ম্যাজিস্ট্রেটকে দেখে কাজ ফেলে পালালেন বেকারির কর্মচারীরা

সীতাকুণ্ড (চট্টগ্রাম), প্রতিনিধি
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৪, ২২: ১৫
চট্টগ্রামের সীতাকুণ্ডের শুকলাল হাট বাজার সংলগ্ন আজমির বেকারিতে অভিযানে পুলিশ ও প্রশাসনের লোকজন। ছবি: আজকের পত্রিকা

কারখানার ভেতরে আবর্জনায় ভরা। দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে চারপাশে। ছিটিয়ে রাখা হয়েছে তৈরি করা বিভিন্ন খাদ্যপণ্য। এমন অস্বাস্থ্যকর পরিবেশে যখন খাদ্যপণ্য প্রক্রিয়াজাতের কাজ চলছিল তখন পুলিশ নিয়ে উপস্থিত হলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তাঁদের উপস্থিতি টের পেতেই কাজ ফেলে পালিয়ে গেলেন বেকারির কর্মচারীরা। আজ সোমবার বিকেলে চট্টগ্রামের সীতাকুণ্ডের শুকলাল হাট বাজার সংলগ্ন আজমির বেকারিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালে এই ঘটনা ঘটে।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম রফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান, নিরাপদ খাদ্য পরিদর্শক শংকর প্রসাদ বিশ্বাসসহ পুলিশের বিভিন্ন সদস্য।

ইউএনও কে এম রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, বেকারিটিতে একেবারেই অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি করা হচ্ছিল। কারখানার মেঝে ও নোংরা আবর্জনা যুক্ত জায়গায় খোলা অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে বেকারির খাদ্য পণ্য। কারখানার ভেতরে ফেলে রাখা বেশ কিছু খাদ্যপণ্যের ওপর শ্যাওলা পড়ে গেছে। আর দোকান কর্মচারীরা অস্বাস্থ্যকর পরিবেশে ছড়িয়ে ছিটিয়ে রাখা সেসব খাদ্যপূর্ণ প্রক্রিয়াজাতকরণের কাজ করছিলেন। তাঁরা আমার উপস্থিতি টের পেতেই দৌড়ে পালিয়ে যান।

ইউএনও রফিকুল ইসলাম আরও বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপূর্ণ তৈরির দায়ে বেকারি মালিকের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কারখানা বন্ধ রাখতেও নির্দেশ দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত