নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে সোমবার (১২ আগস্ট) থেকে ক্লাস শুরু করার সিদ্ধান্ত হয়েছে। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের ৮৫তম সিন্ডিকেটের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ববি উপাচার্য প্রফেসর ড. বদরুজ্জামান ভূঁইয়া এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষার্থীদের লিখিত দাবির প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
এদিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে বলা হয়েছে, সাধারণ শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকল্পে সিন্ডিকেটের সভার সিদ্ধান্ত মতে, আজ থেকে সব শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা–কর্মচারী কোনো প্রকার রাজনৈতিক সংগঠন, পেশাজীবী সংগঠন বা অঙ্গ/ছায়া সংগঠন, লেজুড়ভিত্তিক প্যানেল/পরিষদ/সমিতির সঙ্গে জড়িত থাকতে পারবেন না।
অর্থাৎ ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা হলো। অপর এক আদেশে ববির ক্লাস কার্যক্রম সোমবার থেকে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ববি সমন্বয়ক জাহিদ হোসেন আজকের পত্রিকাকে জানান, তাঁরা সাধারণ শিক্ষার্থীদের মতামতের পরিপ্রেক্ষিতে আজ উপাচার্যর সঙ্গে বৈঠক করেন। বৈঠকের প্রথম ধাপ ক্যাম্পাসে রাজনীতি বন্ধের দাবি তুলেছেন। এমনকি উপাচার্যকে বলে এসেছেন যে তাঁদের আরও দাবি রয়েছে। ক্লাস শুরুর পর পরবর্তী ধাপে অনলাইন অথবা অফ লাইনে অভিযোগ বক্স খুলে সেগুলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে তুলে ধরা হবে বলে জানান তিনি।
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে সোমবার (১২ আগস্ট) থেকে ক্লাস শুরু করার সিদ্ধান্ত হয়েছে। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের ৮৫তম সিন্ডিকেটের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ববি উপাচার্য প্রফেসর ড. বদরুজ্জামান ভূঁইয়া এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষার্থীদের লিখিত দাবির প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
এদিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে বলা হয়েছে, সাধারণ শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকল্পে সিন্ডিকেটের সভার সিদ্ধান্ত মতে, আজ থেকে সব শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা–কর্মচারী কোনো প্রকার রাজনৈতিক সংগঠন, পেশাজীবী সংগঠন বা অঙ্গ/ছায়া সংগঠন, লেজুড়ভিত্তিক প্যানেল/পরিষদ/সমিতির সঙ্গে জড়িত থাকতে পারবেন না।
অর্থাৎ ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা হলো। অপর এক আদেশে ববির ক্লাস কার্যক্রম সোমবার থেকে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ববি সমন্বয়ক জাহিদ হোসেন আজকের পত্রিকাকে জানান, তাঁরা সাধারণ শিক্ষার্থীদের মতামতের পরিপ্রেক্ষিতে আজ উপাচার্যর সঙ্গে বৈঠক করেন। বৈঠকের প্রথম ধাপ ক্যাম্পাসে রাজনীতি বন্ধের দাবি তুলেছেন। এমনকি উপাচার্যকে বলে এসেছেন যে তাঁদের আরও দাবি রয়েছে। ক্লাস শুরুর পর পরবর্তী ধাপে অনলাইন অথবা অফ লাইনে অভিযোগ বক্স খুলে সেগুলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে তুলে ধরা হবে বলে জানান তিনি।
গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানার হাজতখানার ভেতরে আপসের শর্তে বাদী ও আসামির টাকা লেনদেনের ভিডিও নিয়ে মহানগর পুলিশে তোলপাড় সৃষ্টি হয়েছে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত এক কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া দায়িত্বে অবহেলার কারণে মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ ও বদলি এবং ডিউটি অফিসারকে শোকজ করা হয়েছ
১৬ মিনিট আগেরাজধানীর হাজারীবাগের ট্যানারিগুলোকে সাভারের হেমায়েতপুরের চামড়া শিল্পনগরে স্থানান্তর করা হয়েছে প্রায় সাত বছর আগে। কিন্তু ট্যানারির দূষণ এখনো রয়ে গেছে হাজারীবাগে। ওই এলাকায় চামড়া প্রক্রিয়াজাত করতে ব্যবহৃত রাসায়নিকের উৎকট গন্ধ আর খালে প্রবাহিত ট্যানারি বর্জ্য জনজীবনকে দুর্বিষহ করে তুলছে।
১৬ মিনিট আগেপিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের শিয়ালকাঠী গ্রামে লোকালয়ে গড়ে ওঠা একটি খামারের কারণে হুমকিতে পড়েছে জনস্বাস্থ্য। গরু, ছাগল ও মুরগির সমন্বয়ে খামারটি করেছেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক অ্যাডভোকেট শহীদুল হক খান পান্না।
১৬ মিনিট আগেবাংলাদেশ থেকে বিভিন্ন দেশে অভিবাসন, শিক্ষা ও কর্মসংস্থানের লক্ষ্যে যাত্রা করা নাগরিকদের সংখ্যা ক্রমেই বাড়ছে। ইউরোপীয় বিভিন্ন দেশের কনস্যুলেট এবং দূতাবাস কার্যক্রম না থাকায় নাগরিকদের অন্য দেশ অভিমুখী হতে হচ্ছে।
১ ঘণ্টা আগে