চট্টগ্রামে পূজামণ্ডপে ‘ইসলামি গান’ গাওয়া নিয়ে আলোচনার ঝড়

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৪, ২৩: ৩৭

চট্টগ্রামের একটি পূজামণ্ডপে ‘ইসলামি গান’ গাওয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আলোচনা-সমালোচনা চলছে। ভিডিও শেয়ার করে অনেকেই দাবি করছেন—বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা এমন কাজ করেছেন। তবে জামায়াতের দাবি, তাঁরা এ বিষয়ে কিছুই জানে না, গান পরিবেশন করা দলটিও তাঁদের কিংবা তাঁদের কোনো অঙ্গ সংগঠনের নয়। 

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর জেএমসেন হলের পূজামণ্ডপে চট্টগ্রাম কালচারাল একাডেমি নামের একটি দল গান পরিবেশন করে। গানের ভিডিও ফেসবুকে অনেকে শেয়ার করেছেন।

ফেসবুকে ভিডিও ভাইরালের পর সনাতন ধর্মের মানুষদের মাঝে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অনেকেই বিষয়টিকে নেতিবাচক হিসেবে দেখছেন। 

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই কালচারাল দলের ছয় সদস্য গান পরিবেশন করতে মঞ্চে ওঠেন। সংগঠনটি শাহ্ আবদুল করিমের লেখা বিখ্যাত গান ‘আগে কী সুন্দর দিন কাটাইতাম’ এবং চৌধুরী আবদুল হালিমের লেখা ‘শুধু মুসলমানের লাগি আসেনিকো ইসলাম, বিশ্ব মানুষের কল্যাণে স্রষ্টার এই বিধান’—শীর্ষক গান দুটি পরিবেশন করে। এর মধ্যে শুধু মুসলমানের লাগি আসেনিকো ইসলাম, বিশ্ব মানুষের কল্যাণে স্রষ্টার এই বিধান—এই গানটির ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। 

চট্টগ্রাম নগর পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বল বলেন, ‘আমাদের যুগ্ম সম্পাদক সজল দত্তের অনুমতি নিয়ে ওই গানের দলটি পূজামণ্ডপে এসে গান পরিবেশন করেছে বলে জেনেছি। তবে ওই সময় আমি ঘটনাস্থলে ছিলাম না।’ সংগঠনটি জামায়াতের কিনা এমন প্রশ্নে হিল্লোল সেন উজ্জ্বল বলেন, ‘এই বিষয়ে আমার জানা নেই।’ 

চট্টগ্রাম কালচারাল একাডেমির সভাপতি সেলিম জামানও দাবি করেছেন পূজা উদ্‌যাপন কমিটির যুগ্ম সম্পাদক সজল দত্তের আমন্ত্রণেই তাঁদের একটি দল পূজামণ্ডপে গান করতে গিয়েছিলেন। 

তিনি বলেন, ‘পূজা উদ্‌যাপন পরিষদের সজল বাবু আমাদের দাওয়াত দিয়েছিলেন। তিনি ফোন করে বলেন, আপনারা একটু আসেন। আপনাদের একটু ফ্লোর (সুযোগ) দেব। কিছু দেশাত্মবোধক গান গাইবেন। সে আমন্ত্রণে গিয়ে আমাদের দলটি দুটি সম্প্রীতির গান করে। কিন্তু এটি নিয়ে একটা পক্ষ প্রচারণা চালিয়ে বলছে, ষড়যন্ত্র করতেই আমরা গান করতে গিয়েছি। আমরাতো জোরপূর্বক কিছুই করিনি। দাওয়াত পেয়েই গিয়েছিলাম।’ 

চট্টগ্রাম কালচারাল একাডেমি জামায়াতের কোনো সংগঠনের কিনা এমন প্রশ্নের জবাবে সেলিম জামান বলেন, ‘এটি জামায়াতের সঙ্গে সংশ্লিষ্ট কোনো সংগঠন নয়। শুদ্ধ সাংস্কৃতিক চর্চার উদ্দেশ্যে ২০১৫ সালে আমাদের গানের দলটি প্রতিষ্ঠিত হয়।’ 

তবে এই বিষয়ে সজল দত্তের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তাঁর নম্বরটি বন্ধ পাওয়া গেছে।

মহানগর জামায়াতের নায়েবে আমির আ জ ম ওবায়েদুল্লাহ এই বিষয়ে বলেন, ‘এই গানের দলের সঙ্গে জামায়াতের কোনো সম্পর্ক নেই। গান করার সময় জামায়াতের কেউও অনুষ্ঠানস্থলে ছিলেন না।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্যিক সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ-পাকিস্তান, শঙ্কায় ভারত

হাসিনা ক্ষমতা ছাড়ার পর দেশ ‘মবের মুল্লুক’: সামিনা লুৎফা

বাংলাদেশের বন্দরে পাকিস্তানের কার্গো জাহাজ, ‘ঐতিহাসিক’ বলা হচ্ছে যে কারণে

পরশুরামে ছুরিকাঘাতে তরুণ নিহত

নির্বাচন সংস্কার কমিশনের সংলাপ শুরু কাল, চলবে পুরো নভেম্বর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত