আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
পাঁচ দিন বন্ধ থাকার পর আবারও যাত্রী পারাপার শুরু হয়েছে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে। আজ সোমবার দুপুর ১২টার দিকে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের যাত্রী পারাপার স্বাভাবিকের বিষয়টি নিশ্চিত করেন আখাউড়া ইমিগ্রেশন ইনচার্জ মো. খায়রুল আলম।
ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতের কারণে ২১ আগস্ট আখাউড়া উপজেলার ৪০টিরও বেশি গ্রাম বন্যায় প্লাবিত হয়। এ ছাড়া বন্যার পানিতে তলিয়ে যায় আখাউড়া স্থলবন্দরও। এতে বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য ও যাত্রী পারাপার কার্যক্রম সাময়িক বন্ধ ঘোষণা করা হয়।
এদিকে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে আটকে পড়া বাংলাদেশি যাত্রীরা ফিরতে শুরু করছেন। এ সময় ভারতে আটকে পড়া যাত্রীরা অভিযোগ করে বলেন, ইমিগ্রেশন বন্ধ থাকার কারণে ভারতে আটকে পড়েন হাজার হাজার পাসপোর্টধারী যাত্রী।
ভারত থেকে ফেরত আসা আখাউড়া পৌর শহরের বাসিন্দা জিকু বলেন, ‘ভ্রমণ ভিসা নিয়ে ভারতের আগরতলা ঘুরতে গিয়েছিলাম, যাওয়ার পর থেকে বৃষ্টি ও বন্যার কারণে বাংলাদেশের ইমিগ্রেশন বন্ধ হয়ে যাওয়ায় দুই দিনের জায়গায় পাঁচ দিন থাকার কারণে আমাদের অনেক আর্থিক ও মানসিকভাবে সমস্যায় পড়তে হয়েছে।’
মো. স্বপন নামে আরেক পাসপোর্টধারী যাত্রী বলেন, ‘২০ আগস্ট আমি ভারতের আগরতলায় প্রবেশ করি, যাওয়ার পরদিন জানতে পারলাম বৃষ্টি ও বন্যার পানির কারণে আখাউড়া ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ হয়ে পড়ে। আমি ওখানে আটকে যাই। আমি যে টাকা নিয়ে গিয়েছিলাম, সেই টাকা শেষ হয়ে যায়—এ কারণে আমাকে এই কয়েক দিন ওপারে অনেক কষ্ট করে না খেয়ে থাকতে হয়েছে।’
আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের ইনচার্জ মো. খায়রুল আলম বলেন, ‘বন্যার পানি সরে গেলেও কারিগরি ত্রুটির কারণে যাত্রী পারাপার শুরু করা যাচ্ছিল না। ঢাকা থেকে একটি কারিগরি দল এসে ত্রুটি সারানোর পর আজ দুপুর থেকে যাত্রী পারাপার কার্যক্রম শুরু হয়েছে।’
পাঁচ দিন বন্ধ থাকার পর আবারও যাত্রী পারাপার শুরু হয়েছে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে। আজ সোমবার দুপুর ১২টার দিকে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের যাত্রী পারাপার স্বাভাবিকের বিষয়টি নিশ্চিত করেন আখাউড়া ইমিগ্রেশন ইনচার্জ মো. খায়রুল আলম।
ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতের কারণে ২১ আগস্ট আখাউড়া উপজেলার ৪০টিরও বেশি গ্রাম বন্যায় প্লাবিত হয়। এ ছাড়া বন্যার পানিতে তলিয়ে যায় আখাউড়া স্থলবন্দরও। এতে বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য ও যাত্রী পারাপার কার্যক্রম সাময়িক বন্ধ ঘোষণা করা হয়।
এদিকে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে আটকে পড়া বাংলাদেশি যাত্রীরা ফিরতে শুরু করছেন। এ সময় ভারতে আটকে পড়া যাত্রীরা অভিযোগ করে বলেন, ইমিগ্রেশন বন্ধ থাকার কারণে ভারতে আটকে পড়েন হাজার হাজার পাসপোর্টধারী যাত্রী।
ভারত থেকে ফেরত আসা আখাউড়া পৌর শহরের বাসিন্দা জিকু বলেন, ‘ভ্রমণ ভিসা নিয়ে ভারতের আগরতলা ঘুরতে গিয়েছিলাম, যাওয়ার পর থেকে বৃষ্টি ও বন্যার কারণে বাংলাদেশের ইমিগ্রেশন বন্ধ হয়ে যাওয়ায় দুই দিনের জায়গায় পাঁচ দিন থাকার কারণে আমাদের অনেক আর্থিক ও মানসিকভাবে সমস্যায় পড়তে হয়েছে।’
মো. স্বপন নামে আরেক পাসপোর্টধারী যাত্রী বলেন, ‘২০ আগস্ট আমি ভারতের আগরতলায় প্রবেশ করি, যাওয়ার পরদিন জানতে পারলাম বৃষ্টি ও বন্যার পানির কারণে আখাউড়া ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ হয়ে পড়ে। আমি ওখানে আটকে যাই। আমি যে টাকা নিয়ে গিয়েছিলাম, সেই টাকা শেষ হয়ে যায়—এ কারণে আমাকে এই কয়েক দিন ওপারে অনেক কষ্ট করে না খেয়ে থাকতে হয়েছে।’
আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের ইনচার্জ মো. খায়রুল আলম বলেন, ‘বন্যার পানি সরে গেলেও কারিগরি ত্রুটির কারণে যাত্রী পারাপার শুরু করা যাচ্ছিল না। ঢাকা থেকে একটি কারিগরি দল এসে ত্রুটি সারানোর পর আজ দুপুর থেকে যাত্রী পারাপার কার্যক্রম শুরু হয়েছে।’
বেতন পেয়ে কারখানার এক শ্রমিক আলমগীর বলেন, আগামী রোববারের মধ্যে বেতন দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা বৃহস্পতিবার সন্ধ্যায় বিকাশ অ্যাকাউন্টে বেতন পেয়ে গেছি। আমাদের মালিকপক্ষ কথা দিয়ে কথা রেখেছেন। আমরা সবাই খুশি।
১ মিনিট আগেগাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানার হাজতখানার ভেতরে আপসের শর্তে বাদী ও আসামির টাকা লেনদেনের ভিডিও নিয়ে মহানগর পুলিশে তোলপাড় সৃষ্টি হয়েছে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত এক কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া দায়িত্বে অবহেলার কারণে মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ ও বদলি এবং ডিউটি অফিসারকে শোকজ করা হয়েছ
৩৬ মিনিট আগেরাজধানীর হাজারীবাগের ট্যানারিগুলোকে সাভারের হেমায়েতপুরের চামড়া শিল্পনগরে স্থানান্তর করা হয়েছে প্রায় সাত বছর আগে। কিন্তু ট্যানারির দূষণ এখনো রয়ে গেছে হাজারীবাগে। ওই এলাকায় চামড়া প্রক্রিয়াজাত করতে ব্যবহৃত রাসায়নিকের উৎকট গন্ধ আর খালে প্রবাহিত ট্যানারি বর্জ্য জনজীবনকে দুর্বিষহ করে তুলছে।
৩৬ মিনিট আগেপিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের শিয়ালকাঠী গ্রামে লোকালয়ে গড়ে ওঠা একটি খামারের কারণে হুমকিতে পড়েছে জনস্বাস্থ্য। গরু, ছাগল ও মুরগির সমন্বয়ে খামারটি করেছেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক অ্যাডভোকেট শহীদুল হক খান পান্না।
৩৬ মিনিট আগে