ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির রাজাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস পুকুরে পড়ে অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার সকালে বরিশাল-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের সাতুরিয়া ইউনিয়নের নৈকাঠী গ্রামের দুর্ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ অন্যান্য হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে পিরোজপুর থেকে বৈশাখী পরিবহন নামের একটি বাস বরিশালের উদ্দেশে যাচ্ছিল। বাসটি সকাল সাড়ে ১০টার দিকে রাজাপুর উপজেলার নৈকাঠী গ্রামের জোমাদ্দারবাড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পুকুরে পড়ে যায়। এতে বাসে থাকা অন্তত ১২ জন যাত্রীসহ সবাই কমবেশি আহত হয়। তাদের স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে নেন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজে অংশ নেন রাজাপুর ফায়ার সার্ভিসের সদস্যরা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শাহেদ বলেন, বাস দুর্ঘটনায় আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট চারজন রোগী আসেন। তাঁদের মধ্যে একজন এখানে ভর্তি আছেন, একজনকে বরিশালের পাঠানো হয়েছে এবং দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গিয়েছেন।
রাজাপুর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা মো. আব্দুল খালেক বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। কিন্তু এর আগেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। বাসটির নিচে আর কোনো যাত্রী আটকা পড়েছেন কিনা তা দেখার জন্য উদ্ধারকর্মীরা অভিযান চালিয়েছিলেন, কিন্তু কাউকে খুঁজে পাওয়া যায়নি।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আতাউর রহমান বলেন, বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। বাসটি পুকুর থেকে ওঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
ঝালকাঠির রাজাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস পুকুরে পড়ে অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার সকালে বরিশাল-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের সাতুরিয়া ইউনিয়নের নৈকাঠী গ্রামের দুর্ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ অন্যান্য হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে পিরোজপুর থেকে বৈশাখী পরিবহন নামের একটি বাস বরিশালের উদ্দেশে যাচ্ছিল। বাসটি সকাল সাড়ে ১০টার দিকে রাজাপুর উপজেলার নৈকাঠী গ্রামের জোমাদ্দারবাড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পুকুরে পড়ে যায়। এতে বাসে থাকা অন্তত ১২ জন যাত্রীসহ সবাই কমবেশি আহত হয়। তাদের স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে নেন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজে অংশ নেন রাজাপুর ফায়ার সার্ভিসের সদস্যরা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শাহেদ বলেন, বাস দুর্ঘটনায় আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট চারজন রোগী আসেন। তাঁদের মধ্যে একজন এখানে ভর্তি আছেন, একজনকে বরিশালের পাঠানো হয়েছে এবং দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গিয়েছেন।
রাজাপুর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা মো. আব্দুল খালেক বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। কিন্তু এর আগেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। বাসটির নিচে আর কোনো যাত্রী আটকা পড়েছেন কিনা তা দেখার জন্য উদ্ধারকর্মীরা অভিযান চালিয়েছিলেন, কিন্তু কাউকে খুঁজে পাওয়া যায়নি।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আতাউর রহমান বলেন, বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। বাসটি পুকুর থেকে ওঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
বাড়ির আঙিনায় বেড়া দেওয়া নিয়ে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় শ্যালকের শাবলের আঘাতে দুলাভাইয়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার পৌরশহরের কালিনগর মহল্লায় এ ঘটনা ঘটে। শুক্রবার সকালে অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
১০ মিনিট আগেগাইবান্ধার গোবিন্দগঞ্জে দোকানে সিগারেট না পেয়ে ছুরিকাঘাতে বিএনপি-জামায়াতের ৬ নেতা-কর্মীকে আহত করার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা মারুফ হাসানের বিরুদ্ধে। ঘটনাস্থল থেকে অভিযুক্তকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার পৌর শহরের চৌমাথা মোড়ে এ ঘটনা ঘটে।
১৫ মিনিট আগেযশোর হর্টিকালচার সেন্টারে বিক্রির তালিকায় থাকা সব গাছ সেন্টারে নেই। উদ্যানে নিজস্বভাবে চারা উৎপাদনের জন্য ‘রিভলভিং’ ফান্ডের মাধ্যমে অর্থ বরাদ্দ দেওয়া থাকলেও সেটি করা হচ্ছে না। চারা উৎপাদন না করে বাইরে থেকে কম দামে মানহীন চারা এনে উদ্যানে রেখে বিক্রি করা হচ্ছে। সেন্টারে একটি ভার্মি কম্পোস্ট প্ল্যান্ট
১ ঘণ্টা আগেচট্টগ্রামের রাউজানে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় মাসুদ নামের এক পথচারী গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে