গতকাল রোববার রাত পৌনে ১০টার দিকে নগরীর সদরঘাটের কর্ণফুলী ড্রাই ডক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

জাহাজটির ১২ জন নাবিক-শ্রমিক নিরাপদে উদ্ধার হলেও সার আমদানিকারক প্রতিষ্ঠানের এক সার্ভেয়ার নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে নৌ-পুলিশ।

সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ বলেন, বহির্নোঙর থেকে আমদানিকৃত সার বোঝাই করে কর্ণফুলী নদীতে প্রবেশের সময় নদীর মাঝখানে ‘মাকসুদা-২’ নামের একটি লাইটার ডুবে গেছে। এতে একজন নিখোঁজ রয়েছেন বলে জানতে পেরেছি।’ খবর পেয়ে নৌ-পুলিশ উদ্ধার অভিযান শুরু করে। তবে আমাদের আগেই জাহাজের লোকজন স্থানীয় নৌকার সহযোগিতায় উদ্ধার হয়। 

তবে উদ্ধার হওয়া নাবিকদের ভাষ্যমতে, জাহাজটিতে একজন সার্ভেয়ার ছিলেন, যিনি আমদানিকারকের পক্ষে জাহাজের আমদানিপণ্য সার্ভে করেন। তবে তাঁর নাম-পরিচয় জানা যায়নি। তাঁকে উদ্ধারে অভিযান চলছে। জাহাজটি মাঝ নদীতে ডুবেছে। এ কারণে কর্ণফুলী নদীতে অন্য জাহাজ চলাচলে যাতে কোনো ব্যাঘাত না ঘটে সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে। বন্দরের সহযোগিতায় বন্দর কর্তৃপক্ষের উদ্ধারকারী জাহাজ ‘কাণ্ডারী-৯’-এর মাধ্যমে দুর্ঘটনাস্থলে বয়া বসানো হয়েছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও কর্ণফুলী এক্সপ্রেসের কর্মকর্তা মো. খাইরুল ইসলাম বলেন, ‘রাত পৌনে ১০টার দিকে পণ্যবোঝাই জাহাজটি ধীরে ধীরে ডুবে যেতে দেখা যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জাহাজের তলা ফুটো হয়ে যাওয়ায় পানির নিচে তলিয়ে গেছে। ডুবে যাওয়ার আগেই জাহাজে থাকা কয়েকজন ইঞ্জিনচালিত একটা বোটে উঠে যান এবং একজন সাঁতার কেটে তীরে উঠেছেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্য সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ–পাকিস্তান, শঙ্কায় ভারত

হাসিনা ক্ষমতা ছাড়ার পর দেশ ‘মবের মুল্লুক’: সামিনা লুৎফা

অধিকৃত অঞ্চলে প্রাকৃতিক সম্পদের সার্বভৌম মালিকানা ফিলিস্তিনিদের, জাতিসংঘে প্রস্তাব পাস

গাজীপুরে বেতন পেলেন ৫ কারখানার সাড়ে ৩ হাজার শ্রমিক, কাজে যোগ দেবে কাল

বিসিএস নিয়োগ: নিজেই রাজনৈতিক সম্পৃক্ততার তথ্য দিয়ে ফেঁসে যাচ্ছেন অনেকে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত