কুষ্টিয়া প্রতিনিধি
৭২ ঘণ্টার মধ্যে কুষ্টিয়া জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষণার দাবি জানিয়েছেন পদবঞ্চিত ও ত্যাগী নেতারা। অন্যথায় বৃহত্তর আন্দোলন কর্মসূচির ডাক দেওয়ার হুমকি দিয়েছেন তাঁরা।
গত সোমবার ৩১ সদস্যবিশিষ্ট এই পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির অনুমোদন দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এর আগে ২৫ সেপ্টেম্বর কুতুব উদ্দিন আহমেদকে আহ্বায়ক ও প্রকৌশলী জাকির হোসেন সরকারকে সদস্যসচিব করে দুই সদস্যবিশিষ্ট জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
জানা গেছে, সদ্য ঘোষিত পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পদবঞ্চিতরা ও ত্যাগী নেতা-কর্মীরা। আজ বুধবার বেলা ১১টায় পাবলিক লাইব্রেরি মাঠ থেকে কর্মসূচি শুরু হয়। সেখানে সমাবেশে পদবঞ্চিত নেতারা বিএনপির নবগঠিত কুতুব উদ্দিন ও জাকির সরকারের কমিটি বাতিল করে পুনরায় নতুন কমিটি ঘোষণার ৭২ ঘণ্টার আলটিমেটাম দেন। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণারও হুঁশিয়ারি দেন তাঁরা।
জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট শামিমুল হাসান অপুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজল মাজমাদার, আব্দুর রাজ্জাক বাচ্চু, মিরাজুল ইসলাম রিন্টু, সহসম্পাদক নুরুজ্জামান হাবলু মোল্লাসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। সমাবেশ শেষে কমিটি বাতিলের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মজমপুরে শেষ হয়। বিক্ষোভ মিছিলে নারী-পুরুষ অংশগ্রহণ করে। এ সময় বিএনপির পদবঞ্চিত ও ত্যাগী নেতা-কর্মীরা ট্রাফিক আইল্যান্ডের ওপর অবস্থান নিলে সেখানে রাস্তার দুই পাশে যানজটের সৃষ্টি হয়।
জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট শামিমুল হাসান অপু অভিযোগ করে বলেন, ‘কমিটিতে প্রকৃতপক্ষে ত্যাগী, পরীক্ষিত, জেল, জুলুম সহ্য করেছে—এমন নেতা-কর্মীদের রাখা হয়নি। অযোগ্য, আজ্ঞাবহ কুতুব-জাকির সরকারের পকেটের লোক যাঁদের কুষ্টিয়ার মাটিতে কোনো রাজনৈতিক অবস্থান নেই, তাঁদের নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে এমন মানুষ রয়েছে যাদের ১৫ বছর কেউ রাজনীতির মাঠেই দেখেনি। যে কমিটিতে কুষ্টিয়ার গণমানুষের কোনো প্রতিফলন নেই, নেতা-কর্মীদের চাওয়া-পাওয়ার সঙ্গে অসংগতিপূর্ণ, সেই কমিটি বাতিল করে কুষ্টিয়ার ত্যাগী নেতা-কর্মী এবং গণমানুষের জন্য নতুন একটি কমিটি উপহার দেওয়ার জন্য আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে জোর দাবি জানাচ্ছি।’
এ বিষয়ে জেলা বিএনপির সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, ‘আন্দোলন সংগ্রামে প্রত্যেকটি নেতা-কর্মীর ত্যাগ রয়েছে। জুলুম-নির্যাতন সহ্য করেছে সবাই। আসলে আহ্বায়ক কমিটির লিমিট ৩১ সদস্যবিশিষ্ট। যদিও আমরা বলেছিলাম ৪১ সদস্য করার জন্য, তাতে আরও কয়েকজনকে যুক্ত করা যেত। তারপরও কেন্দ্রে কথা বলছি। ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠনের সময় যাঁদের ত্যাগ-তিতিক্ষা রয়েছে, বিচার-বিশ্লেষণ করে তাঁদের অবশ্যই কমিটিতে রাখা হবে।’
৭২ ঘণ্টার মধ্যে কুষ্টিয়া জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষণার দাবি জানিয়েছেন পদবঞ্চিত ও ত্যাগী নেতারা। অন্যথায় বৃহত্তর আন্দোলন কর্মসূচির ডাক দেওয়ার হুমকি দিয়েছেন তাঁরা।
গত সোমবার ৩১ সদস্যবিশিষ্ট এই পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির অনুমোদন দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এর আগে ২৫ সেপ্টেম্বর কুতুব উদ্দিন আহমেদকে আহ্বায়ক ও প্রকৌশলী জাকির হোসেন সরকারকে সদস্যসচিব করে দুই সদস্যবিশিষ্ট জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
