মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। রোববার (৭ জানুয়ারি) উপজেলার ১৬ ইউনিয়ন ও দুটি পৌরসভার ১০৬টি কেন্দ্রে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হওয়ার পর সকালে বিভিন্ন কেন্দ্রে পুরুষ এবং মহিলা ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কমতে থাকে।
সকালে বড়তাকিয়া যাহেদিয়া মাদ্রাসা কেন্দ্রে সকাল সাড়ে ৯টায় গিয়ে দেখা যায়, ৯টি বুথে ৪ হাজার ৭২৬ ভোটের মধ্যে প্রায় ৪০০ ভোট গ্রহণ হয়। এ কেন্দ্রে সকল প্রার্থীর এজেন্ট উপস্থিত ছিলেন।
সকাল পৌনে ১০টায় খইয়াছড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটার উপস্থিতি একদম কম। এ কেন্দ্রে ৬টি বুথে মোট ভোটার ৩ হাজার ১৪৬। পৌনে দশটায় ভোট পড়েছে প্রায় দেড় শতাধিক।
সকাল ১০টায় কবির মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, ১০টি বুথের মোট ভোট পড়েছে ৮৮৫টি। এ কেন্দ্রে পুরুষ ভোটারের নারী ভোটারের উপস্থিতি বেশি ছিল। ভোটার আনা-নেওয়া নিয়ে এ কেন্দ্রে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরবর্তীতে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
সকাল ১০টা ২০ মিনিটে মিরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, ৮টি বুথে মোট ভোটার ৩ হাজার ৭৯১ জন। ভোট সংগ্রহ হয়েছে সাড়ে ৫০০। এই কেন্দ্রে চেয়ার প্রতীক ও হাতপাখা প্রতীকের এজেন্ট ছিল না।
বেলা ১১টা ৫০ মিনিটে বড় কমলদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, মোট ৬টি বুথে ৩ হাজার ১১০ ভোটার এর মধ্যে ভোট দিয়েছেন ১৩ ভাগ। ভোটাধিকার প্রয়োগ করেন ৩৬৮ জন।
বেলা সাড়ে ১১টায় দমদমা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে জানা যায়, এই কেন্দ্রে মোট ভোটার ৫ হাজার ২৯৬ জন। ১০টি বুথে মোট ভোট পড়েছে ১০০টি।
বেলা পৌনে ১২টায় হাইতকান্দি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটার উপস্থিতি একদম শূন্য। এ কেন্দ্রে ৮টি বুথের মধ্যে মোট ভোটার ৩৭৬৮। সকাল ১০টা পর্যন্ত সংগ্রহ হয়েছে ৪৪৬টি। দুপুর সাড়ে ১২টায় কমর আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে ভোটার উপস্থিতি দেখা যায়নি। দুপুর ১২টা পর্যন্ত ৩১৯১ ভোটের মধ্যে সংগ্রহ হয় ২১ শতাংশ। এ কেন্দ্রে নৌকা, একতারা, টেলিভিশন ছাড়া অন্য কোনো প্রার্থীর এজেন্ট পাওয়া যায়নি।
কেন্দ্রের দায়িত্বে থাকা ইরফান আল করিম বলেন, ‘সকাল থেকে কেন্দ্রে ভোটার উপস্থিতি ভালো ছিল। দুপুর হওয়াতে একটু কমে গেছে।’
বাঁশখালী সরকারি প্রাথমিক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী মো. গিয়াস উদ্দিনের এজেন্ট মেহেদী হাসান নয়ন দুপুর ১টায় অভিযোগ করেন, ‘নৌকা প্রার্থীর লোকজন আমাদের মারধর করে কেন্দ্র থেকে বের করে দিয়েছেন। প্রকাশ্যে নৌকায় সিল মারার জন্য ভোটারদের বাধ্য করছেন। আমাদের সমর্থকদের ওপর হামলা করছে। আমরা ভোট বর্জন করেছি।’
সকালে মিঠাছরা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দায়িত্বরত স্বতন্ত্র প্রার্থী মো. গিয়াস উদ্দিনের ঈগল প্রতীকের এজেন্ট নাহিদ হোসেনকে একটি বাড়িতে বন্দী করে রাখার অভিযোগ পাওয়া যায়। পরবর্তীতে মো. গিয়াস উদ্দিন পুলিশ নিয়ে ওই এজেন্টকে উদ্ধার করে নিয়ে আসেন।
সকালে ৮ নম্বর দুর্গাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে ভোট কেন্দ্রে যাওয়ার সময় স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিনের সমর্থক কমল দে নামে একজনের ওপর নৌকা সমর্থকেরা কর্তৃক হামলার ঘটনা ঘটে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক জয়া ধর বলেন, ‘সকাল ৯টায় কমল দে নামে একজন হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসা নেন।’
মিরসরাই উপজেলায় ১৬ ইউনিয়ন ও দুই পৌরসভায় ৩ লাখ ৬৬ হাজার ৫২৫ জন ভোটার রয়েছে। তার মধ্যে কয়েকটি ইউনিয়নে ৩০ থেকে ৩৪ হাজার করে ভোটার রয়েছে।
স্বতন্ত্র সংসদ প্রার্থী মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, ‘উপজেলার বিভিন্ন কেন্দ্রে নৌকা প্রার্থীর লোকজন আমার এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিয়েছে। ভোটারদের আসাতে বাধা দিচ্ছে। কেন্দ্রে প্রকাশ্যে নৌকায় সিল মারতে বাধ্য করছে।’
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহবুব উর রুহেল বলেন, মিরসরাইয়ে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হয়েছে। মানুষ ভোটারেরা উৎসবমুখর পরিবেশে নিরাপদে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সূত্রে জানা গেছে, ১৬ ইউনিয়ন ও দুই পৌরসভায় ভোটকেন্দ্র রয়েছে ১০৬ টি। বুথ রয়েছে ৭১৭ টি। নির্বাচনে ১০৬ জন প্রিসাইডিং, ১০৬ জন সহকারী প্রিসাইডিং, ৭১৭ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করছেন। নির্বাচনে ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। এ ছাড়া জেলা পুলিশের ৩৭২ জন, হাইওয়ে পুলিশের ১২ জন, র্যাবের ১৭ জন, সেনাবাহিনীর ৪৫ জন, বিজিবির ১৪১ জন, আনসার ১২৭২ জন সহ মোট ১ হাজার ৮৫৯ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করছেন।
মিরসরাই আসনে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহবুব উর রহমান রুহেল (নৌকা), স্বতন্ত্র প্রার্থী মো. গিয়াস উদ্দিন (ঈগল), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) প্রার্থী মোহাম্মদ ইউসুফ (টেলিভিশন), জাতীয় পাটির মোহাম্মদ এমদাদ হোসাইন চৌধুরী (লাঙল), বাংলাদেশ মুসলিম লীগের শেখ জুলফিকার বুলবুল চৌধুরী (হাতপাঞ্জা), সুপ্রিম পাটির মোহাম্মদ নুরুল করিম আফছার (একতারা) ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী আব্দুল মন্নান (চেয়ার)।
মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহফুজা জেরিন বলেন, ‘কোনো রকম বিশৃঙ্খলা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ভোট সুষ্ঠু করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত ছিলেন।’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। রোববার (৭ জানুয়ারি) উপজেলার ১৬ ইউনিয়ন ও দুটি পৌরসভার ১০৬টি কেন্দ্রে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হওয়ার পর সকালে বিভিন্ন কেন্দ্রে পুরুষ এবং মহিলা ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কমতে থাকে।
সকালে বড়তাকিয়া যাহেদিয়া মাদ্রাসা কেন্দ্রে সকাল সাড়ে ৯টায় গিয়ে দেখা যায়, ৯টি বুথে ৪ হাজার ৭২৬ ভোটের মধ্যে প্রায় ৪০০ ভোট গ্রহণ হয়। এ কেন্দ্রে সকল প্রার্থীর এজেন্ট উপস্থিত ছিলেন।
সকাল পৌনে ১০টায় খইয়াছড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটার উপস্থিতি একদম কম। এ কেন্দ্রে ৬টি বুথে মোট ভোটার ৩ হাজার ১৪৬। পৌনে দশটায় ভোট পড়েছে প্রায় দেড় শতাধিক।
সকাল ১০টায় কবির মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, ১০টি বুথের মোট ভোট পড়েছে ৮৮৫টি। এ কেন্দ্রে পুরুষ ভোটারের নারী ভোটারের উপস্থিতি বেশি ছিল। ভোটার আনা-নেওয়া নিয়ে এ কেন্দ্রে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরবর্তীতে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
সকাল ১০টা ২০ মিনিটে মিরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, ৮টি বুথে মোট ভোটার ৩ হাজার ৭৯১ জন। ভোট সংগ্রহ হয়েছে সাড়ে ৫০০। এই কেন্দ্রে চেয়ার প্রতীক ও হাতপাখা প্রতীকের এজেন্ট ছিল না।
বেলা ১১টা ৫০ মিনিটে বড় কমলদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, মোট ৬টি বুথে ৩ হাজার ১১০ ভোটার এর মধ্যে ভোট দিয়েছেন ১৩ ভাগ। ভোটাধিকার প্রয়োগ করেন ৩৬৮ জন।
বেলা সাড়ে ১১টায় দমদমা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে জানা যায়, এই কেন্দ্রে মোট ভোটার ৫ হাজার ২৯৬ জন। ১০টি বুথে মোট ভোট পড়েছে ১০০টি।
বেলা পৌনে ১২টায় হাইতকান্দি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটার উপস্থিতি একদম শূন্য। এ কেন্দ্রে ৮টি বুথের মধ্যে মোট ভোটার ৩৭৬৮। সকাল ১০টা পর্যন্ত সংগ্রহ হয়েছে ৪৪৬টি। দুপুর সাড়ে ১২টায় কমর আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে ভোটার উপস্থিতি দেখা যায়নি। দুপুর ১২টা পর্যন্ত ৩১৯১ ভোটের মধ্যে সংগ্রহ হয় ২১ শতাংশ। এ কেন্দ্রে নৌকা, একতারা, টেলিভিশন ছাড়া অন্য কোনো প্রার্থীর এজেন্ট পাওয়া যায়নি।
কেন্দ্রের দায়িত্বে থাকা ইরফান আল করিম বলেন, ‘সকাল থেকে কেন্দ্রে ভোটার উপস্থিতি ভালো ছিল। দুপুর হওয়াতে একটু কমে গেছে।’
বাঁশখালী সরকারি প্রাথমিক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী মো. গিয়াস উদ্দিনের এজেন্ট মেহেদী হাসান নয়ন দুপুর ১টায় অভিযোগ করেন, ‘নৌকা প্রার্থীর লোকজন আমাদের মারধর করে কেন্দ্র থেকে বের করে দিয়েছেন। প্রকাশ্যে নৌকায় সিল মারার জন্য ভোটারদের বাধ্য করছেন। আমাদের সমর্থকদের ওপর হামলা করছে। আমরা ভোট বর্জন করেছি।’
সকালে মিঠাছরা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দায়িত্বরত স্বতন্ত্র প্রার্থী মো. গিয়াস উদ্দিনের ঈগল প্রতীকের এজেন্ট নাহিদ হোসেনকে একটি বাড়িতে বন্দী করে রাখার অভিযোগ পাওয়া যায়। পরবর্তীতে মো. গিয়াস উদ্দিন পুলিশ নিয়ে ওই এজেন্টকে উদ্ধার করে নিয়ে আসেন।
সকালে ৮ নম্বর দুর্গাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে ভোট কেন্দ্রে যাওয়ার সময় স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিনের সমর্থক কমল দে নামে একজনের ওপর নৌকা সমর্থকেরা কর্তৃক হামলার ঘটনা ঘটে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক জয়া ধর বলেন, ‘সকাল ৯টায় কমল দে নামে একজন হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসা নেন।’
মিরসরাই উপজেলায় ১৬ ইউনিয়ন ও দুই পৌরসভায় ৩ লাখ ৬৬ হাজার ৫২৫ জন ভোটার রয়েছে। তার মধ্যে কয়েকটি ইউনিয়নে ৩০ থেকে ৩৪ হাজার করে ভোটার রয়েছে।
