থানচি (বান্দরবান) প্রতিনিধি
বান্দরবানে থানচি উপজেলা ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বৌদ্ধধর্মাবলম্বীদের শুভ মধুপূর্ণিমা উদ্যাপিত হচ্ছে। আজ মঙ্গলবার সকাল থেকে দিনটি উপলক্ষে থানচি হেডম্যান পাড়া বৌদ্ধবিহারসহ বিভিন্ন বৌদ্ধবিহারে নানা কর্মসূচি পালন করা হয়।
এ সময় বুদ্ধ পূজা, প্রদীপ পূজা, ফুল পূজা, ভিক্ষুসংঘের উদ্দেশে মধুদান, সংঘদান, আই পরিষ্কারদান, কঠিন চীবরদান, ফলমূল ও পানীয়দান, ভিক্ষুদের পিন্ডদানসহ সন্ধ্যায় প্রদীপ প্রজ্বালন ও আকাশপ্রদীপ (ফানুস) ওড়ানো হবে।
উপজেলার ২৮টি বৌদ্ধবিহারে পৃথকভাবে দিনব্যাপী মধুপূর্ণিমা উদ্যাপন করেন বৌদ্ধধর্মাবলম্বীরা। এ উপলক্ষে মঙ্গলবার সকাল থেকে বৌদ্ধধর্মাবলম্বীরা থানচিতে বিভিন্ন বৌদ্ধবিহারে ভিক্ষুসংঘ থেকে অষ্টম শীল গ্রহণ, বুদ্ধ পূজা, মধুদান, ধ্যানচর্চা, বিশ্ব শান্তি কামনা, প্রদীপ প্রজ্বালন ও প্রার্থনার জন্য জড়ো হন।
শত শত বৌদ্ধধর্মাবলম্বী বৌদ্ধবিহারে গিয়ে পুণ্য লাভের আশায় ভিক্ষুদের মধুদানের পাশাপাশি বিভিন্ন ফলমূল, মধুমিশ্রিত পায়েস ও ছোয়াই (খাবার) দান করেন। চলতি বছরে ভারী ও অবিরাম বৃষ্টিতে জুমের ধান ও অন্যান্য সাথি ফসলের ক্ষতি থেকে মানবজাতিকে পরিত্রাণ এবং দেশের মানুষের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা ও ধর্মদেশনা করেন। এ সময় সব মানবের উদ্দেশে পার্বত্য ভিক্ষু পরিষদের থানচি উপজেলা শাখার সভাপতি উ ইউসারাদা মহাথের ও সাধারণ সম্পাদক গাইন্দামানা মহাথের ধর্মদেশনা দেন।
এ ছাড়া সন্ধ্যায় পূজনীয় ভিক্ষুসংঘের উদ্দেশে সংঘদান, অষ্ট পরিষ্কারদান ও হাজার প্রদীপ প্রজ্বালনসহ নানা কর্মসূচি পালন করা হয়েছে।
মধুপূর্ণিমা বৌদ্ধদের অন্যতম একটি ধর্মীয় উৎসব। এ দিনটি বৌদ্ধ ইতিহাসে একটি ঐতিহাসিক ও তাৎপর্যময় দিন। ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে এ উৎসব পালন করা হয়।
বান্দরবানে থানচি উপজেলা ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বৌদ্ধধর্মাবলম্বীদের শুভ মধুপূর্ণিমা উদ্যাপিত হচ্ছে। আজ মঙ্গলবার সকাল থেকে দিনটি উপলক্ষে থানচি হেডম্যান পাড়া বৌদ্ধবিহারসহ বিভিন্ন বৌদ্ধবিহারে নানা কর্মসূচি পালন করা হয়।
এ সময় বুদ্ধ পূজা, প্রদীপ পূজা, ফুল পূজা, ভিক্ষুসংঘের উদ্দেশে মধুদান, সংঘদান, আই পরিষ্কারদান, কঠিন চীবরদান, ফলমূল ও পানীয়দান, ভিক্ষুদের পিন্ডদানসহ সন্ধ্যায় প্রদীপ প্রজ্বালন ও আকাশপ্রদীপ (ফানুস) ওড়ানো হবে।
উপজেলার ২৮টি বৌদ্ধবিহারে পৃথকভাবে দিনব্যাপী মধুপূর্ণিমা উদ্যাপন করেন বৌদ্ধধর্মাবলম্বীরা। এ উপলক্ষে মঙ্গলবার সকাল থেকে বৌদ্ধধর্মাবলম্বীরা থানচিতে বিভিন্ন বৌদ্ধবিহারে ভিক্ষুসংঘ থেকে অষ্টম শীল গ্রহণ, বুদ্ধ পূজা, মধুদান, ধ্যানচর্চা, বিশ্ব শান্তি কামনা, প্রদীপ প্রজ্বালন ও প্রার্থনার জন্য জড়ো হন।
শত শত বৌদ্ধধর্মাবলম্বী বৌদ্ধবিহারে গিয়ে পুণ্য লাভের আশায় ভিক্ষুদের মধুদানের পাশাপাশি বিভিন্ন ফলমূল, মধুমিশ্রিত পায়েস ও ছোয়াই (খাবার) দান করেন। চলতি বছরে ভারী ও অবিরাম বৃষ্টিতে জুমের ধান ও অন্যান্য সাথি ফসলের ক্ষতি থেকে মানবজাতিকে পরিত্রাণ এবং দেশের মানুষের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা ও ধর্মদেশনা করেন। এ সময় সব মানবের উদ্দেশে পার্বত্য ভিক্ষু পরিষদের থানচি উপজেলা শাখার সভাপতি উ ইউসারাদা মহাথের ও সাধারণ সম্পাদক গাইন্দামানা মহাথের ধর্মদেশনা দেন।
এ ছাড়া সন্ধ্যায় পূজনীয় ভিক্ষুসংঘের উদ্দেশে সংঘদান, অষ্ট পরিষ্কারদান ও হাজার প্রদীপ প্রজ্বালনসহ নানা কর্মসূচি পালন করা হয়েছে।
মধুপূর্ণিমা বৌদ্ধদের অন্যতম একটি ধর্মীয় উৎসব। এ দিনটি বৌদ্ধ ইতিহাসে একটি ঐতিহাসিক ও তাৎপর্যময় দিন। ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে এ উৎসব পালন করা হয়।
গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানার হাজতখানার ভেতরে আপসের শর্তে বাদী ও আসামির টাকা লেনদেনের ভিডিও নিয়ে মহানগর পুলিশে তোলপাড় সৃষ্টি হয়েছে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত এক কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া দায়িত্বে অবহেলার কারণে মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ ও বদলি এবং ডিউটি অফিসারকে শোকজ করা হয়েছ
১৪ মিনিট আগেরাজধানীর হাজারীবাগের ট্যানারিগুলোকে সাভারের হেমায়েতপুরের চামড়া শিল্পনগরে স্থানান্তর করা হয়েছে প্রায় সাত বছর আগে। কিন্তু ট্যানারির দূষণ এখনো রয়ে গেছে হাজারীবাগে। ওই এলাকায় চামড়া প্রক্রিয়াজাত করতে ব্যবহৃত রাসায়নিকের উৎকট গন্ধ আর খালে প্রবাহিত ট্যানারি বর্জ্য জনজীবনকে দুর্বিষহ করে তুলছে।
১৫ মিনিট আগেপিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের শিয়ালকাঠী গ্রামে লোকালয়ে গড়ে ওঠা একটি খামারের কারণে হুমকিতে পড়েছে জনস্বাস্থ্য। গরু, ছাগল ও মুরগির সমন্বয়ে খামারটি করেছেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক অ্যাডভোকেট শহীদুল হক খান পান্না।
১৫ মিনিট আগেবাংলাদেশ থেকে বিভিন্ন দেশে অভিবাসন, শিক্ষা ও কর্মসংস্থানের লক্ষ্যে যাত্রা করা নাগরিকদের সংখ্যা ক্রমেই বাড়ছে। ইউরোপীয় বিভিন্ন দেশের কনস্যুলেট এবং দূতাবাস কার্যক্রম না থাকায় নাগরিকদের অন্য দেশ অভিমুখী হতে হচ্ছে।
১ ঘণ্টা আগে