নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট এলাকায় সড়ক ও ফুটপাত হকারমুক্ত করতে অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। আজ বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।
সকাল ১০টা থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়ে বিকেল পর্যন্ত চলে। অভিযানে ২০০ পুলিশ, ৩০ র্যাব সদস্য, ২০০ শ্রমিকসহ বিপুলসংখ্যক চসিকের নিজস্ব নিরাপত্তাকর্মী ও আনসার সদস্যরা অংশ নেয়।
এদিকে অভিযানের বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে চট্টগ্রাম ফুটপাত হকার সমিতির সভাপতি নুরুল আলম লেদু আজকের পত্রিকাকে বলেন, ‘স্বাধীনতার পর থেকে ফুটপাতে ব্যবসা করে আসছি। আজ ৫-৬ হাজার হকারের রুটি–রুজিতে আঘাত এসেছে। পুনর্বাসনের দাবি আমাদের পক্ষ থেকে সব সময় ছিল। তা না করে এ ধরনের উচ্ছেদ আমাদের বেকার করে দিয়েছে।’
এ বিষয়ে চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট রেজাউল করিম বলেন, ‘সকাল থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়ে চলে বিকেল পর্যন্ত। বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য অভিযানে সহায়তা করছে। উচ্ছেদের পর এলাকাটি নজরদারিতে রাখা হবে, যাতে ফের দখল না হয়।’ একই সঙ্গে নিরাপত্তা বেষ্টনী দেওয়ার কথাও জানান এ ম্যাজিস্ট্রেট।
চসিক মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম বলেন, ‘পথচারীদের চলাচলে বিঘ্ন ও যানজট সৃষ্টি করে গড়ে তোলা দোকানপাট উচ্ছেদে ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে আজকের উচ্ছেদ অভিযান।’ জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট এলাকায় সড়ক ও ফুটপাত হকারমুক্ত করতে অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। আজ বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।
সকাল ১০টা থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়ে বিকেল পর্যন্ত চলে। অভিযানে ২০০ পুলিশ, ৩০ র্যাব সদস্য, ২০০ শ্রমিকসহ বিপুলসংখ্যক চসিকের নিজস্ব নিরাপত্তাকর্মী ও আনসার সদস্যরা অংশ নেয়।
এদিকে অভিযানের বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে চট্টগ্রাম ফুটপাত হকার সমিতির সভাপতি নুরুল আলম লেদু আজকের পত্রিকাকে বলেন, ‘স্বাধীনতার পর থেকে ফুটপাতে ব্যবসা করে আসছি। আজ ৫-৬ হাজার হকারের রুটি–রুজিতে আঘাত এসেছে। পুনর্বাসনের দাবি আমাদের পক্ষ থেকে সব সময় ছিল। তা না করে এ ধরনের উচ্ছেদ আমাদের বেকার করে দিয়েছে।’
এ বিষয়ে চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট রেজাউল করিম বলেন, ‘সকাল থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়ে চলে বিকেল পর্যন্ত। বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য অভিযানে সহায়তা করছে। উচ্ছেদের পর এলাকাটি নজরদারিতে রাখা হবে, যাতে ফের দখল না হয়।’ একই সঙ্গে নিরাপত্তা বেষ্টনী দেওয়ার কথাও জানান এ ম্যাজিস্ট্রেট।
চসিক মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম বলেন, ‘পথচারীদের চলাচলে বিঘ্ন ও যানজট সৃষ্টি করে গড়ে তোলা দোকানপাট উচ্ছেদে ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে আজকের উচ্ছেদ অভিযান।’ জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
বাড়ির আঙিনায় বেড়া দেওয়া নিয়ে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় শ্যালকের শাবলের আঘাতে দুলাভাইয়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার পৌরশহরের কালিনগর মহল্লায় এ ঘটনা ঘটে। শুক্রবার সকালে অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
২ মিনিট আগেগাইবান্ধার গোবিন্দগঞ্জে দোকানে সিগারেট না পেয়ে ছুরিকাঘাতে বিএনপি-জামায়াতের ৬ নেতা-কর্মীকে আহত করার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা মারুফ হাসানের বিরুদ্ধে। ঘটনাস্থল থেকে অভিযুক্তকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার পৌর শহরের চৌমাথা মোড়ে এ ঘটনা ঘটে।
৮ মিনিট আগেযশোর হর্টিকালচার সেন্টারে বিক্রির তালিকায় থাকা সব গাছ সেন্টারে নেই। উদ্যানে নিজস্বভাবে চারা উৎপাদনের জন্য ‘রিভলভিং’ ফান্ডের মাধ্যমে অর্থ বরাদ্দ দেওয়া থাকলেও সেটি করা হচ্ছে না। চারা উৎপাদন না করে বাইরে থেকে কম দামে মানহীন চারা এনে উদ্যানে রেখে বিক্রি করা হচ্ছে। সেন্টারে একটি ভার্মি কম্পোস্ট প্ল্যান্ট
১ ঘণ্টা আগেচট্টগ্রামের রাউজানে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় মাসুদ নামের এক পথচারী গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে