বরগুনা প্রতিনিধি
বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. দেলোয়ার হোসেন (৭৪) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
দেলোয়ার হোসেনের মেয়ে ফারজানা সুমি মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, বাবা দীর্ঘদিন কিডনি রোগে ভুগছিলেন। আজ সকালে তাঁর মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে বরগুনা সার্কিট হাউস ময়দানে জানাজা অনুষ্ঠিত হবে। পরে বরগুনা গণকবরে দাফন করা হতে পারে। তাঁর গ্রামের বাড়ি বরগুনা সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নের গাবতলী গ্রামে।
দেলোয়ার হোসেন সদ্য সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান। তিনি ২০০১ সালে বরগুনা-১ আসন থেকে সংসদ সদস্য (স্বতন্ত্র) নির্বাচিত হয়েছিলেন।
এর আগে দেলোয়ার হোসেন ১৯৯৩ সালে বরগুনা সদরে আয়লা পাতাকাটা ইউনিয়নের চেয়ারম্যান ও ১৯৮৭ সালে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। সর্বশেষ ২০১৭ সালে বরগুনা জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।
তার মৃত্যুতে বরগুনা-১ আসনের সংসদ সদস্য ও বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর কবীর, পৌর মেয়র মো. কামরুল আহসান মহারাজ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার টুকু শোক জানিয়েছেন।
বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. দেলোয়ার হোসেন (৭৪) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
দেলোয়ার হোসেনের মেয়ে ফারজানা সুমি মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, বাবা দীর্ঘদিন কিডনি রোগে ভুগছিলেন। আজ সকালে তাঁর মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে বরগুনা সার্কিট হাউস ময়দানে জানাজা অনুষ্ঠিত হবে। পরে বরগুনা গণকবরে দাফন করা হতে পারে। তাঁর গ্রামের বাড়ি বরগুনা সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নের গাবতলী গ্রামে।
দেলোয়ার হোসেন সদ্য সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান। তিনি ২০০১ সালে বরগুনা-১ আসন থেকে সংসদ সদস্য (স্বতন্ত্র) নির্বাচিত হয়েছিলেন।
এর আগে দেলোয়ার হোসেন ১৯৯৩ সালে বরগুনা সদরে আয়লা পাতাকাটা ইউনিয়নের চেয়ারম্যান ও ১৯৮৭ সালে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। সর্বশেষ ২০১৭ সালে বরগুনা জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।
তার মৃত্যুতে বরগুনা-১ আসনের সংসদ সদস্য ও বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর কবীর, পৌর মেয়র মো. কামরুল আহসান মহারাজ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার টুকু শোক জানিয়েছেন।
এজলাস কক্ষে তানজিরের উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। এ ঘটনায় নাজিরের বিরুদ্ধে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট
১১ মিনিট আগে৮০ বছরের বেশি বয়স আবদুর রশিদের। বার্ধক্যজনিত কারণে শারীরিক নানা জটিলতায় দিন পার করছেন তিনি। অভাবের সংসারে চিকিৎসার খরচ কিছুটা হলেও মেটাতে পারতেন সমাজসেবা অধিদপ্তর থেকে দেওয়া বয়স্ক ভাতার টাকা দিয়ে। মোবাইল ব্যাংকিং সেবা নগদের নম্বরে তিন মাস পরপর এই টাকা আসে। প্রতিবারের মতো এবারও..
২৯ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অন্তবিভাগ ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ ও সাংবাদিককে মারধরের ঘটনায় পৃথক দুইটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৩২ মিনিট আগেগোপালগঞ্জে মোটরসাইকেলে ট্রাক চাপায় এক ঠিকাদার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন এক মোটরসাইকেল আরোহী। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৩৭ মিনিট আগে