কলাপাড়া (পটুয়াখালীর) প্রতিনিধি
পটুয়াখালীর কলাপাড়ায় বৈশাখী মেলার তৃতীয় দিনে গতকাল মঙ্গলবার রাত ১০ টার দিকে বিদ্যুতচালিত দোলনা রাইড ভেঙে পড়ায় শিশুসহ অন্তত ৮ জন আহত হয়েছে। এ সময় উত্তেজিত মানুষ টিকিটের টাকা ফেরত চেয়ে ওই রাইড চালকদের একজনকে মারধর করে। পরে পুলিশ লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
এ ঘটনায় আহত আটজনের মধ্যে দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা হলেন মো. তন্ময় (১৭) এবং দেবদাস (৮)। তন্ময়ের বাড়ী উপজেলার বালিয়াতলী ইউনিয়নের বৌদ্ধপাড়া গ্রামে। সে ওই গ্রামের মো. ইব্রাহিম মিয়ার ছেলে। অপরদিকে দেবদাসের বাড়ী পৌরশহরের চিংগড়িয়া এলাকায়। দেবদাস ওই এলাকার গৌতম দাসের ছেলে।
মোসা. তামান্না নামে এক প্রত্যক্ষদর্শী জানান, সে তার একমাত্র ছেলেকে নিয়ে ওই নৌকায় চড়তে লাইনে অপেক্ষমাণ ছিলেন। চোখের সামনে এমন ঘটনা ঘটায় সে হতভম্ব এবং আতঙ্কিত হয়ে পড়েন। সে কখনো এমন রাইডে আর উঠবেন না।
বিশ্বজিৎ সেন বলেন, ‘ঘটনাস্থলে আমিও উপস্থিত ছিলাম। মানুষ চালকদের ওপর ক্ষিপ্ত হয় একপর্যায়ে মারধর করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’
কলাপাড়া পৌরসভার প্যানেল মেয়র মো. হুমায়ুন কবির বলেন, ‘এমন ঘটনা ঘটতে পারে তা অভাবনীয় এবং অনাকাঙ্ক্ষিত। এ বিষয়ে সর্তক থেকে পরিচালনার জন্য বলা হয়েছে।’
কলাপাড়া থানার পুলিশ উপপরিদর্শক মো. জহিরুল ইসলাম বলেন, ‘শিশুরা নিচে পড়ে আহত হয়।’
পটুয়াখালীর কলাপাড়ায় বৈশাখী মেলার তৃতীয় দিনে গতকাল মঙ্গলবার রাত ১০ টার দিকে বিদ্যুতচালিত দোলনা রাইড ভেঙে পড়ায় শিশুসহ অন্তত ৮ জন আহত হয়েছে। এ সময় উত্তেজিত মানুষ টিকিটের টাকা ফেরত চেয়ে ওই রাইড চালকদের একজনকে মারধর করে। পরে পুলিশ লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
এ ঘটনায় আহত আটজনের মধ্যে দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা হলেন মো. তন্ময় (১৭) এবং দেবদাস (৮)। তন্ময়ের বাড়ী উপজেলার বালিয়াতলী ইউনিয়নের বৌদ্ধপাড়া গ্রামে। সে ওই গ্রামের মো. ইব্রাহিম মিয়ার ছেলে। অপরদিকে দেবদাসের বাড়ী পৌরশহরের চিংগড়িয়া এলাকায়। দেবদাস ওই এলাকার গৌতম দাসের ছেলে।
মোসা. তামান্না নামে এক প্রত্যক্ষদর্শী জানান, সে তার একমাত্র ছেলেকে নিয়ে ওই নৌকায় চড়তে লাইনে অপেক্ষমাণ ছিলেন। চোখের সামনে এমন ঘটনা ঘটায় সে হতভম্ব এবং আতঙ্কিত হয়ে পড়েন। সে কখনো এমন রাইডে আর উঠবেন না।
বিশ্বজিৎ সেন বলেন, ‘ঘটনাস্থলে আমিও উপস্থিত ছিলাম। মানুষ চালকদের ওপর ক্ষিপ্ত হয় একপর্যায়ে মারধর করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’
কলাপাড়া পৌরসভার প্যানেল মেয়র মো. হুমায়ুন কবির বলেন, ‘এমন ঘটনা ঘটতে পারে তা অভাবনীয় এবং অনাকাঙ্ক্ষিত। এ বিষয়ে সর্তক থেকে পরিচালনার জন্য বলা হয়েছে।’
কলাপাড়া থানার পুলিশ উপপরিদর্শক মো. জহিরুল ইসলাম বলেন, ‘শিশুরা নিচে পড়ে আহত হয়।’
গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানার হাজতখানার ভেতরে আপসের শর্তে বাদী ও আসামির টাকা লেনদেনের ভিডিও নিয়ে মহানগর পুলিশে তোলপাড় সৃষ্টি হয়েছে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত এক কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া দায়িত্বে অবহেলার কারণে মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ ও বদলি এবং ডিউটি অফিসারকে শোকজ করা হয়েছ
৩৫ মিনিট আগেরাজধানীর হাজারীবাগের ট্যানারিগুলোকে সাভারের হেমায়েতপুরের চামড়া শিল্পনগরে স্থানান্তর করা হয়েছে প্রায় সাত বছর আগে। কিন্তু ট্যানারির দূষণ এখনো রয়ে গেছে হাজারীবাগে। ওই এলাকায় চামড়া প্রক্রিয়াজাত করতে ব্যবহৃত রাসায়নিকের উৎকট গন্ধ আর খালে প্রবাহিত ট্যানারি বর্জ্য জনজীবনকে দুর্বিষহ করে তুলছে।
৩৫ মিনিট আগেপিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের শিয়ালকাঠী গ্রামে লোকালয়ে গড়ে ওঠা একটি খামারের কারণে হুমকিতে পড়েছে জনস্বাস্থ্য। গরু, ছাগল ও মুরগির সমন্বয়ে খামারটি করেছেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক অ্যাডভোকেট শহীদুল হক খান পান্না।
৩৬ মিনিট আগেবাংলাদেশ থেকে বিভিন্ন দেশে অভিবাসন, শিক্ষা ও কর্মসংস্থানের লক্ষ্যে যাত্রা করা নাগরিকদের সংখ্যা ক্রমেই বাড়ছে। ইউরোপীয় বিভিন্ন দেশের কনস্যুলেট এবং দূতাবাস কার্যক্রম না থাকায় নাগরিকদের অন্য দেশ অভিমুখী হতে হচ্ছে।
১ ঘণ্টা আগে