ফরিদগঞ্জে চুরির অভিযোগে গণপিটুনিতে যুবককে হত্যা

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৪, ১৬: ০৯

চাঁদপুরের ফরিদগঞ্জে গণপিটুনিতে মো. রাকিব হোসেন (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার রাতে পাশের উপজেলা রায়পুরের কাজির চর এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত রাকিব উপজেলার চর দুঃখিয়া পূর্ব ইউনিয়নের দক্ষিণ আলোনিয়া গ্রামের আবুল বাশারের ছেলে। 

চর দুঃখিয়া পূর্ব ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের সদস্য জিল্লুর রহমান বলেন, ‘রাকিব বৃহস্পতিবার মধ্য রাতে কাজিরচর এলাকায় চুরি করতে যায়। এ সময় আশপাশের লোকজন টের পেয়ে তাঁকে আটক করে গণপিটুনি দিয়ে মুমূর্ষু অবস্থায় সেখানে ফেলে রাখে। খবর পেয়ে সকালে ঘটনাস্থল থেকে আমি তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য গ্রাম পুলিশ আব্দুল মান্নানকে দিয়ে হাসপাতালে পাঠিয়েছি। হাসপাতাল থেকে গ্রাম পুলিশ আমাকে রাকিবের মৃত্যুর খবর জানিয়েছে।’ 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার নুসরাত জাহান বলেন, দুপুর ১২টার দিকে রাকিব হোসেন নামের ওই যুবককে হাসপাতালে আনা হয়। এখানে নিয়ে আসার আগেই তাঁর মৃত্যু হয়। তার শরীরের বিভিন্ন স্থানে জখম ও মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। 

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হানিফ সরকার বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রাকিব হোসেনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তি আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্যিক সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ-পাকিস্তান, শঙ্কায় ভারত

হাসিনা ক্ষমতা ছাড়ার পর দেশ ‘মবের মুল্লুক’: সামিনা লুৎফা

বাংলাদেশের বন্দরে পাকিস্তানের কার্গো জাহাজ, ‘ঐতিহাসিক’ বলা হচ্ছে যে কারণে

পরশুরামে ছুরিকাঘাতে তরুণ নিহত

নির্বাচন সংস্কার কমিশনের সংলাপ শুরু কাল, চলবে পুরো নভেম্বর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত