বরগুনা প্রতিনিধি
বরগুনার প্রায় ১২ লাখ মানুষের চিকিৎসা সেবার একমাত্র ভরসা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতাল। কিন্তু এ হাসপাতাল নিয়ে ক্ষোভের শেষ নেই স্থানীয়দের। জটিল রোগ নিয়ে এলেই স্থানান্তর করা হয় অন্য জায়গায়।
হাসপাতালের দুরবস্থা নিয়ে এবার মুখ খুলেছেন খোদ স্থানীয় সংসদ সদস্য গোলাম সরোয়ার টুকু। গতকাল সোমবার (১৫ জানুয়ারি) রাতে বরগুনা প্রেসক্লাব আয়োজিত এক অনুষ্ঠানে বরগুনা সদর হাসপাতালের বেহাল অবস্থা নিয়ে স্থানীয় সংবাদকর্মীদের সঙ্গে কথা বলেন বরগুনা-১ আসনের নবনির্বাচিত এমপি।
সংসদ সদস্য টুকু বলেন, ‘আমার বিবেচনায় বরগুনার সব থেকে দুরবস্থা সদর হাসপাতালের। এখানে কোনো চিকিৎসা নেই। ওনারা একটা ওষুধেরই নাম লিখতে পারে, তা হলো—বরিশাল রেফার্ড। আর কোনো কিছু তাঁদের জানা নেই। পর্যাপ্ত ডাক্তারও নেই। এক অপরিচ্ছন্ন পরিবেশ।’
সংসদ সদস্য আরও বলেন, ‘এই হাসপাতাল নিয়ে আমরা অন্য জেলাগুলো থেকে পিছিয়ে পড়েছি। চিকিৎসা সেবা আমাদের নেই বললেই চলে। এভাবে চলতে পারে না। এবার পরিবর্তন দরকার। সব ধরনের রোগের চিকিৎসা যেন এই হাসপাতালে হয় সেই ব্যবস্থা নিতে হবে দ্রুত।’
গোলাম সরোয়ার টুকু বলেন, ‘আমার মেধা, যোগ্যতা, দক্ষতা, সৃজনশীলতা দিয়ে সব সময় চেষ্টা করব কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার। আমরা যে পিছিয়ে পড়েছি সেখান থেকে এগিয়ে যাওয়ার জন্য যা করা লাগে আমি করব।’
এ ক্ষেত্রে গণমাধ্যমকর্মীদেরও সহযোগিতা চান নতুন এই সংসদ সদস্য।
বরগুনার প্রায় ১২ লাখ মানুষের চিকিৎসা সেবার একমাত্র ভরসা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতাল। কিন্তু এ হাসপাতাল নিয়ে ক্ষোভের শেষ নেই স্থানীয়দের। জটিল রোগ নিয়ে এলেই স্থানান্তর করা হয় অন্য জায়গায়।
হাসপাতালের দুরবস্থা নিয়ে এবার মুখ খুলেছেন খোদ স্থানীয় সংসদ সদস্য গোলাম সরোয়ার টুকু। গতকাল সোমবার (১৫ জানুয়ারি) রাতে বরগুনা প্রেসক্লাব আয়োজিত এক অনুষ্ঠানে বরগুনা সদর হাসপাতালের বেহাল অবস্থা নিয়ে স্থানীয় সংবাদকর্মীদের সঙ্গে কথা বলেন বরগুনা-১ আসনের নবনির্বাচিত এমপি।
সংসদ সদস্য টুকু বলেন, ‘আমার বিবেচনায় বরগুনার সব থেকে দুরবস্থা সদর হাসপাতালের। এখানে কোনো চিকিৎসা নেই। ওনারা একটা ওষুধেরই নাম লিখতে পারে, তা হলো—বরিশাল রেফার্ড। আর কোনো কিছু তাঁদের জানা নেই। পর্যাপ্ত ডাক্তারও নেই। এক অপরিচ্ছন্ন পরিবেশ।’
সংসদ সদস্য আরও বলেন, ‘এই হাসপাতাল নিয়ে আমরা অন্য জেলাগুলো থেকে পিছিয়ে পড়েছি। চিকিৎসা সেবা আমাদের নেই বললেই চলে। এভাবে চলতে পারে না। এবার পরিবর্তন দরকার। সব ধরনের রোগের চিকিৎসা যেন এই হাসপাতালে হয় সেই ব্যবস্থা নিতে হবে দ্রুত।’
গোলাম সরোয়ার টুকু বলেন, ‘আমার মেধা, যোগ্যতা, দক্ষতা, সৃজনশীলতা দিয়ে সব সময় চেষ্টা করব কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার। আমরা যে পিছিয়ে পড়েছি সেখান থেকে এগিয়ে যাওয়ার জন্য যা করা লাগে আমি করব।’
এ ক্ষেত্রে গণমাধ্যমকর্মীদেরও সহযোগিতা চান নতুন এই সংসদ সদস্য।
শিক্ষার সবচেয়ে অপরিহার্য বিষয় প্রাথমিক শিক্ষা উল্লেখ করে উপদেষ্টা বিধান রঞ্জন বলেন, জাতি সবচেয়ে ধনী হচ্ছে জনশক্তিতে। এ আপন সম্পদ কীভাবে জনসম্পদে পরিণত করা যায়, সে বিষয়ে সত্যিকার অর্থেই কোনো দিন কোনো উদ্যোগ নেওয়া হয়নি। যদি নেওয়া হতো, তাহলে অবশ্যই প্রাথমিক শিক্ষা এ অবস্থায় থাকত না।
৭ মিনিট আগেঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল বারী প্রায় সাড়ে তিন মাস পর হাইকোর্টের নির্দেশে দায়িত্ব ফিরে পেলেন। আজ রোববার সকালে প্যানেল চেয়ারম্যান সোহেল রানা ও ইউপি সচিব দবিরুল ইসলাম তাঁকে ইউনিয়ন পরিষদের দায়িত্ব বুঝিয়ে দেন।
৯ মিনিট আগেঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসক ও ছাত্রী পরিচয় দেওয়া এক তরুণীকে আটক করা হয়েছে। আজ রোববার (১৭ নভেম্বর) দুপুরে রোগীর থেকে কৌশলে ৩০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার সময় তাঁকে আটক করা হয়।
১৫ মিনিট আগেপাবনার ঈশ্বরদীতে আকমল হোসেন (৫৩) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার শহরের থানাপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ এ ঘটনায় নিহতের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেছে।
১৮ মিনিট আগে