স্বতন্ত্র সংসদ প্রার্থী মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, ‘উপজেলার বিভিন্ন কেন্দ্রে নৌকা প্রার্থীর লোকজন আমার এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিয়েছে। ভোটারদের আসাতে বাধা দিচ্ছে। কেন্দ্রে প্রকাশ্যে নৌকায় সিল মারতে বাধ্য করছে।’
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহবুব উর রুহেল বলেন, মিরসরাইয়ে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হয়েছে। মানুষ ভোটারেরা উৎসবমুখর পরিবেশে নিরাপদে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সূত্রে জানা গেছে, ১৬ ইউনিয়ন ও দুই পৌরসভায় ভোটকেন্দ্র রয়েছে ১০৬ টি। বুথ রয়েছে ৭১৭ টি। নির্বাচনে ১০৬ জন প্রিসাইডিং, ১০৬ জন সহকারী প্রিসাইডিং, ৭১৭ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করছেন। নির্বাচনে ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। এ ছাড়া জেলা পুলিশের ৩৭২ জন, হাইওয়ে পুলিশের ১২ জন, র্যাবের ১৭ জন, সেনাবাহিনীর ৪৫ জন, বিজিবির ১৪১ জন, আনসার ১২৭২ জন সহ মোট ১ হাজার ৮৫৯ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করছেন।
মিরসরাই আসনে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহবুব উর রহমান রুহেল (নৌকা), স্বতন্ত্র প্রার্থী মো. গিয়াস উদ্দিন (ঈগল), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) প্রার্থী মোহাম্মদ ইউসুফ (টেলিভিশন), জাতীয় পাটির মোহাম্মদ এমদাদ হোসাইন চৌধুরী (লাঙল), বাংলাদেশ মুসলিম লীগের শেখ জুলফিকার বুলবুল চৌধুরী (হাতপাঞ্জা), সুপ্রিম পাটির মোহাম্মদ নুরুল করিম আফছার (একতারা) ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী আব্দুল মন্নান (চেয়ার)।
মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহফুজা জেরিন বলেন, ‘কোনো রকম বিশৃঙ্খলা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ভোট সুষ্ঠু করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত ছিলেন।’
রাজধানীর উত্তরার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ১১ হাজার ৬০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে রাত পর্যন্ত তুরাগের বাউনিয়া, বিমানবন্দরের সিভিল অ্যাভিয়েশনের স্টাফ কোয়ার্টার ও উত্তরা ৯ নম্বর সেক্টর এলাকায় এ অভিযান চালানো হয়।
৭ মিনিট আগেগোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ১০ টাকার একটি চিতই পিঠার সঙ্গে বিনা মূল্যে মিলছে ৩০ রকমের ভর্তা। সুস্বাদু ভর্তার টানে বিকেল থেকে গভীর রাত পর্যন্ত পিঠার দোকানে ভিড় লেগে থাকে। আর ভোজন রসিকেরা পরম তৃপ্তির সঙ্গে পিঠার স্বাদ নেন।
১০ মিনিট আগেলক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী বাসচাপায় আহনাফ হোসেন (৭) নামের এক শিশু নিহত হয়েছে। আজ শুক্রবার বেলা আড়াইটার দিকে মহাসড়কে জকসিন বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু সদর উপজেলার যাদৈয়া এলাকার সফিকুল আলমের ছেলে।
১১ মিনিট আগেরাজধানীর হাজারীবাগ পার্কের পাশে ছুরিকাঘাতে শাহদাত হোসেন আকবর ওরফে শান্ত (১৭) নামে এক কিশোর খুন হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হাজারীবাগ পার্কের পাশে মাদ্রাসার গলিতে গিয়াস উদ্দিনের বাড়ির সামনে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে