নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে মাকসুদা-২ নামে সারবোঝাই একটি লাইটার জাহাজ ডুবে গেছে। গতকাল রোববার রাত পৌনে ১০টার দিকে নগরীর সদরঘাটের কর্ণফুলী ড্রাই ডক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জাহাজটির ১২ জন নাবিক-শ্রমিক নিরাপদে উদ্ধার হলেও সার আমদানিকারক প্রতিষ্ঠানের এক সার্ভেয়ার নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে নৌ-পুলিশ।
সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ বলেন, বহির্নোঙর থেকে আমদানিকৃত সার বোঝাই করে কর্ণফুলী নদীতে প্রবেশের সময় নদীর মাঝখানে ‘মাকসুদা-২’ নামের একটি লাইটার ডুবে গেছে। এতে একজন নিখোঁজ রয়েছেন বলে জানতে পেরেছি।’ খবর পেয়ে নৌ-পুলিশ উদ্ধার অভিযান শুরু করে। তবে আমাদের আগেই জাহাজের লোকজন স্থানীয় নৌকার সহযোগিতায় উদ্ধার হয়।
তবে উদ্ধার হওয়া নাবিকদের ভাষ্যমতে, জাহাজটিতে একজন সার্ভেয়ার ছিলেন, যিনি আমদানিকারকের পক্ষে জাহাজের আমদানিপণ্য সার্ভে করেন। তবে তাঁর নাম-পরিচয় জানা যায়নি। তাঁকে উদ্ধারে অভিযান চলছে। জাহাজটি মাঝ নদীতে ডুবেছে। এ কারণে কর্ণফুলী নদীতে অন্য জাহাজ চলাচলে যাতে কোনো ব্যাঘাত না ঘটে সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে। বন্দরের সহযোগিতায় বন্দর কর্তৃপক্ষের উদ্ধারকারী জাহাজ ‘কাণ্ডারী-৯’-এর মাধ্যমে দুর্ঘটনাস্থলে বয়া বসানো হয়েছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও কর্ণফুলী এক্সপ্রেসের কর্মকর্তা মো. খাইরুল ইসলাম বলেন, ‘রাত পৌনে ১০টার দিকে পণ্যবোঝাই জাহাজটি ধীরে ধীরে ডুবে যেতে দেখা যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জাহাজের তলা ফুটো হয়ে যাওয়ায় পানির নিচে তলিয়ে গেছে। ডুবে যাওয়ার আগেই জাহাজে থাকা কয়েকজন ইঞ্জিনচালিত একটা বোটে উঠে যান এবং একজন সাঁতার কেটে তীরে উঠেছেন।
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে মাকসুদা-২ নামে সারবোঝাই একটি লাইটার জাহাজ ডুবে গেছে। গতকাল রোববার রাত পৌনে ১০টার দিকে নগরীর সদরঘাটের কর্ণফুলী ড্রাই ডক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জাহাজটির ১২ জন নাবিক-শ্রমিক নিরাপদে উদ্ধার হলেও সার আমদানিকারক প্রতিষ্ঠানের এক সার্ভেয়ার নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে নৌ-পুলিশ।
সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ বলেন, বহির্নোঙর থেকে আমদানিকৃত সার বোঝাই করে কর্ণফুলী নদীতে প্রবেশের সময় নদীর মাঝখানে ‘মাকসুদা-২’ নামের একটি লাইটার ডুবে গেছে। এতে একজন নিখোঁজ রয়েছেন বলে জানতে পেরেছি।’ খবর পেয়ে নৌ-পুলিশ উদ্ধার অভিযান শুরু করে। তবে আমাদের আগেই জাহাজের লোকজন স্থানীয় নৌকার সহযোগিতায় উদ্ধার হয়।
তবে উদ্ধার হওয়া নাবিকদের ভাষ্যমতে, জাহাজটিতে একজন সার্ভেয়ার ছিলেন, যিনি আমদানিকারকের পক্ষে জাহাজের আমদানিপণ্য সার্ভে করেন। তবে তাঁর নাম-পরিচয় জানা যায়নি। তাঁকে উদ্ধারে অভিযান চলছে। জাহাজটি মাঝ নদীতে ডুবেছে। এ কারণে কর্ণফুলী নদীতে অন্য জাহাজ চলাচলে যাতে কোনো ব্যাঘাত না ঘটে সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে। বন্দরের সহযোগিতায় বন্দর কর্তৃপক্ষের উদ্ধারকারী জাহাজ ‘কাণ্ডারী-৯’-এর মাধ্যমে দুর্ঘটনাস্থলে বয়া বসানো হয়েছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও কর্ণফুলী এক্সপ্রেসের কর্মকর্তা মো. খাইরুল ইসলাম বলেন, ‘রাত পৌনে ১০টার দিকে পণ্যবোঝাই জাহাজটি ধীরে ধীরে ডুবে যেতে দেখা যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জাহাজের তলা ফুটো হয়ে যাওয়ায় পানির নিচে তলিয়ে গেছে। ডুবে যাওয়ার আগেই জাহাজে থাকা কয়েকজন ইঞ্জিনচালিত একটা বোটে উঠে যান এবং একজন সাঁতার কেটে তীরে উঠেছেন।
খুলনায় অগ্নিকাণ্ডে একটি পাটের বস্তার গোডাউনসহ ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার রাতে নগরীর বড় বাজারের বার্মাশীল এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
৪ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিহত আবদুল্লাহকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় বেনাপোল পৌর বল ফিল্ড মাঠে গার্ড অব অনার শেষে পাশের বড় আঁচড়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।
২১ মিনিট আগেপাবনার চাটমোহরে নিখোঁজের ২৪ ঘণ্টা পর গোলজার হোসেন (৫৩) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার বিলচলন ইউনিয়নের খলিশাগাড়ী বিলের কাজীর নালা থেকে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
২৫ মিনিট আগেঘন কুয়াশার কারণে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামায় বিঘ্ন ঘটছে। আজ শুক্রবার ভোর থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়ে রানওয়ে।
২৮ মিনিট আগে