বিশেষ প্রতিনিধি, বরিশাল থেকে
নৌকার সরকার থাকার পরও নিজেদের প্রার্থীকে (সাদিক আবদুল্লাহ) কোনো বরাদ্দ দেওয়া হয়নি। তাই এই প্রতীক নিয়ে বরিশালে ভোট চাওয়ার অধিকার তাদের নেই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। আজ শুক্রবার নগরীর চকবাজার এলাকায় জামে এবাদুল্লাহ মসজিদে জুমার নামাজের পর গণমাধ্যমকর্মীদের কাছে এসব কথা বলেন তিনি।
এ সময় নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত ভালো উল্লেখ করে হাতপাখার প্রার্থী বলেন, ‘তবে জানি না ভবিষ্যতে কী হবে।’ সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, ‘জানি না ভিন্ন পদ্ধতিতে নির্বাচন হয় কি না। তাই ফলের আগপর্যন্ত শঙ্কামুক্ত নই। ফল যখন হবে, দেখব কারচুপি হয়নি; তখন বলতে পারব সুষ্ঠু হয়েছে। এই সরকারের আমলে কোনো কিছুই আশঙ্কামুক্ত নয়।’
বরিশালে গত পাঁচ বছরে কোনো উন্নয়ন হয়নি। এর দায় সরকারের ওপরে বর্তায় বলে অভিযোগ করেন সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। তিনি বলেন, ‘তাদের (আওয়ামী লীগ) যদি এখানকার যিনি মেয়র ছিলেন (সাদিক আবদুল্লাহ) তাঁকে পছন্দ না হয়, সরকারের তরফ থেকে কাউকে নিয়োগ দিয়ে তাঁর মাধ্যমে উন্নয়ন করাতে পারত। কিন্তু এখানে সরকার ব্যর্থ, মেয়রও ব্যর্থ। আজকে সরকারের মেয়রের কারণে আমাদের কষ্ট দেবে কেন?’
হাতপাখা বিজয়ী হলে বরিশালের সাবেক মেয়র এবং বরিশাল বিভাগে যত ভালো, জ্ঞানী লোক আছেন তাঁদের পরামর্শ নিয়ে মহানগরী চালানোর চেষ্টা করবেন বলে জানান ফয়জুল করীম।
কেন মানুষ তাঁকে ভোট দেবে—এমন প্রশ্নে তিনি বলেন, ‘বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি বুঝি না। যারা বরিশালে শান্তি চায়, মুক্তি চায়, নিরাপত্তা চায়—সে যেই দলেরই হোক না কেন, আমাকে ভোট দেবে।’
ইসলামী আন্দোলনের এই প্রার্থী হুঁশিয়ারি দেন, ‘ভোটের ফল পাল্টানোর চেষ্টা করলে আন্দোলন হবে, নতুন রূপ সৃষ্টি হবে আন্দোলনের। যেভাবে জাতীয় সরকারের জন্য আন্দোলন চলছে, সেই মাত্রা আরও বাড়বে।’
নৌকার সরকার থাকার পরও নিজেদের প্রার্থীকে (সাদিক আবদুল্লাহ) কোনো বরাদ্দ দেওয়া হয়নি। তাই এই প্রতীক নিয়ে বরিশালে ভোট চাওয়ার অধিকার তাদের নেই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। আজ শুক্রবার নগরীর চকবাজার এলাকায় জামে এবাদুল্লাহ মসজিদে জুমার নামাজের পর গণমাধ্যমকর্মীদের কাছে এসব কথা বলেন তিনি।
এ সময় নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত ভালো উল্লেখ করে হাতপাখার প্রার্থী বলেন, ‘তবে জানি না ভবিষ্যতে কী হবে।’ সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, ‘জানি না ভিন্ন পদ্ধতিতে নির্বাচন হয় কি না। তাই ফলের আগপর্যন্ত শঙ্কামুক্ত নই। ফল যখন হবে, দেখব কারচুপি হয়নি; তখন বলতে পারব সুষ্ঠু হয়েছে। এই সরকারের আমলে কোনো কিছুই আশঙ্কামুক্ত নয়।’
বরিশালে গত পাঁচ বছরে কোনো উন্নয়ন হয়নি। এর দায় সরকারের ওপরে বর্তায় বলে অভিযোগ করেন সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। তিনি বলেন, ‘তাদের (আওয়ামী লীগ) যদি এখানকার যিনি মেয়র ছিলেন (সাদিক আবদুল্লাহ) তাঁকে পছন্দ না হয়, সরকারের তরফ থেকে কাউকে নিয়োগ দিয়ে তাঁর মাধ্যমে উন্নয়ন করাতে পারত। কিন্তু এখানে সরকার ব্যর্থ, মেয়রও ব্যর্থ। আজকে সরকারের মেয়রের কারণে আমাদের কষ্ট দেবে কেন?’
হাতপাখা বিজয়ী হলে বরিশালের সাবেক মেয়র এবং বরিশাল বিভাগে যত ভালো, জ্ঞানী লোক আছেন তাঁদের পরামর্শ নিয়ে মহানগরী চালানোর চেষ্টা করবেন বলে জানান ফয়জুল করীম।
কেন মানুষ তাঁকে ভোট দেবে—এমন প্রশ্নে তিনি বলেন, ‘বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি বুঝি না। যারা বরিশালে শান্তি চায়, মুক্তি চায়, নিরাপত্তা চায়—সে যেই দলেরই হোক না কেন, আমাকে ভোট দেবে।’
ইসলামী আন্দোলনের এই প্রার্থী হুঁশিয়ারি দেন, ‘ভোটের ফল পাল্টানোর চেষ্টা করলে আন্দোলন হবে, নতুন রূপ সৃষ্টি হবে আন্দোলনের। যেভাবে জাতীয় সরকারের জন্য আন্দোলন চলছে, সেই মাত্রা আরও বাড়বে।’
রাজধানীর আজিমপুরে মেডিকেল স্টাফ কোয়ার্টারের একটি বাসায় দিনদুপুরে ডাকাতিসহ বাচ্চাকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার দুপুরে লালবাগ টাওয়ারের পাশে ফারজানা আক্তার নামের এক নারীর বাসায় এ ঘটনা ঘটে
৪ মিনিট আগেবরগুনা সদরের ঘটবাড়িয়া গ্রামের আবদুল লতিফ ফরায়েজীর স্ত্রী জাহানারা বেগমকে (৬০) প্রায় ২৫ বছর পর খুঁজে পেয়েছে তাঁর স্বজনেরা। আজ শুক্রবার দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া বাজার এলাকা থেকে তাঁকে নিয়ে যান স্বজনেরা। ১৯৯৯ সালে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে নিখোঁজ হয়েছিলেন তিনি।
১৩ মিনিট আগেসিলেটে ছাত্র-জনতার আন্দোলনে হামলা-গুলির অভিযোগে করা মামলায় সিলেট মহানগর যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২৮ মিনিট আগেকবির বলেন, ‘আমার ছেলে তো কোনো রাজনীতি করত না। কোনো অন্যায় করেনি। তাহলে কেন এভাবে তাকে হত্যা করা হলো? সায়েম দেশের জন্য শহীদ হলেও সরকার থেকে বা অন্য কেউ কোনো খবর নিতে আসেনি।’
৩৯ মিনিট আগে