খান রফিক, বরিশাল
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন করে বিবৃতি দেওয়ায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ৩৫ শিক্ষককে মানসিক চাপ দেওয়া হয়েছিল। ৪ আগস্ট এক ভার্চুয়াল সভায় ববি উপাচার্য বদরুজ্জামান ভূঁইয়াসহ আওয়ামী লীগঘেঁষা কয়েকজন শিক্ষক এ বিবৃতির বিষয়ে কৈফিয়ত চান এবং হুমকি দেন বলে অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ৩ আগস্টের বিবৃতির পর ওই সভায় উপাচার্য সন্দেহ প্রকাশ করেন যে সংশ্লিষ্ট শিক্ষকদের মধ্যে সরকারবিরোধী কেউ আছেন কি না। এমনকি উপাচার্য ও তাঁর অনুসারী শিক্ষকেরা বিবৃতি দেওয়া শিক্ষকদের তালিকা গোয়েন্দা সংস্থা এবং আওয়ামী লীগের স্থানীয় নেতাদের হাতে তুলে দেন। এ নিয়ে শিক্ষকদের মধ্যে এখন ক্ষোভ কাজ করছে; যে কারণে গত বুধবার অনুষ্ঠিত আরেক ভার্চুয়াল সভায় অস্বস্তি দেখা দেয়। সভায় নিহত শিক্ষার্থীদের স্মরণে দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।
একাধিক শিক্ষক অভিযোগ করেন, যাঁরা ছাত্রদের পক্ষে বিবৃতি দিয়েছিলেন, তাঁদের ৪ আগস্টের সভায় হুমকি-ধমকি দেন উপাচার্যের আস্থাভাজন আওয়ামী লীগঘেঁষা শিক্ষকেরা। একজন এ জন্য ক্ষমা চাওয়ার কথা বলেন। শিক্ষক সমিতির এক নেতা জানতে চান, গুগল ফর্ম কে বানিয়েছেন। প্রক্টরিয়াল বডির একজন জানতে চান, কারা ছাত্রদের ইন্ধন দেন। পরদিন সরকারের পক্ষে মানববন্ধনে থাকতেও চাপ দেওয়া হয় শিক্ষকদের। বলা হয়, যাঁরা মানববন্ধনে না আসবেন, ধরে নেওয়া হবে, তাঁরা সরকারবিরোধী। সভায় উপাচার্য শিক্ষকদের রাজনৈতিক বিষয়ে জড়ানো আইনগতভাবে ঠিক কি না, তা খতিয়ে দেখতে বলেন।
বাংলা বিভাগের প্রধান সহকারী অধ্যাপক উন্মেষ রয় বলেন, ৪ আগস্টের সভায় কৈফিয়ত চাওয়ার পর স্বাক্ষর দেওয়া ৩৫ শিক্ষকের মধ্যে আতঙ্ক ও ভয় দেখা দেয়। এখন সরকার পরিবর্তনের পর তাঁদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ববির সমন্বয়ক সুজয় শুভ বলেন, ৩৫ শিক্ষক বিবৃতি দেওয়ায় তাঁদের নানাভাবে মানসিক চাপ দেওয়া হয়েছে। একজন নাগরিকের মতপ্রকাশে বাধা দেওয়া উপাচার্যের ঠিক হয়নি। এ প্রসঙ্গে জানতে চাইলে উপাচার্য বদরুজ্জামান বলেন, ‘শিক্ষকদের বিবৃতি দেওয়া তাঁদের ব্যক্তিগত বিষয়। ভার্চুয়াল সভায় তাঁদের কাছে কৈফিয়ত চাওয়া হয়নি। তাঁদের তালিকা গোয়েন্দাদের কাছেই আছে, আমরা কেন দেব?’
এদিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলাম জানিয়েছেন, উপাচার্য বিশ্ববিদ্যালয়ে নেই। তিনি শিগগির ক্যাম্পাসে ফিরবেন বলে জানিয়েছেন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন করে বিবৃতি দেওয়ায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ৩৫ শিক্ষককে মানসিক চাপ দেওয়া হয়েছিল। ৪ আগস্ট এক ভার্চুয়াল সভায় ববি উপাচার্য বদরুজ্জামান ভূঁইয়াসহ আওয়ামী লীগঘেঁষা কয়েকজন শিক্ষক এ বিবৃতির বিষয়ে কৈফিয়ত চান এবং হুমকি দেন বলে অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ৩ আগস্টের বিবৃতির পর ওই সভায় উপাচার্য সন্দেহ প্রকাশ করেন যে সংশ্লিষ্ট শিক্ষকদের মধ্যে সরকারবিরোধী কেউ আছেন কি না। এমনকি উপাচার্য ও তাঁর অনুসারী শিক্ষকেরা বিবৃতি দেওয়া শিক্ষকদের তালিকা গোয়েন্দা সংস্থা এবং আওয়ামী লীগের স্থানীয় নেতাদের হাতে তুলে দেন। এ নিয়ে শিক্ষকদের মধ্যে এখন ক্ষোভ কাজ করছে; যে কারণে গত বুধবার অনুষ্ঠিত আরেক ভার্চুয়াল সভায় অস্বস্তি দেখা দেয়। সভায় নিহত শিক্ষার্থীদের স্মরণে দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।
একাধিক শিক্ষক অভিযোগ করেন, যাঁরা ছাত্রদের পক্ষে বিবৃতি দিয়েছিলেন, তাঁদের ৪ আগস্টের সভায় হুমকি-ধমকি দেন উপাচার্যের আস্থাভাজন আওয়ামী লীগঘেঁষা শিক্ষকেরা। একজন এ জন্য ক্ষমা চাওয়ার কথা বলেন। শিক্ষক সমিতির এক নেতা জানতে চান, গুগল ফর্ম কে বানিয়েছেন। প্রক্টরিয়াল বডির একজন জানতে চান, কারা ছাত্রদের ইন্ধন দেন। পরদিন সরকারের পক্ষে মানববন্ধনে থাকতেও চাপ দেওয়া হয় শিক্ষকদের। বলা হয়, যাঁরা মানববন্ধনে না আসবেন, ধরে নেওয়া হবে, তাঁরা সরকারবিরোধী। সভায় উপাচার্য শিক্ষকদের রাজনৈতিক বিষয়ে জড়ানো আইনগতভাবে ঠিক কি না, তা খতিয়ে দেখতে বলেন।
বাংলা বিভাগের প্রধান সহকারী অধ্যাপক উন্মেষ রয় বলেন, ৪ আগস্টের সভায় কৈফিয়ত চাওয়ার পর স্বাক্ষর দেওয়া ৩৫ শিক্ষকের মধ্যে আতঙ্ক ও ভয় দেখা দেয়। এখন সরকার পরিবর্তনের পর তাঁদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ববির সমন্বয়ক সুজয় শুভ বলেন, ৩৫ শিক্ষক বিবৃতি দেওয়ায় তাঁদের নানাভাবে মানসিক চাপ দেওয়া হয়েছে। একজন নাগরিকের মতপ্রকাশে বাধা দেওয়া উপাচার্যের ঠিক হয়নি। এ প্রসঙ্গে জানতে চাইলে উপাচার্য বদরুজ্জামান বলেন, ‘শিক্ষকদের বিবৃতি দেওয়া তাঁদের ব্যক্তিগত বিষয়। ভার্চুয়াল সভায় তাঁদের কাছে কৈফিয়ত চাওয়া হয়নি। তাঁদের তালিকা গোয়েন্দাদের কাছেই আছে, আমরা কেন দেব?’
এদিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলাম জানিয়েছেন, উপাচার্য বিশ্ববিদ্যালয়ে নেই। তিনি শিগগির ক্যাম্পাসে ফিরবেন বলে জানিয়েছেন
রাজধানীর উত্তরার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ১১ হাজার ৬০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে রাত পর্যন্ত তুরাগের বাউনিয়া, বিমানবন্দরের সিভিল অ্যাভিয়েশনের স্টাফ কোয়ার্টার ও উত্তরা ৯ নম্বর সেক্টর এলাকায় এ অভিযান চালানো হয়।
৩ মিনিট আগেগোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ১০ টাকার একটি চিতই পিঠার সঙ্গে বিনা মূল্যে মিলছে ৩০ রকমের ভর্তা। সুস্বাদু ভর্তার টানে বিকেল থেকে গভীর রাত পর্যন্ত পিঠার দোকানে ভিড় লেগে থাকে। আর ভোজন রসিকেরা পরম তৃপ্তির সঙ্গে পিঠার স্বাদ নেন।
৬ মিনিট আগেলক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী বাসচাপায় আহনাফ হোসেন (৭) নামের এক শিশু নিহত হয়েছে। আজ শুক্রবার বেলা আড়াইটার দিকে মহাসড়কে জকসিন বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু সদর উপজেলার যাদৈয়া এলাকার সফিকুল আলমের ছেলে।
৭ মিনিট আগেরাজধানীর হাজারীবাগ পার্কের পাশে ছুরিকাঘাতে শাহদাত হোসেন আকবর ওরফে শান্ত (১৭) নামে এক কিশোর খুন হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হাজারীবাগ পার্কের পাশে মাদ্রাসার গলিতে গিয়াস উদ্দিনের বাড়ির সামনে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে