‘পটুয়াখালী জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নতুন কমিটির আইনগত কোনো বৈধতা নেই’

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২১, ০০: ০৩

পটুয়াখালী জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নবনির্বাচিত কমিটির আইনগত কোনো বৈধতা নেই বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন। গত ১১ নভেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-১ শাখার যুগ্ম সচিব (পরিচালক, বাণিজ্য সংগঠন) মো.ওয়াহিদুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে পটুয়াখালীর জেলা প্রশাসক ও পটুয়াখালী জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের প্রশাসক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে জানানো হয়।

চিঠিতে বলা হয়, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সহসভাপতির গত ২৯ অক্টোবরের সাধারণ সভা ও ২৩ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদনের বিষয়টি বাণিজ্য সংগঠন অধ্যাদেশ–১৯৬১ এবং বাণিজ্য সংগঠন বিধিমালা–১৯৯৪ এর পরিপন্থী। পটুয়াখালী জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের মামলার বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণসহ একটি সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে প্রশাসকের পরিচালনার মেয়াদ ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
 
চিঠিতে বলা হয়, এ ক্ষেত্রে বাণিজ্য সংগঠন বিধিমালা–১৯৯৪ এর ১৪ নম্বর বিধি অনুযায়ী নির্বাচনের অন্তত ৯০ দিন পূর্বে পরিচালনা পর্ষদ কর্তৃক তিন সদস্য বিশিষ্ট নির্বাচন বোর্ড এবং তিন সদস্য বিশিষ্ট নির্বাচন আপিল বোর্ড গঠন করা। বাণিজ্য সংগঠনবিধিমালা–১৯৯৪ এর ১৫ নম্বর বিধি অনুযায়ী নির্বাচনের অন্তত ৮০ দিন পূর্বে গঠিত নির্বাচন বোর্ড কর্তৃক বিধিসমূহ অনুসরণক্রমে নির্বাচনের তফসিল ঘোষণা করা এবং বর্ধিত মেয়াদের ১৫ দিন পূর্বে পরবর্তী পরিচালনা পর্ষদের নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত পরিচালনা পর্ষদের কাছে দায়িত্ব হস্তান্তর করাসহ প্রতিটি পদক্ষেপসমূহ বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠনের পরিচালককে অবহিত এবং স্বাস্থ্যবিধি অনুসরণ করে নির্বাচন সম্পন্ন করতে বলা হয়েছে। 

পটুয়াখালী জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নবনির্বাচিত সভাপতি মো. রিয়াজ উদ্দিন আহমেদ মৃধা বলেন, ‘আমাদের কমিটির বৈধতা নিয়ে কথা বলার এখতিয়ার বাণিজ্য সংগঠনের নেই। আমরা সড়ক পরিবহন সমিতির অধীনে। বাণিজ্য সংগঠন থেকে যে চিঠিটা দেওয়া হয়েছে তার কোনো কপি বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতিকেও দেওয়া হয়নি। তা ছাড়া আমাদের কমিটি যদি বৈধতা না থাকে তাহলে আমাদের শোকজ করা হলো না কেন? 
 
এ ব্যাপারে পটুয়াখালী জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ও অতিরিক্ত জেলা  ম্যাজিস্ট্রেট মো. হুমায়ুন কবির জানান, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কমিটিকে অবৈধ ঘোষণা করে বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন থেকে প্রশাসককে দায়িত্ব পালনের জন্য চিঠি দেওয়া হয়েছে। ওই চিঠির আলোকে প্রশাসক দায়িত্ব পালন করছে এবং খুব দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত কমিটির হাতে দায়িত্বভার অর্পণ করা হবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত