প্রতিনিধি, মঠবাড়িয়া (পিরোজপুর)
ঘটনাটি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার পশ্চিম সেনের টিকিকাটা গ্রামের। স্ত্রীকে জামিনদার করে ব্র্যাক থেকে ২০ লাখ ও বিভিন্ন এনজিও থেকে আরও ৩০ লাখ টাকা ঋণ তোলেন জাকির হোসেন। এবার জমিজমা বিক্রি করে দ্বিতীয় বিয়ে করে নিখোঁজ হন তিনি।
২০১৫ সালের এ ঘটনায় জাকির হোসেন (৪২) ও তাঁর প্রথম স্ত্রী মরিয়ম বেগমকে (৩৮) আসামি করে এনজিওর পক্ষ থেকে পিরোজপুর অর্থ ঋণ আদালতে মামলা করা হয়। মামলা নম্বর-০৩ / ১৭।
স্বামী পলাতক। ঘরে তিন শিশু সন্তান। তাই গ্রেপ্তার থেকে বাঁচতে সন্তানদের নিয়ে একই এলাকায় নানার বাড়িতে আশ্রয় নেন মরিয়ম। দুই বেলা খাবার জোটাতে ঝিয়ের কাজ, কাঁথা সেলাই করেছেন মরিয়ম। এতেও অভাব কাটেনি। নিজে ও বড় মেয়ে শারমিন আক্তার (১৮) প্রায়ই না খেয়ে ছেলে রুম্মান (১১) ও ছোট মেয়ে জান্নাতি আক্তারকে খাওয়ানোর চেষ্টা করতেন।
এরই মাঝে আদালত থেকে এ দম্পতির নামে ওয়ারেন্ট ইস্যু হয়। স্বামীকে না পেলেও সোমবার (৩০ আগস্ট) মঠবাড়িয়া থানার সহকারী পুলিশ পরিদর্শক জেন্নাত আলী, উপ-সহকারী পুলিশ পরিদর্শক জাহিদুল ইসলাম ও লাবনী আক্তার ওয়ারেন্টের আসামি মরিয়ম বেগমকে গ্রেপ্তার করেন।
তবে মরিয়মের সংসারের অবস্থা এবং সন্তানদের আহাজারিতে মন গলে এএসআই জাহিদুল ইসলাম জাহিদের। শিশুদের 'আমরা এখন থাকব কীভাবে? খাব কী? ঘরেতো কিছুই নেই। আমাদের মাকে ছেড়ে দেন। মা কিছু করে নাই।' শিশুদের আহাজারির পরেও মাকে ছেড়ে দিতে পারেননি আদালতের আদেশ পালনের স্বার্থে। তবে মরিয়মকে থানায় রেখে আবার ছুটে যান ওই বাড়িতে। মঠবাড়িয়া বাজার থেকে নিয়ে যান এক মাসের চাল, ডাল, তেল, আলু, লবণ, সাবান, পেঁয়াজ, মরিচ, হলুদ, চিনি, চাসহ বিভিন্ন খাদ্যসামগ্রী।
এএসআই জাহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, মরিয়ম বেগমের সংসারের যে অবস্থা; তাঁর অবর্তমানে এই সংসারের আহার জোগানো কঠিন হয়ে পড়বে। তাই যত দিন মরিয়ম বেগম জেল হাজতে থাকবেন, তত দিন রেশন দিয়ে এই পরিবারকে তিনি সহায়তা করে যাবেন।
প্রসঙ্গত, পুলিশের এই অফিসার এর আগে বরিশালের বানারীপাড়া থানায় কর্মরত ছিলেন। সেখানেও তিনি বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ করেছেন।
ঘটনাটি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার পশ্চিম সেনের টিকিকাটা গ্রামের। স্ত্রীকে জামিনদার করে ব্র্যাক থেকে ২০ লাখ ও বিভিন্ন এনজিও থেকে আরও ৩০ লাখ টাকা ঋণ তোলেন জাকির হোসেন। এবার জমিজমা বিক্রি করে দ্বিতীয় বিয়ে করে নিখোঁজ হন তিনি।
২০১৫ সালের এ ঘটনায় জাকির হোসেন (৪২) ও তাঁর প্রথম স্ত্রী মরিয়ম বেগমকে (৩৮) আসামি করে এনজিওর পক্ষ থেকে পিরোজপুর অর্থ ঋণ আদালতে মামলা করা হয়। মামলা নম্বর-০৩ / ১৭।