জানা গেছে, সদ্য ঘোষিত পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পদবঞ্চিতরা ও ত্যাগী নেতা-কর্মীরা। আজ বুধবার বেলা ১১টায় পাবলিক লাইব্রেরি মাঠ থেকে কর্মসূচি শুরু হয়। সেখানে সমাবেশে পদবঞ্চিত নেতারা বিএনপির নবগঠিত কুতুব উদ্দিন ও জাকির সরকারের কমিটি বাতিল করে পুনরায় নতুন কমিটি ঘোষণার ৭২ ঘণ্টার আলটিমেটাম দেন। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণারও হুঁশিয়ারি দেন তাঁরা।
জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট শামিমুল হাসান অপুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজল মাজমাদার, আব্দুর রাজ্জাক বাচ্চু, মিরাজুল ইসলাম রিন্টু, সহসম্পাদক নুরুজ্জামান হাবলু মোল্লাসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। সমাবেশ শেষে কমিটি বাতিলের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মজমপুরে শেষ হয়। বিক্ষোভ মিছিলে নারী-পুরুষ অংশগ্রহণ করে। এ সময় বিএনপির পদবঞ্চিত ও ত্যাগী নেতা-কর্মীরা ট্রাফিক আইল্যান্ডের ওপর অবস্থান নিলে সেখানে রাস্তার দুই পাশে যানজটের সৃষ্টি হয়।
জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট শামিমুল হাসান অপু অভিযোগ করে বলেন, ‘কমিটিতে প্রকৃতপক্ষে ত্যাগী, পরীক্ষিত, জেল, জুলুম সহ্য করেছে—এমন নেতা-কর্মীদের রাখা হয়নি। অযোগ্য, আজ্ঞাবহ কুতুব-জাকির সরকারের পকেটের লোক যাঁদের কুষ্টিয়ার মাটিতে কোনো রাজনৈতিক অবস্থান নেই, তাঁদের নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে এমন মানুষ রয়েছে যাদের ১৫ বছর কেউ রাজনীতির মাঠেই দেখেনি। যে কমিটিতে কুষ্টিয়ার গণমানুষের কোনো প্রতিফলন নেই, নেতা-কর্মীদের চাওয়া-পাওয়ার সঙ্গে অসংগতিপূর্ণ, সেই কমিটি বাতিল করে কুষ্টিয়ার ত্যাগী নেতা-কর্মী এবং গণমানুষের জন্য নতুন একটি কমিটি উপহার দেওয়ার জন্য আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে জোর দাবি জানাচ্ছি।’
এ বিষয়ে জেলা বিএনপির সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, ‘আন্দোলন সংগ্রামে প্রত্যেকটি নেতা-কর্মীর ত্যাগ রয়েছে। জুলুম-নির্যাতন সহ্য করেছে সবাই। আসলে আহ্বায়ক কমিটির লিমিট ৩১ সদস্যবিশিষ্ট। যদিও আমরা বলেছিলাম ৪১ সদস্য করার জন্য, তাতে আরও কয়েকজনকে যুক্ত করা যেত। তারপরও কেন্দ্রে কথা বলছি। ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠনের সময় যাঁদের ত্যাগ-তিতিক্ষা রয়েছে, বিচার-বিশ্লেষণ করে তাঁদের অবশ্যই কমিটিতে রাখা হবে।’
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল-৩ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৪ ঘণ্টা আগেনড়াইলের কালিয়া উপজেলার ধানখেত থেকে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সন্ধ্যার দিকে নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের ধানখেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
৮ ঘণ্টা আগেঝিনাইদহ সদর উপজেলার শিকারপুর গ্রামের পুকুর থেকে এক মাদ্রাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় তার এক সহপাঠীকে আটক করেছে পুলিশ।
৮ ঘণ্টা আগেসুনামগঞ্জের জগন্নাথপুরে পৃথক দুটি হত্যা মামলায় দুই শিশুসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার তাঁদের সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গতকাপল বুধবার রাতে তাঁদের পৃথক এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
৯ ঘণ্টা আগে