আমতলী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার আমতলী উপজেলার চিলা হাসেম বিশ্বাস মাধ্যমিক বিদ্যালয়ের অস্থায়ী শহীদ মিনার ভাঙচুরের ঘটনা ঘটেছে। ঘটনায় জড়িত দুর্বৃত্তদের আইনের আওতায় এনে শাস্তি দাবি করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা।
জানা গেছে, আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উদ্যাপনে গতকাল সোমবার সন্ধ্যায় আমতলী উপজেলার চিলা হাসেম বিশ্বাস মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে শিক্ষক ও শিক্ষার্থীরা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণে কলাগাছ, বাঁশ ও ইট দিয়ে অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করেন। গতকাল রাতে দুর্বৃত্তরা ওই শহীদ মিনার ভেঙে ফেলে।
বিদ্যালয়ের শিক্ষার্থীরা বলে, ‘প্রভাতে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে গিয়ে ভাঙা দেখতে পাই। কারা যেন রাতে মিনার ভেঙে ফেলেছে। এ অপকর্ম যারা করেছে, তাদের আইনের আওতায় এনে শাস্তির দাবি করছি।’
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উদ্যাপন কমিটির আহ্বায়ক বিদ্যালয় সহকারী শিক্ষক মো. আব্দুল আউয়াল বলেন, ‘সন্ধ্যায় শহীদ মিনার নির্মাণ করে বাড়িতে চলে যাই। রাতেই খবর পেয়েছি দুর্বৃত্তরা শহীদ মিনার ভেঙে ফেলেছে। আজ সকালে ভাঙা শহীদ মিনার পুনরায় নির্মাণ করে ফুল দেওয়া হয়েছে।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোয়াজ্জেম হোসেন বলেন, যারা শহীদ মিনার ভেঙেছে, তারা দেশের শত্রু। এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে থানায় সাধারণ ডায়েরি করা হবে।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মো. আবুল হোসেন বিশ্বাস বলেন, ‘প্রধান শিক্ষক শহীদ মিনার ভাঙার বিষয়টি আমাকে জানিয়েছে। এ ঘটনা সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আশরাফুল আলম বলেন, ‘এটা অত্যন্ত ভয়ংকর ঘটনা। এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বলা হয়েছে।’
বরগুনার আমতলী উপজেলার চিলা হাসেম বিশ্বাস মাধ্যমিক বিদ্যালয়ের অস্থায়ী শহীদ মিনার ভাঙচুরের ঘটনা ঘটেছে। ঘটনায় জড়িত দুর্বৃত্তদের আইনের আওতায় এনে শাস্তি দাবি করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা।
জানা গেছে, আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উদ্যাপনে গতকাল সোমবার সন্ধ্যায় আমতলী উপজেলার চিলা হাসেম বিশ্বাস মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে শিক্ষক ও শিক্ষার্থীরা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণে কলাগাছ, বাঁশ ও ইট দিয়ে অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করেন। গতকাল রাতে দুর্বৃত্তরা ওই শহীদ মিনার ভেঙে ফেলে।
বিদ্যালয়ের শিক্ষার্থীরা বলে, ‘প্রভাতে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে গিয়ে ভাঙা দেখতে পাই। কারা যেন রাতে মিনার ভেঙে ফেলেছে। এ অপকর্ম যারা করেছে, তাদের আইনের আওতায় এনে শাস্তির দাবি করছি।’
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উদ্যাপন কমিটির আহ্বায়ক বিদ্যালয় সহকারী শিক্ষক মো. আব্দুল আউয়াল বলেন, ‘সন্ধ্যায় শহীদ মিনার নির্মাণ করে বাড়িতে চলে যাই। রাতেই খবর পেয়েছি দুর্বৃত্তরা শহীদ মিনার ভেঙে ফেলেছে। আজ সকালে ভাঙা শহীদ মিনার পুনরায় নির্মাণ করে ফুল দেওয়া হয়েছে।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোয়াজ্জেম হোসেন বলেন, যারা শহীদ মিনার ভেঙেছে, তারা দেশের শত্রু। এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে থানায় সাধারণ ডায়েরি করা হবে।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মো. আবুল হোসেন বিশ্বাস বলেন, ‘প্রধান শিক্ষক শহীদ মিনার ভাঙার বিষয়টি আমাকে জানিয়েছে। এ ঘটনা সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আশরাফুল আলম বলেন, ‘এটা অত্যন্ত ভয়ংকর ঘটনা। এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বলা হয়েছে।’
রাজধানীর আজিমপুরে মেডিকেল স্টাফ কোয়ার্টারের একটি বাসায় দিনদুপুরে ডাকাতিসহ বাচ্চাকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার দুপুরে লালবাগ টাওয়ারের পাশে ফারজানা আক্তার নামের এক নারীর বাসায় এ ঘটনা ঘটে
১৩ মিনিট আগেবরগুনা সদরের ঘটবাড়িয়া গ্রামের আবদুল লতিফ ফরায়েজীর স্ত্রী জাহানারা বেগমকে (৬০) প্রায় ২৫ বছর পর খুঁজে পেয়েছে তাঁর স্বজনেরা। আজ শুক্রবার দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া বাজার এলাকা থেকে তাঁকে নিয়ে যান স্বজনেরা। ১৯৯৯ সালে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে নিখোঁজ হয়েছিলেন তিনি।
২১ মিনিট আগেসিলেটে ছাত্র-জনতার আন্দোলনে হামলা-গুলির অভিযোগে করা মামলায় সিলেট মহানগর যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৩৬ মিনিট আগেকবির বলেন, ‘আমার ছেলে তো কোনো রাজনীতি করত না। কোনো অন্যায় করেনি। তাহলে কেন এভাবে তাকে হত্যা করা হলো? সায়েম দেশের জন্য শহীদ হলেও সরকার থেকে বা অন্য কেউ কোনো খবর নিতে আসেনি।’
১ ঘণ্টা আগে