স্বামী পলাতক। ঘরে তিন শিশু সন্তান। তাই গ্রেপ্তার থেকে বাঁচতে সন্তানদের নিয়ে একই এলাকায় নানার বাড়িতে আশ্রয় নেন মরিয়ম। দুই বেলা খাবার জোটাতে ঝিয়ের কাজ, কাঁথা সেলাই করেছেন মরিয়ম। এতেও অভাব কাটেনি। নিজে ও বড় মেয়ে শারমিন আক্তার (১৮) প্রায়ই না খেয়ে ছেলে রুম্মান (১১) ও ছোট মেয়ে জান্নাতি আক্তারকে খাওয়ানোর চেষ্টা করতেন।
এরই মাঝে আদালত থেকে এ দম্পতির নামে ওয়ারেন্ট ইস্যু হয়। স্বামীকে না পেলেও সোমবার (৩০ আগস্ট) মঠবাড়িয়া থানার সহকারী পুলিশ পরিদর্শক জেন্নাত আলী, উপ-সহকারী পুলিশ পরিদর্শক জাহিদুল ইসলাম ও লাবনী আক্তার ওয়ারেন্টের আসামি মরিয়ম বেগমকে গ্রেপ্তার করেন।
তবে মরিয়মের সংসারের অবস্থা এবং সন্তানদের আহাজারিতে মন গলে এএসআই জাহিদুল ইসলাম জাহিদের। শিশুদের 'আমরা এখন থাকব কীভাবে? খাব কী? ঘরেতো কিছুই নেই। আমাদের মাকে ছেড়ে দেন। মা কিছু করে নাই।' শিশুদের আহাজারির পরেও মাকে ছেড়ে দিতে পারেননি আদালতের আদেশ পালনের স্বার্থে। তবে মরিয়মকে থানায় রেখে আবার ছুটে যান ওই বাড়িতে। মঠবাড়িয়া বাজার থেকে নিয়ে যান এক মাসের চাল, ডাল, তেল, আলু, লবণ, সাবান, পেঁয়াজ, মরিচ, হলুদ, চিনি, চাসহ বিভিন্ন খাদ্যসামগ্রী।
এএসআই জাহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, মরিয়ম বেগমের সংসারের যে অবস্থা; তাঁর অবর্তমানে এই সংসারের আহার জোগানো কঠিন হয়ে পড়বে। তাই যত দিন মরিয়ম বেগম জেল হাজতে থাকবেন, তত দিন রেশন দিয়ে এই পরিবারকে তিনি সহায়তা করে যাবেন।
প্রসঙ্গত, পুলিশের এই অফিসার এর আগে বরিশালের বানারীপাড়া থানায় কর্মরত ছিলেন। সেখানেও তিনি বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ করেছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিহত আবদুল্লাহকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় বেনাপোল পৌর বল ফিল্ড মাঠে গার্ড অব অনার শেষে পাশের বড় আঁচড়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।
১২ মিনিট আগেপাবনার চাটমোহরে নিখোঁজের ২৪ ঘণ্টা পর গোলজার হোসেন (৫৩) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার বিলচলন ইউনিয়নের খলিশাগাড়ী বিলের কাজীর নালা থেকে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
১৬ মিনিট আগেঘন কুয়াশার কারণে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামায় বিঘ্ন ঘটছে। আজ শুক্রবার ভোর থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়ে রানওয়ে।
১৮ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে কলেজছাত্র ইমন হত্যা মামলায় সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মো. আব্দুর রাজ্জাককে টাঙ্গাইলের মির্জাপুর থানায় পাঁচ দিনের রিমান্ডে আনা হয়েছে। আজ শুক্রবার সকালে তাঁকে টাঙ্গাইল কারাগার থেকে থানায় নিয়ে আসে পুলিশ।
২৫ মিনিট আগে